কলকাতা, 8 ডিসেম্বর: কারও মনে আজও তিনি রয়ে গিয়েছেন অপুর অপর্ণা হয়ে ৷ কেউ বা তাঁকে মনে রেখেছেন নায়ক, অরণ্যের দিনরাত্রি বা আবার অরণ্যে-এর মতো ছবিগুলির জন্য় ৷ আজ সেই কিংবদন্তি অভিনেত্রীর জন্মদিন । আর জন্মদিনেই এল এক দারুণ সুখবর ৷ নতুন বাংলা ছবির কাজ শুরু করলেন পরিচালক সুমন ঘোষ । সেই ছবির হাত ধরে পাক্কা 14 বছর পর বাংলা ছবিতে ফিরছেন শর্মিলা ।
ছবির নাম 'পুরাতন'। শুক্রবার ছবির শুটিং শুরুর খবর সোশাল মিডিয়ায় জানালেন ঋতুপর্ণা সেনগুপ্ত । অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়ে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন টলিকুইন । ঋতুপর্ণা এই ছবিতে রয়েছেন শর্মিলা ঠাকুরের মেয়ের ভূমিকায় । আর জামাইয়ের চরিত্রে অর্থাৎ ঋতুপর্ণা সেনগুপ্তর বিপরীতে রয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত ।
এ ছাড়াও বৃষ্টি রায়, একাবলি খান্না রয়েছেন এই ছবিতে । কাহিনি, চিত্রনাট্য, সংলাপ সবই সুমন ঘোষের। ছবির সঙ্গীত পরিচালনায় অলোকানন্দা দাশগুপ্ত। সম্পাদনা করবেন আদিত্য বিক্রম সেনগুপ্ত । কস্টিউম ডিজাইন করেছেন সাবর্ণী দাস । সহ পরিচালনায় অ্যাঞ্জেলিকা মণিকা ভৌমিক । আর প্রযোজনায় ঋতুপর্ণা সেনগুপ্তর 'ভাবনা আজ ও কাল'।
উল্লেখ্য, অনিরূদ্ধ রায় চৌধুরী পরিচালিত 'অন্তহীন' ছিল শর্মিলা ঠাকুর অভিনীত শেষ বাংলা ছবি । বরাবরই ছবির চিত্রনাট্য পছন্দ না-হলে কাজের প্রস্তাব ফিরিয়ে দেন নবাবপত্নী ৷ এতদিন পর মনের মতো বাংলা ছবির গল্প পেয়েছেন সত্যজিতের নায়িকা ৷ আর তাই তিনি রাজি হয়েছেন এবং শুরু করেছেন শুটিং। 'পুরাতন'-এর গল্প আবর্তিত হবে মা ও মেয়েকে কেন্দ্র করে । গল্পের বিষয়ে কিছুই জানা যায়নি এখনও । সুমন ঘোষ এর মাঝেই বানিয়ে ফেলেছেন মিঠুন চক্রবর্তী অভিনীত 'কাবুলিওয়ালা'। সেই ছবির ট্রেলার যথেষ্ট নজর কেড়েছে সকলের ৷ রবি ঠাকুরের গল্প নিয়ে তাঁর ভাবনা স্পর্শ করেছে অনেকের মন ৷ এবার নতুন ছবি 'পুরাতন' কেমন হয় সেদিকেই তাকিয়ে সকলে ৷
আরও পড়ুন: