ETV Bharat / entertainment

Shruti Haasan: 'দ্য আই' ছবির প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা, ক্লাউড নাইনে শ্রুতি হাসান - সালার

Shruti Haasan English Movie: শ্রুতি হাসানের প্রথম ইংলিশ ছবি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে ৷ ইতিমধ্যেই একাধিক বিভাগে নমিনেশন পেয়েছে 'দ্য আই' ৷ ছবি ঘিরে আপ্লুত অভিনেত্রী ৷

Etv Bharat
'দ্য আই' ছবির প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 4:00 PM IST

Updated : Oct 2, 2023, 4:50 PM IST

হায়দরাবাদ, 2 অক্টোবর: অভিনেতা কমল হাসানের মেয়ে শ্রুতি হাসান তামিল, তেলুগু ও হিন্দি ছবিতে নিজের অভিনয় দক্ষতায় নজর কেড়েছেন ৷ এবার তাঁকে দেখা যাবে একটি ইংলিশ ছবিতেও ৷ ছবির নাম 'দ্য আই' ৷ ইতিমধ্যেই একাধিক আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবি পেয়েছে নমিনেশন ৷ নেটিজেনদের কাছে এই ছবি প্রশংসিত হওয়ায় আবেগতাড়িত অভিনেত্রী ৷ সোশাল মিডিয়ায় লিখলেন 'মন কি বাত' ৷

অভিনেত্রী লেখেন, "মাঝেমধ্যে আপনি এমন কিছু কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েন যা এক কথায় হয়ে ওঠে ম্যাজিকাল, ইমোশনাল ও ট্রুথফুল ৷ এই ছবিটাও ঠিক তেমন কারণেই আমার কাছে স্পেশাল ৷ এই ছবি দেখার পর আপনাদের সকলের মতামত জানার জন্য অপেক্ষায় রইলাম ৷"

শ্রুতি জানিয়েছেন, দ্য আই গ্রিক ইন্টারন্যাশনাল ফিল্ম স্ক্রিনিংয়ে সেরা পরিচালক ও সেরা চিত্রগ্রাহক বিভাগে মনোনিত হয়েছে ৷ লন্ডন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবি হিসাবে নমিনেশন পেয়েছে ৷ গ্রিসের কর্ফু আইল্যান্ডে এই ছবির শুটিং হয়েছে ৷ তিনি বলেন, "আমি অধীর আগ্রহে রয়েছি, আপনাদের এই ছবিটা দেখানোর জন্য ৷" অবশ্য এখনও পর্যন্ত ছবি মুক্তির তারিখ জানানো হয়নি ৷

আরও পড়ুন: যুদ্ধে নামতে চলেছেন কঙ্গনা, দেশের স্বার্থে উড়ল 'তেজস'

'দ্য লস্ট কিংডম' খ্যাত অভিনেতা মার্ক রোলেকে এই ছবিতে দেখা যাবে প্রধান চরিত্রে ৷ 'দ্য আই' পরিচালনা করেছেন ড্যাফনি শমন ৷ ছবিটি মূলত, সাইকোলজিক্যাল থ্রিলার যা ঘণীভূত হয়েছে এক তরুণী বিধবাকে কেন্দ্র করে ৷ যিনি ফিরে আসেন অসুস্থ স্বামীর কঙ্কাল খোঁজার উদ্দেশ্যে ৷ তারপর কী হয়, তা জানতে হলে অপেক্ষা করতে হবে ৷ অন্যদিকে, প্রভাসের বিপরীতে 'সালার' রয়েছে মুক্তির অপেক্ষায় ৷ চলতি বছর ক্রিসমাসের আগে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'সালার' ৷ এছাড়া 'হাই নান্না' ছবিতেও শ্রুতিকে দেখা যাবে গুরুত্বপূর্ণ এক চরিত্রে ৷

আরও পড়ুন: গান্ধি-শাস্ত্রী জয়ন্তীতে নতুন ছবির ঘোষণা অক্ষয়ের, চমক দিলেন ভিডিয়োতে

হায়দরাবাদ, 2 অক্টোবর: অভিনেতা কমল হাসানের মেয়ে শ্রুতি হাসান তামিল, তেলুগু ও হিন্দি ছবিতে নিজের অভিনয় দক্ষতায় নজর কেড়েছেন ৷ এবার তাঁকে দেখা যাবে একটি ইংলিশ ছবিতেও ৷ ছবির নাম 'দ্য আই' ৷ ইতিমধ্যেই একাধিক আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবি পেয়েছে নমিনেশন ৷ নেটিজেনদের কাছে এই ছবি প্রশংসিত হওয়ায় আবেগতাড়িত অভিনেত্রী ৷ সোশাল মিডিয়ায় লিখলেন 'মন কি বাত' ৷

অভিনেত্রী লেখেন, "মাঝেমধ্যে আপনি এমন কিছু কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েন যা এক কথায় হয়ে ওঠে ম্যাজিকাল, ইমোশনাল ও ট্রুথফুল ৷ এই ছবিটাও ঠিক তেমন কারণেই আমার কাছে স্পেশাল ৷ এই ছবি দেখার পর আপনাদের সকলের মতামত জানার জন্য অপেক্ষায় রইলাম ৷"

শ্রুতি জানিয়েছেন, দ্য আই গ্রিক ইন্টারন্যাশনাল ফিল্ম স্ক্রিনিংয়ে সেরা পরিচালক ও সেরা চিত্রগ্রাহক বিভাগে মনোনিত হয়েছে ৷ লন্ডন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবি হিসাবে নমিনেশন পেয়েছে ৷ গ্রিসের কর্ফু আইল্যান্ডে এই ছবির শুটিং হয়েছে ৷ তিনি বলেন, "আমি অধীর আগ্রহে রয়েছি, আপনাদের এই ছবিটা দেখানোর জন্য ৷" অবশ্য এখনও পর্যন্ত ছবি মুক্তির তারিখ জানানো হয়নি ৷

আরও পড়ুন: যুদ্ধে নামতে চলেছেন কঙ্গনা, দেশের স্বার্থে উড়ল 'তেজস'

'দ্য লস্ট কিংডম' খ্যাত অভিনেতা মার্ক রোলেকে এই ছবিতে দেখা যাবে প্রধান চরিত্রে ৷ 'দ্য আই' পরিচালনা করেছেন ড্যাফনি শমন ৷ ছবিটি মূলত, সাইকোলজিক্যাল থ্রিলার যা ঘণীভূত হয়েছে এক তরুণী বিধবাকে কেন্দ্র করে ৷ যিনি ফিরে আসেন অসুস্থ স্বামীর কঙ্কাল খোঁজার উদ্দেশ্যে ৷ তারপর কী হয়, তা জানতে হলে অপেক্ষা করতে হবে ৷ অন্যদিকে, প্রভাসের বিপরীতে 'সালার' রয়েছে মুক্তির অপেক্ষায় ৷ চলতি বছর ক্রিসমাসের আগে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'সালার' ৷ এছাড়া 'হাই নান্না' ছবিতেও শ্রুতিকে দেখা যাবে গুরুত্বপূর্ণ এক চরিত্রে ৷

আরও পড়ুন: গান্ধি-শাস্ত্রী জয়ন্তীতে নতুন ছবির ঘোষণা অক্ষয়ের, চমক দিলেন ভিডিয়োতে

Last Updated : Oct 2, 2023, 4:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.