ETV Bharat / entertainment

Shehnaaz Reacts to Rumours: সলমনের ছবি থেকে বাদ পড়ার জল্পনায় জল ঢাললেন শেহনাজ - সলমনের ছবি থেকে বাদ পড়ার জল্পনায় জল ঢাললেন শেহনাজ

সলমনের ছবি থেকে বাদ পড়ার জল্পনায় জল ঢাললেন শেহনাজ ৷ এই নিয়ে বলতে গিয়ে ইনস্টাগ্রামে অভিনেত্রী লেখেন, "LOL, এই গুজবগুলিই গত কয়েক সপ্তাহ ধরে আমার প্রতিদিনের বিনোদনের ডোজ । মানুষ কবে এই ছবিটি দেখবেন তার জন্য আমার আর তর সইছে না ৷ আর হ্যাঁ অবশ্যই আমিও রয়েছি এই ছবিতে (Shehnaaz Gill on Kabhi Eid Kabhi Diwali) ৷"

Shehnaaz Reacts to Rumours
সলমনের ছবি থেকে বাদ পড়ার জল্পনায় জল ঢাললেন শেহনাজ
author img

By

Published : Aug 9, 2022, 12:01 PM IST

মুম্বই, 9 অগস্ট: বলিউডের ভাইজানের নতুন ছবি 'কভি ঈদ কভি দিওয়ালি' নিয়ে জল্পনার অন্ত নেই নেটপাড়ায় ৷ এমনই এক জল্পনা কয়েকদিন আগে প্রায় আগুনের মত ছড়িয়ে পড়েছিল সোশাল মিডিয়ায় ৷ বেশ কিছু মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছিল, গায়িকা-নায়িকা শেহনাজ গিলকেও সলমনের এই আসন্ন ছবি থেকে সরিয়ে দিয়েছেন নির্মাতারা ৷ শুধু কি তাই ! ভাইজানকেও নাকি আর সোশাল মিডিয়ায় ফলো করছেন না পঞ্জাব কি ক্য়াটরিনা ৷ আসলে এই ছবির হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করার কথা রয়েছে বিগবস খ্য়াত অভিনেত্রী শেহনাজ গিলের ৷ এবার এই সমস্ত জল্পনা কল্পনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী (Shehnaaz Gill on Kabhi Eid Kabhi Diwali) ৷

এই নিয়ে বলতে গিয়ে ইনস্টাগ্রামে অভিনেত্রী লেখেন, "LOL, এই গুজবগুলিই গত কয়েক সপ্তাহ ধরে আমার প্রতিদিনের বিনোদনের ডোজ । মানুষ কবে এই ছবিটি দেখবেন তার জন্য আমার আর তর সইছে না ৷ আর হ্যাঁ অবশ্যই আমিও রয়েছি এই ছবিতে ৷" শেহনাজের এই বক্তব্য় যে সমস্ত জল্পনায় জল ঢেলে দিল তা বলাই বাহুল্য ৷

Shehnaaz Reacts to Rumours
এবার এই সমস্ত জল্পনা কল্পনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

'কভি ঈদ কভি দিওয়ালি' ছবির জন্য় শেহনাজ ইতিমধ্যেই শ্যুটিং শুরু করে দিয়েছেন ৷ কেউ কেউ বলছেন ছবিতে রাঘব জুয়েলের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি ৷ ফরহাদ সামজি পরিচালিত এই ছবিতে সলমন খান-শেহনাজ গিল ছাড়াও রয়েছেন ভেঙ্কটেশ দাগ্গুবাতি এবং পূজা হেগড়ে । এই ছবিতে সলমনের বিপরীতে কাজ করছেন পূজা ৷ ছবিতে সলমনের শ্য়ালক আয়ুষ শর্মারও থাকার কথা রয়েছে । তবে অনেক মিডিয়া রিপোর্ট বলছে তিনি নাকি এই ছবি থেকে হাত তুলে নিয়েছেন ৷ এছাড়া সামনে আসছে টিভি স্টার সিদ্ধার্থ নিগমের নামও ৷ এই ছবি কবে পর্দায় আসতে চলেছে তা অবশ্য এখনও জানা যায়নি ৷

