ETV Bharat / entertainment

Sidharth Malhotra weds Kiara Advani: আলিয়া থেকে ক্যাটরিনা, মন খুলে সিড-কিয়ারাকে ভালোবাসা জানালো বি-টাউন - sidharth malhotra kiara advani wedding

জয়সলমেরে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সিড-কিয়ারা ৷ তাঁদের শুভেচ্ছা জানালেন তারকারা ৷ ভিকি ক্যাটরিনা থেকে করণ জোহর নবদম্পতিকে অভিনন্দিত করলেন সকলেই (celebs react to Sidharth Kiara wedding) ৷

Sidharth Malhotra weds Kiara Advani
ভিকি ক্যাটরিনা থেকে করণ জোহর নবদম্পতিকে অভিনন্দিত করলেন সকলেই
author img

By

Published : Feb 8, 2023, 11:05 AM IST

Updated : Feb 8, 2023, 11:27 AM IST

মুম্বই, 8 ফেব্রুয়ারি: বলিপাড়ার তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানির চারহাত এক হয়েছে মঙ্গলবার ৷ জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে ঘনিষ্ট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের উপস্থিতিতে বিয়ের পিঁড়িতে বসলেন দু'জন ৷ তাঁদের নতুন জীবন শুরুর কথা ঘোষণা করে মঙ্গলবারই সোশাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেন সিড-কিয়ারা ৷ আর তাঁদের এই পোস্টের নীচে এই জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন বি টাউনের প্রায় সমস্ত পরিচিত সেলেবরাই (celebs react to Sidharth Kiara wedding) ৷

সিড-কিয়ারার বিবাহে শুরু থেকেই উপস্থিত ছিলেন বলিউডের পরিচিত পরিচালক করণ জোহর ৷ এদিন এই নব দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, "ওঁর সঙ্গে আমার আলাপ প্রায় দেড় দশক আগে ৷ ঠাণ্ডা, দৃঢ় আবার একইসঙ্গে ভীষণ সংবেদনশীল ৷ এরপর ওদের দু'জনের যখন আলাপ হল তখনই আমি বুঝেছিলাম, দৃঢ়তা এবং আত্মমর্যাদার এই দুই স্তম্ভ একদিন একটা ম্যাজিক্যাল লাভ স্টোরি গড়ে তুলবে ৷ তাঁদের সামনে থেকে দেখা সত্যিই রূপকথার মতো ৷ যখন তাঁরা প্রেমের মণ্ডপে মালাবদল করল আশেপাশের সকলেই স্পন্দিত হয়েছিল... আমি গর্বিত, উচ্ছ্বসিত দু'জনের ভালোবাসায় ৷ ভালোবাসা সিড ভালোবাসা কিয়ারা... আজকের দিনটা চিরদিনের হয়ে থাকুক ৷"

Sidharth Malhotra weds Kiara Advani
আলিয়া ভাটও সিদ্ধার্থ-কিয়ারকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের নতুন জীবনের জন্য

আলিয়া ভাটও সিদ্ধার্থ-কিয়ারকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের নতুন জীবনের জন্য ৷

Sidharth Malhotra weds Kiara Advani
শুধু তাই নয় আরআরআর অভিনেতা রাম চরণ যিনি আগামীতে স্ক্রিনশেয়ার করবেন কিয়ারার সঙ্গে

শুধু তাই নয় 'আরআরআর' অভিনেতা রাম চরণ যিনি আগামীতে স্ক্রিনশেয়ার করবেন কিয়ারার সঙ্গে ৷ তিনি লিখেছেন, "স্বর্গে তৈরি জুটি ৷ অভিনন্দন৷"

Sidharth Malhotra weds Kiara Advani
শুভেচ্ছা জানালেন রাকুলপ্রীত

সিদ্ধার্থের সঙ্গে 'থ্যাঙ্ক গড' ছবিতে স্ক্রিনশেয়ার করা রাকুলপ্রীত সিংও জানিয়েছেন শুভ কামনা ৷ তিনি লেখেন, 'তোমাদের দু'জনকে অভিনন্দন ৷ চিরকালীন প্রেমের শুভ সূচনা ৷'

Sidharth Malhotra weds Kiara Advani
দুজনেই শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে

ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল হাজির ছিলেন বিয়ের অনুষ্ঠানে ৷ তাঁরাও এদিন শুভেচ্ছা জানিয়েছেন নব দম্পতিকে ৷ ডিজাইনার মনীশ মালহোত্রা লেখেন, "মিস্টার এবং মিসেস মালহোত্রার জন্য আশীর্বাদ ও ভালোবাসা ৷"

অভিনেতা পুলকিত সম্রাট লেখেন, 'অভিনন্দন, আশা করি তোমাদের গোটা জীবন ভালোবাসায় কাটবে ৷'

পরিচালক মিলাপ জাভেরি লেখেন, 'হায় ম্যায় মরজাভাঁ ৷ বন্ধু তোমাদের দু'জনের জন্য অনেক অনেক ভালোবাসা ৷'

Sidharth Malhotra weds Kiara Advani
অভিনন্দন জানালেন পরিনীতি চোপড়া

পরিনীতি চোপড়া লেখেন, 'আমার সিড্ডো আর মিসেস কে-কে অভিনন্দন ৷'

Sidharth Malhotra weds Kiara Advani
অভিনেতা অঙ্গদ বেদিও সিড কিয়ারাকে অভিনন্দন জানাতে ভোলেননি

অভিনেতা অঙ্গদ বেদিও সিড কিয়ারাকে অভিনন্দন জানাতে ভোলেননি ৷ একটু মজা করেই তিনি লেখেন, "এবার সিড তুমি রাতা লম্বিয়া-র মানে বুঝতে পারবে ৷ অভিনন্দন ডিম্পল এবং শেরশাহ ৷"

