ETV Bharat / entertainment

কোলে ঘুমন্ত রাহা, ছুটি কাটাতে শহর ছাড়লেন আলিয়া রণবীর-সহ একাধিক বলিউড তারকা - মীরা রাজপুত

Celeb New Year vacation: বছর শেষে ছুটি কাটাতে শহর ছাড়লেন কিয়ার-সিদ্ধার্থ থেকে আলিয়া-রণবীর, কোথায় যাচ্ছেন তাঁরা? কৌতুহলী নেটপাড়া ৷

Etv Bharat
বছর শেষে ছুটি কাটাতে বাইরে গেলেন তারকারা
author img

By ANI

Published : Dec 26, 2023, 6:48 PM IST

হায়দরাবাদ, 26 ডিসেম্বর: বছর শেষ হতে বাকি আর মাত্র হাতে গোনা কটা দিন ৷ নতুন বছরকে নতুন উদ্যোমে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন সকলেই ৷ সেই তালিকা থেকে বাদ পড়েননি বলিউড তারকারাও ৷ কিয়ারা-সিদ্ধার্থ, শাহিদ-মীরা থেকে শুরু করে আলিয়া-রণবীর সকলেই 2024 সাল শুরুর আগে পাড়ি জমালেন নানা জায়গায় ৷ নতুন বছরকে স্বাগত জানাতে কাছের মানুষের সঙ্গ নিরিবিলিতে সময় কাটাতে ব্যাগ গুছিয়ে চললেন তারকারা ৷

পাপারাৎজিদের খ্রিস্টমাসের উপহার দিয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট ৷ দুবছর পর মেয়ে রাহা কাপুরকে তাঁরা আনলেন ক্যামেরার সামনে ৷ সেই ছবি ও ভিডিয়ো সোশাল মিডিয়ায় কেড়ে নেয়ে প্রত্যেকের ভালোবাসা ৷ মঙ্গলবারই মেয়েকে নিয়ে শহর ছাড়লেন 'ব্রহ্মাস্ত্র' তারকা ৷ ভিডিয়োতে দেখা গিয়েছে, আলিয়ার কোলে ঘুমিয়ে রয়েছে রাহা ৷ গাড়ি থেকে বেরোতেই পাপারাৎজিদের চুপ করতে বলেন তারকাদের সহযোগীরা ৷ এরপর রণবীর-আলিয়া ক্যামেরার সামনে হেসে ঢুকে যান ভিতরে ৷ তবে তারকারা ছুটি কাটাতে কোথায় গেলেন, তা যতক্ষণ না সোশাল মিডিয়ায় ছবি আসছে, বোঝা মুশকিল ৷

মঙ্গলবার সকালে মুম্বই বিমানবন্দরে দেখা যায় কিয়ারা আদবানি ও সিদ্ধার্থ মালহোত্রা ৷ বিয়ের পর প্রথম খ্রিস্টমাস তাঁরা কাটিয়েছেন পরিবারের সঙ্গে ৷ সেই ছবিও তারকা দম্পতি শেয়ার করেন সোশাল মিডিয়ায় ৷ এরপরের দিনই তাঁরা বেরিয়ে পড়েন ব্যাগ নিয়ে ৷ চলতি বছর 7 ফেব্রুয়ারি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন 'শেরশাহ' জুটি ৷ এদিন এয়ারপোর্টে কিয়ারাকে দেখা গিয়েছে সাদারঙের হালতা শীত পোশাকে ৷ অন্যদিকে সিদ্ধার্থকে দেখা গিয়েছে কালো রঙের টি-শার্টের উপরে নীল-কালো চেক ডিজাইনের শার্টে ৷ তাঁরা কোথায় যাচ্ছেন, তা কিন্তু জানা যায়নি ৷

একইভাবে মুম্বই বিমানবন্দরে দেখা যায় মীরা রাজপুত ও শাহিদ কাপুরকে ৷ নতুন বছর প্রিয়জনের সঙ্গে একটু অন্যরকমভাবে কাটাতে তাঁরা ছেড়েছেন শহর ৷ শাহিদ-মীরা দুজনকেই দেখা গিয়েছে, ধূসর রঙের পোশাকে ৷ এয়ারপোর্টে ঢোকার আগে পাপারাৎজিদের ক্যামেরার সামনে পোজ দেন তাঁরা ৷ তবে তারকা দম্পতিরা কোথায় যাচ্ছেন নিউ ইয়ার ভ্যাকেশনে, তা কিন্তু অজানা ৷

আরও পড়ুন

1. টানা দু'টো ফ্লপ, রূপোলি পর্দায় টিকে থাকার লড়াইয়ে সফল প্রভাস; চারদিনেই 250 কোটির ঘরে 'সালার'