আরও পড়ুন: আমিরের ছবি বয়কট ? কলকাতায় প্রচারে মুখ খুললেন 'খিলাড়ি' কুমার

অন্যদিকে বলিউডে অভিষেকের জন্য় অপেক্ষায় থাকা শেহনাজ ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন একটি পঞ্জাবি ছবিতে ৷ 'হসলা রাখ' নামক এই ছবিতে তিনি স্ক্রিনশেয়ার করেছিলেন দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে ৷ এছাড়া একাধিক মিউজিক ভিডিয়োতেও কাজ করতে দেখা যায় অভিনেত্রীকে ৷

মুম্বই, 9 অগস্ট: বলিউডের ভাইজানের নতুন ছবি 'কভি ঈদ কভি দিওয়ালি' নিয়ে জল্পনার অন্ত নেই নেটপাড়ায় ৷ এমনই এক জল্পনা কয়েকদিন আগে প্রায় আগুনের মত ছড়িয়ে পড়েছিল সোশাল মিডিয়ায় ৷ বেশ কিছু মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছিল, গায়িকা-নায়িকা শেহনাজ গিলকেও সলমনের এই আসন্ন ছবি থেকে সরিয়ে দিয়েছেন নির্মাতারা ৷ শুধু কি তাই ! ভাইজানকেও নাকি আর সোশাল মিডিয়ায় ফলো করছেন না পঞ্জাব কি ক্য়াটরিনা ৷ আসলে এই ছবির হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করার কথা রয়েছে বিগবস খ্য়াত অভিনেত্রী শেহনাজ গিলের ৷ এবার এই সমস্ত জল্পনা কল্পনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী (Shehnaaz Gill on Kabhi Eid Kabhi Diwali) ৷

এই নিয়ে বলতে গিয়ে ইনস্টাগ্রামে অভিনেত্রী লেখেন, "LOL, এই গুজবগুলিই গত কয়েক সপ্তাহ ধরে আমার প্রতিদিনের বিনোদনের ডোজ । মানুষ কবে এই ছবিটি দেখবেন তার জন্য আমার আর তর সইছে না ৷ আর হ্যাঁ অবশ্যই আমিও রয়েছি এই ছবিতে ৷" শেহনাজের এই বক্তব্য় যে সমস্ত জল্পনায় জল ঢেলে দিল তা বলাই বাহুল্য ৷

Shehnaaz Reacts to Rumours
এবার এই সমস্ত জল্পনা কল্পনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

'কভি ঈদ কভি দিওয়ালি' ছবির জন্য় শেহনাজ ইতিমধ্যেই শ্যুটিং শুরু করে দিয়েছেন ৷ কেউ কেউ বলছেন ছবিতে রাঘব জুয়েলের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি ৷ ফরহাদ সামজি পরিচালিত এই ছবিতে সলমন খান-শেহনাজ গিল ছাড়াও রয়েছেন ভেঙ্কটেশ দাগ্গুবাতি এবং পূজা হেগড়ে । এই ছবিতে সলমনের বিপরীতে কাজ করছেন পূজা ৷ ছবিতে সলমনের শ্য়ালক আয়ুষ শর্মারও থাকার কথা রয়েছে । তবে অনেক মিডিয়া রিপোর্ট বলছে তিনি নাকি এই ছবি থেকে হাত তুলে নিয়েছেন ৷ এছাড়া সামনে আসছে টিভি স্টার সিদ্ধার্থ নিগমের নামও ৷ এই ছবি কবে পর্দায় আসতে চলেছে তা অবশ্য এখনও জানা যায়নি ৷

আরও পড়ুন: আমিরের ছবি বয়কট ? কলকাতায় প্রচারে মুখ খুললেন 'খিলাড়ি' কুমার

অন্যদিকে বলিউডে অভিষেকের জন্য় অপেক্ষায় থাকা শেহনাজ ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন একটি পঞ্জাবি ছবিতে ৷ 'হসলা রাখ' নামক এই ছবিতে তিনি স্ক্রিনশেয়ার করেছিলেন দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে ৷ এছাড়া একাধিক মিউজিক ভিডিয়োতেও কাজ করতে দেখা যায় অভিনেত্রীকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.