কলকাতা, 28 মার্চ: 'রিলস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল'-এ জয়জয়কার সৈকত দাস পরিচালিত বাংলা স্বল্পদৈর্ঘ্যের ছবি 'ক্যানভাস'-এর। সেরা অভিনেতা-অভিনেত্রী হলেন ভাস্বর চট্টোপাধ্যায় এবং দেবলীনা দত্ত । অন্যদিকে সেরা পরিচালকের সম্মান এল ছবির পরিচালকের ঝুলিতে। স্বল্পদৈর্ঘ্যের ছবিটিতে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন ভাস্বর চট্টোপাধ্যায়। এই সম্মানে আপ্লুত ইন্ডাস্ট্রির অতি পরিচিত এই অভিনেতা ৷
এই ছবিতে ভাস্বরের সঙ্গে জুটিতে বেঁধেছেন দেবলীনা দত্ত। তিনিও পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। পরিচালক সৈকত দাস সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন ফেস্টিভ্যালে। সারা বিশ্বের মোট একশোটি ছবি ছিল প্রতিযোগিতায়। তার মধ্যে থেকে এই ছবি সেরার পুরস্কার জিতে নিল (Short Film Canvas wins Awards)।
ভাস্বর চট্টোপাধ্যায়কে অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইটিভি ভারতকে বলেন, "এই ফেস্টিভ্যালটা ঔরঙ্গাবাদে হয় । এবার 26 মার্চ হয়েছিল । আমি সময়ের কারণে যেতে পারিনি । 26 তারিখ কোনও খবর আসেনি । তাই ভাবলাম হল না এবার । গোটা পৃথিবী থেকে নানা ভাষার ছবি আসে প্রতিযোগিতায় । আগেই জানতে পেরেছিলাম যে মনোনয়ন পেয়েছি সেরা অভিনেতার । কিন্তু পুরস্কার পাব কি না, সেটা জানার কথা ছিল 26 মার্চ । গতকাল পরিচালক আমায় জানালেন সুখবর । সেরা অভিনেতা আমি, অভিনেত্রী দেবলীনা আর সেরা পরিচালক সৈকত । হ্যাটট্রিক করল আমাদের 'ক্যানভাস' । আমি ভীষণ খুশি।"
এই ছবির নিবেদনে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। গল্পের নায়ক স্বপ্নিল শান্ত এবং নম্র । স্বপ্নিল অত্যন্ত আধুনিক এবং বাস্তববাদী । সে ভালোবাসে কল্পনাকে । কিন্তু সাতপাকে বাঁধা পড়তে চায় না। সমাজের বাঁধাধরা নিয়ম-নীতি থেকে দূরে থাকাটাই তার পছন্দ । কিন্তু কল্পনা ঠিক তার বিপরীত। সে গোছানো সংসারের স্বপ্ন দেখে। এই বৈপরীত্যের টানাপোড়েনে কোথায় গিয়ে দাঁড়াবে তাদের জীবন? উত্তর আছে 19 মিনিটের এই ছবিতে। আর সেই ছবিই জিতে নিল 'রিলস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল'-এ তিন তিনটি পুরস্কার ।
আরও পড়ুন: 'ভোলা'র মুক্তির দিনেই আসছে অজয়ের 'ময়দান' ছবির টিজার