লস অ্যাঞ্জেলস, 13 মার্চ: ডলবি থিয়েটারে শুরু হয়েছে 95-তম অস্কার প্রদানের অনুষ্ঠান ৷ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা ডকুমেন্টরি ফিচার বিভাগে ড্যানিয়েল রোহারের নাভালনির কাছে পরাজিত হল শৌনক সেনের ভারতীয় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তথ্যচিত্র 'অল দ্যাট ব্রেদস' (All That Breathes Losing to Navalny) ৷ তবে শৌনক না পারলেও তামিল তথ্যচিত্র 'দ্য এলিফ্যান্ট হুইসপারার্স'র' তথ্য়চিত্রের শর্ট সাবজেক্ট বিভাগে অস্কার জিতে ইতিহাস গড়ল। এই ছবির পরিচালক কার্তিক গঞ্জালভেস। এই তথ্যচিত্রটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল। দুটি পরিত্যক্ত হাতির সম্পর্কের রসায়ন তুলে ধরা হয়েছে ছবিতে । এই দুটি ফল প্রকাশিত হওয়ার পর সবার নজর ছিল 'নাতু নাতু'-র দিকে। সেখানেই ইতিহাস গড়ল 'নাতু নাতু'।
অল দ্য বিউটি অ্যান্ড দ্য ব্লাডশেড, ফায়ার অফ লাভ এবং অ্যা হাউস মেড অফ স্প্লিনটার্সের পাশাপাশি মনোনীত হয়েছিল শৌনক সেনের এই পরিচালনাটি ৷ অন্যদিকে, নাভালনি হল একটি ডকুমেন্টরি ফিল্ম যা রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনি এবং তার বিষক্রিয়া সম্পর্কিত ঘটনাকে ঘিরে আবর্তিত হয়েছে ৷ মার্কিন প্রযোজনার দলকে এই পুরস্কার প্রদান করেন অভিনেতা রিজ আহমেদ ও সঙ্গীতশিল্পী কোয়েস্টলভ ৷
অল দ্যাট ব্রেদস এমন একটি দিল্লি তথ্যচিত্র, যা দুই ভাইবোন মহম্মদ সৌদ ও নাদিম শেহজাদকে নিয়ে তৈরি ৷ যারা আহত পাখি বিশেষ করে কালো চিলদের উদ্ধার করে তাদের চিকিৎসার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে ৷ সমালোচক প্রশংসিত চলচ্চিত্রটি এর আগে 2022 সালে সানড্যান্স চলচ্চিত্র উৎসবে 'ওয়ার্ল্ড সিনেমা গ্র্যান্ড জুরি পুরস্কার : ডকুমেন্টরি' এবং 2022 কান চলচ্চিত্র উৎসবে সেরা তথ্যচিত্রের জন্য গোল্ডেন আই পুরস্কার জিতেছে ৷ রাইটিং উইথ ফায়ার ছিল প্রথম ভারতীয় ফিচার ডকুমেন্টরি যা অ্যাকাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল ৷ কিন্তু তা গতবছর কোয়েস্টলাভের সামার অফ সোলের কাছে হেরে যায় ৷
আরও পড়ুন : অস্কারের রেড কার্পেটে চোখ ধাঁধিয়েছেন যে ভারতীয় তারকারা