অভিনন্দন জানিয়েছেন অভিনেতা বিক্রান্ত মেসিও ৷

আরও পড়ুন: 'তেরি মেরি গল্লা হো গায়ি মশহুর...', নতুন পথ চলা শুরু সিড কিয়ারার

মুম্বই, 8 ফেব্রুয়ারি: বলিপাড়ার তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানির চারহাত এক হয়েছে মঙ্গলবার ৷ জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে ঘনিষ্ট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের উপস্থিতিতে বিয়ের পিঁড়িতে বসলেন দু'জন ৷ তাঁদের নতুন জীবন শুরুর কথা ঘোষণা করে মঙ্গলবারই সোশাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেন সিড-কিয়ারা ৷ আর তাঁদের এই পোস্টের নীচে এই জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন বি টাউনের প্রায় সমস্ত পরিচিত সেলেবরাই (celebs react to Sidharth Kiara wedding) ৷

সিড-কিয়ারার বিবাহে শুরু থেকেই উপস্থিত ছিলেন বলিউডের পরিচিত পরিচালক করণ জোহর ৷ এদিন এই নব দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, "ওঁর সঙ্গে আমার আলাপ প্রায় দেড় দশক আগে ৷ ঠাণ্ডা, দৃঢ় আবার একইসঙ্গে ভীষণ সংবেদনশীল ৷ এরপর ওদের দু'জনের যখন আলাপ হল তখনই আমি বুঝেছিলাম, দৃঢ়তা এবং আত্মমর্যাদার এই দুই স্তম্ভ একদিন একটা ম্যাজিক্যাল লাভ স্টোরি গড়ে তুলবে ৷ তাঁদের সামনে থেকে দেখা সত্যিই রূপকথার মতো ৷ যখন তাঁরা প্রেমের মণ্ডপে মালাবদল করল আশেপাশের সকলেই স্পন্দিত হয়েছিল... আমি গর্বিত, উচ্ছ্বসিত দু'জনের ভালোবাসায় ৷ ভালোবাসা সিড ভালোবাসা কিয়ারা... আজকের দিনটা চিরদিনের হয়ে থাকুক ৷"

Sidharth Malhotra weds Kiara Advani
আলিয়া ভাটও সিদ্ধার্থ-কিয়ারকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের নতুন জীবনের জন্য

আলিয়া ভাটও সিদ্ধার্থ-কিয়ারকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের নতুন জীবনের জন্য ৷

Sidharth Malhotra weds Kiara Advani
শুধু তাই নয় আরআরআর অভিনেতা রাম চরণ যিনি আগামীতে স্ক্রিনশেয়ার করবেন কিয়ারার সঙ্গে

শুধু তাই নয় 'আরআরআর' অভিনেতা রাম চরণ যিনি আগামীতে স্ক্রিনশেয়ার করবেন কিয়ারার সঙ্গে ৷ তিনি লিখেছেন, "স্বর্গে তৈরি জুটি ৷ অভিনন্দন৷"

Sidharth Malhotra weds Kiara Advani
শুভেচ্ছা জানালেন রাকুলপ্রীত

সিদ্ধার্থের সঙ্গে 'থ্যাঙ্ক গড' ছবিতে স্ক্রিনশেয়ার করা রাকুলপ্রীত সিংও জানিয়েছেন শুভ কামনা ৷ তিনি লেখেন, 'তোমাদের দু'জনকে অভিনন্দন ৷ চিরকালীন প্রেমের শুভ সূচনা ৷'

Sidharth Malhotra weds Kiara Advani
দুজনেই শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে

ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল হাজির ছিলেন বিয়ের অনুষ্ঠানে ৷ তাঁরাও এদিন শুভেচ্ছা জানিয়েছেন নব দম্পতিকে ৷ ডিজাইনার মনীশ মালহোত্রা লেখেন, "মিস্টার এবং মিসেস মালহোত্রার জন্য আশীর্বাদ ও ভালোবাসা ৷"

অভিনেতা পুলকিত সম্রাট লেখেন, 'অভিনন্দন, আশা করি তোমাদের গোটা জীবন ভালোবাসায় কাটবে ৷'

পরিচালক মিলাপ জাভেরি লেখেন, 'হায় ম্যায় মরজাভাঁ ৷ বন্ধু তোমাদের দু'জনের জন্য অনেক অনেক ভালোবাসা ৷'

Sidharth Malhotra weds Kiara Advani
অভিনন্দন জানালেন পরিনীতি চোপড়া

পরিনীতি চোপড়া লেখেন, 'আমার সিড্ডো আর মিসেস কে-কে অভিনন্দন ৷'

Sidharth Malhotra weds Kiara Advani
অভিনেতা অঙ্গদ বেদিও সিড কিয়ারাকে অভিনন্দন জানাতে ভোলেননি

অভিনেতা অঙ্গদ বেদিও সিড কিয়ারাকে অভিনন্দন জানাতে ভোলেননি ৷ একটু মজা করেই তিনি লেখেন, "এবার সিড তুমি রাতা লম্বিয়া-র মানে বুঝতে পারবে ৷ অভিনন্দন ডিম্পল এবং শেরশাহ ৷"

অভিনন্দন জানিয়েছেন অভিনেতা বিক্রান্ত মেসিও ৷

আরও পড়ুন: 'তেরি মেরি গল্লা হো গায়ি মশহুর...', নতুন পথ চলা শুরু সিড কিয়ারার

Last Updated : Feb 8, 2023, 11:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.