মুম্বই, 20 জানুয়ারি: এশিয়ার প্রথম গান হিসাবে গ্লোডেন গ্লোব পুরস্কার জিতে নিয়ে দেশ গর্বিত করেছে 'আরআরআর' ছবির গান 'নাতু নাতু' ৷ শুধু তাই নয়, সম্প্রতি ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডও জিতে নিয়েছে এই গান এবং এসএস রাজামৌলির ব্লকবাস্টার হিট 'আরআরআর' ৷ তবে ব্রিটিশ আকাদেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডস-এর লড়াইয়ে ছিটকে গেল এই ছবি ৷ জুনিয়র এনটিআর এবং রাম চরণ অভিনীত এই ছবি কিন্তু এবার বিচারকদের মন জয় করতে ব্যর্থ হল ৷ এখানেই রাজামৌলিকে পেছনে ফেলে এগিয়ে গেলেন এক বাঙালি ।
পরিচালক শৌনক সেনের তথ্যচিত্র 'অল দ্যাট ব্রিদস' কিন্তু জায়গা করে নিয়েছে লড়াইয়ে (All That Breathes in BAFTA awards 2023 ) ৷ বৃহস্পতিবার মনোনয়নের তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ আকাদেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ (Shaunak Documentary All That Breathes in BAFTA)৷ সেই তালিকায় 'সেরা তথ্যচিত্র' বিভাগে স্থান পেয়েছে বাঙালি পরিচালকের এই ছবি (BAFTA awards 2023 Best Documentary Category)৷ সম্প্রতি কান ফিল্ম ফেস্টিভ্যালে গোল্ডেন আই পুরস্কার জয় করেছে শৌনকের এই তথ্য়চিত্র ৷ শুধু তাই নয় সানড্যান্স ফিল্ম ফেস্টিভালে গ্র্যান্ড জুরি পুরস্কারও জিতে নিয়েছিল এই ছবি ৷
ব্রিটিশ আকাদেমি আকাদেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডস-এর ভারতীয় বংশোদ্ভুত সভাপতি কৃষ্ণেন্দু মজুমদার বলেন, "ব্রিটিশ আকাদেমি আকাদেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড কিছু অসাধারণ কাহিনি এবং সেই সমস্ত কাহিনিকে পর্দায় তুলে আনা প্রতিভাবান ব্যক্তিদের স্বীকৃতি দেয় ৷ এই চুড়ান্ত পর্ব পর্যন্ত পৌঁছতে পারাও একটি বড় প্রাপ্তি । যাঁরা মনোনয়ন পেয়েছেন তাঁদের অভিনন্দন ৷"
-
Without taking away from any of the the richly deserved and amazing accolades that RRR got, ‘All That Breathes’ got my vote as best documentary of the year https://t.co/rBMXI3QOue
— Shekhar Kapur (@shekharkapur) January 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Without taking away from any of the the richly deserved and amazing accolades that RRR got, ‘All That Breathes’ got my vote as best documentary of the year https://t.co/rBMXI3QOue
— Shekhar Kapur (@shekharkapur) January 18, 2023Without taking away from any of the the richly deserved and amazing accolades that RRR got, ‘All That Breathes’ got my vote as best documentary of the year https://t.co/rBMXI3QOue
— Shekhar Kapur (@shekharkapur) January 18, 2023
প্রসঙ্গত, এর আগে এই পুরস্কারের জন্য 6 জানুয়ারি একটি তালিকা প্রকাশ করা হয়েছিল কর্তৃপক্ষের তরফে ৷ সেই তালিকায় অবশ্য রাজামৌলির ছবি 'আরআরআর' স্থান করে নিয়েছিল ৷ তবে চুড়ান্ত পর্বের মনোনয়ন পেল না এই ছবি ৷ এখন শৌনকের এই তথ্যচিত্র শেষপর্যন্ত সোনালি ট্রফি হাতে তুলে নিতে পারে কিনা সেটাই দেখার ৷ শৌনক মূলত প্রবাসেই থাকেন ৷ বাঙালি হলেও তাঁর বেড়ে ওঠা দিল্লিতে ৷
আরও পড়ুন: অ্য়ান্তিলিয়াতে বাগদান সম্পন্ন অনন্ত রাধিকার
'অল দ্যাট ব্রিদস' 90 মিনিটের তথ্যচিত্র ৷ এই তথ্যচিত্রে ফুটে উঠেছে দুই ভাই মহম্মদ সৌদ এবং নাদিম শেহজাদের কাহিনি ৷ আহত ব্ল্যাক কাইটস পাখিদের উদ্ধার করে তাদের চিকিৎসা করে তাদের আবার নতুন জীবন ফিরিয়ে দেওয়ার গল্প বলে এই ছবি ৷