2. প্রথমবার রাহাকে নিয়ে অনুরাগীদের সামনে রণলিয়া, কেমন দেখতে আলিয়া-কন্যা; দেখুন ভিডিয়ো

3. অরিজিৎ-শ্রেয়ার পর অনুপমের কণ্ঠে 'বাউন্ডুলে ঘুড়ি', দর্শকদের আবদার মেনে শিল্পীর উপহার

হায়দরাবাদ, 26 ডিসেম্বর: বছর শেষ হতে বাকি আর মাত্র হাতে গোনা কটা দিন ৷ নতুন বছরকে নতুন উদ্যোমে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন সকলেই ৷ সেই তালিকা থেকে বাদ পড়েননি বলিউড তারকারাও ৷ কিয়ারা-সিদ্ধার্থ, শাহিদ-মীরা থেকে শুরু করে আলিয়া-রণবীর সকলেই 2024 সাল শুরুর আগে পাড়ি জমালেন নানা জায়গায় ৷ নতুন বছরকে স্বাগত জানাতে কাছের মানুষের সঙ্গ নিরিবিলিতে সময় কাটাতে ব্যাগ গুছিয়ে চললেন তারকারা ৷

পাপারাৎজিদের খ্রিস্টমাসের উপহার দিয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট ৷ দুবছর পর মেয়ে রাহা কাপুরকে তাঁরা আনলেন ক্যামেরার সামনে ৷ সেই ছবি ও ভিডিয়ো সোশাল মিডিয়ায় কেড়ে নেয়ে প্রত্যেকের ভালোবাসা ৷ মঙ্গলবারই মেয়েকে নিয়ে শহর ছাড়লেন 'ব্রহ্মাস্ত্র' তারকা ৷ ভিডিয়োতে দেখা গিয়েছে, আলিয়ার কোলে ঘুমিয়ে রয়েছে রাহা ৷ গাড়ি থেকে বেরোতেই পাপারাৎজিদের চুপ করতে বলেন তারকাদের সহযোগীরা ৷ এরপর রণবীর-আলিয়া ক্যামেরার সামনে হেসে ঢুকে যান ভিতরে ৷ তবে তারকারা ছুটি কাটাতে কোথায় গেলেন, তা যতক্ষণ না সোশাল মিডিয়ায় ছবি আসছে, বোঝা মুশকিল ৷

মঙ্গলবার সকালে মুম্বই বিমানবন্দরে দেখা যায় কিয়ারা আদবানি ও সিদ্ধার্থ মালহোত্রা ৷ বিয়ের পর প্রথম খ্রিস্টমাস তাঁরা কাটিয়েছেন পরিবারের সঙ্গে ৷ সেই ছবিও তারকা দম্পতি শেয়ার করেন সোশাল মিডিয়ায় ৷ এরপরের দিনই তাঁরা বেরিয়ে পড়েন ব্যাগ নিয়ে ৷ চলতি বছর 7 ফেব্রুয়ারি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন 'শেরশাহ' জুটি ৷ এদিন এয়ারপোর্টে কিয়ারাকে দেখা গিয়েছে সাদারঙের হালতা শীত পোশাকে ৷ অন্যদিকে সিদ্ধার্থকে দেখা গিয়েছে কালো রঙের টি-শার্টের উপরে নীল-কালো চেক ডিজাইনের শার্টে ৷ তাঁরা কোথায় যাচ্ছেন, তা কিন্তু জানা যায়নি ৷

একইভাবে মুম্বই বিমানবন্দরে দেখা যায় মীরা রাজপুত ও শাহিদ কাপুরকে ৷ নতুন বছর প্রিয়জনের সঙ্গে একটু অন্যরকমভাবে কাটাতে তাঁরা ছেড়েছেন শহর ৷ শাহিদ-মীরা দুজনকেই দেখা গিয়েছে, ধূসর রঙের পোশাকে ৷ এয়ারপোর্টে ঢোকার আগে পাপারাৎজিদের ক্যামেরার সামনে পোজ দেন তাঁরা ৷ তবে তারকা দম্পতিরা কোথায় যাচ্ছেন নিউ ইয়ার ভ্যাকেশনে, তা কিন্তু অজানা ৷

আরও পড়ুন

1. টানা দু'টো ফ্লপ, রূপোলি পর্দায় টিকে থাকার লড়াইয়ে সফল প্রভাস; চারদিনেই 250 কোটির ঘরে 'সালার'

2. প্রথমবার রাহাকে নিয়ে অনুরাগীদের সামনে রণলিয়া, কেমন দেখতে আলিয়া-কন্যা; দেখুন ভিডিয়ো

3. অরিজিৎ-শ্রেয়ার পর অনুপমের কণ্ঠে 'বাউন্ডুলে ঘুড়ি', দর্শকদের আবদার মেনে শিল্পীর উপহার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.