মুম্বই, 8 ফেব্রুয়ারি: বলিপাড়ার তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানির চারহাত এক হয়েছে মঙ্গলবার ৷ জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে ঘনিষ্ট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের উপস্থিতিতে বিয়ের পিঁড়িতে বসলেন দু'জন ৷ তাঁদের নতুন জীবন শুরুর কথা ঘোষণা করে মঙ্গলবারই সোশাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেন সিড-কিয়ারা ৷ আর তাঁদের এই পোস্টের নীচে এই জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন বি টাউনের প্রায় সমস্ত পরিচিত সেলেবরাই (celebs react to Sidharth Kiara wedding) ৷
সিড-কিয়ারার বিবাহে শুরু থেকেই উপস্থিত ছিলেন বলিউডের পরিচিত পরিচালক করণ জোহর ৷ এদিন এই নব দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, "ওঁর সঙ্গে আমার আলাপ প্রায় দেড় দশক আগে ৷ ঠাণ্ডা, দৃঢ় আবার একইসঙ্গে ভীষণ সংবেদনশীল ৷ এরপর ওদের দু'জনের যখন আলাপ হল তখনই আমি বুঝেছিলাম, দৃঢ়তা এবং আত্মমর্যাদার এই দুই স্তম্ভ একদিন একটা ম্যাজিক্যাল লাভ স্টোরি গড়ে তুলবে ৷ তাঁদের সামনে থেকে দেখা সত্যিই রূপকথার মতো ৷ যখন তাঁরা প্রেমের মণ্ডপে মালাবদল করল আশেপাশের সকলেই স্পন্দিত হয়েছিল... আমি গর্বিত, উচ্ছ্বসিত দু'জনের ভালোবাসায় ৷ ভালোবাসা সিড ভালোবাসা কিয়ারা... আজকের দিনটা চিরদিনের হয়ে থাকুক ৷"
আলিয়া ভাটও সিদ্ধার্থ-কিয়ারকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের নতুন জীবনের জন্য ৷
শুধু তাই নয় 'আরআরআর' অভিনেতা রাম চরণ যিনি আগামীতে স্ক্রিনশেয়ার করবেন কিয়ারার সঙ্গে ৷ তিনি লিখেছেন, "স্বর্গে তৈরি জুটি ৷ অভিনন্দন৷"
সিদ্ধার্থের সঙ্গে 'থ্যাঙ্ক গড' ছবিতে স্ক্রিনশেয়ার করা রাকুলপ্রীত সিংও জানিয়েছেন শুভ কামনা ৷ তিনি লেখেন, 'তোমাদের দু'জনকে অভিনন্দন ৷ চিরকালীন প্রেমের শুভ সূচনা ৷'
ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল হাজির ছিলেন বিয়ের অনুষ্ঠানে ৷ তাঁরাও এদিন শুভেচ্ছা জানিয়েছেন নব দম্পতিকে ৷ ডিজাইনার মনীশ মালহোত্রা লেখেন, "মিস্টার এবং মিসেস মালহোত্রার জন্য আশীর্বাদ ও ভালোবাসা ৷"
অভিনেতা পুলকিত সম্রাট লেখেন, 'অভিনন্দন, আশা করি তোমাদের গোটা জীবন ভালোবাসায় কাটবে ৷'
পরিচালক মিলাপ জাভেরি লেখেন, 'হায় ম্যায় মরজাভাঁ ৷ বন্ধু তোমাদের দু'জনের জন্য অনেক অনেক ভালোবাসা ৷'
পরিনীতি চোপড়া লেখেন, 'আমার সিড্ডো আর মিসেস কে-কে অভিনন্দন ৷'
অভিনেতা অঙ্গদ বেদিও সিড কিয়ারাকে অভিনন্দন জানাতে ভোলেননি ৷ একটু মজা করেই তিনি লেখেন, "এবার সিড তুমি রাতা লম্বিয়া-র মানে বুঝতে পারবে ৷ অভিনন্দন ডিম্পল এবং শেরশাহ ৷"
অভিনন্দন জানিয়েছেন অভিনেতা বিক্রান্ত মেসিও ৷
আরও পড়ুন: 'তেরি মেরি গল্লা হো গায়ি মশহুর...', নতুন পথ চলা শুরু সিড কিয়ারার