ETV Bharat / entertainment

জন্মদিনেই নতুন বাংলা ছবির শুটিং শুরু করলেন শর্মিলা, সঙ্গী ঋতুপর্ণা - Sharmila Tagore Rituparna Film Puratawn

Sharmila Tagore Rituparna Film Puratawn: শর্মিলা ঠাকুরের জন্মদিনেই সামনে এল তাঁর নতুন ছবির খবর ৷ সত্যজিত রায়ের নায়িকা এবার বাংলা ছবিতে ফিরছেন সুমন ঘোষের হাত ধরে ৷ সঙ্গী ঋতুপর্ণা সেনগুপ্ত ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 8, 2023, 8:39 PM IST

কলকাতা, 8 ডিসেম্বর: কারও মনে আজও তিনি রয়ে গিয়েছেন অপুর অপর্ণা হয়ে ৷ কেউ বা তাঁকে মনে রেখেছেন নায়ক, অরণ্যের দিনরাত্রি বা আবার অরণ্যে-এর মতো ছবিগুলির জন্য় ৷ আজ সেই কিংবদন্তি অভিনেত্রীর জন্মদিন । আর জন্মদিনেই এল এক দারুণ সুখবর ৷ নতুন বাংলা ছবির কাজ শুরু করলেন পরিচালক সুমন ঘোষ । সেই ছবির হাত ধরে পাক্কা 14 বছর পর বাংলা ছবিতে ফিরছেন শর্মিলা ।

ছবির নাম 'পুরাতন'। শুক্রবার ছবির শুটিং শুরুর খবর সোশাল মিডিয়ায় জানালেন ঋতুপর্ণা সেনগুপ্ত । অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়ে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন টলিকুইন । ঋতুপর্ণা এই ছবিতে রয়েছেন শর্মিলা ঠাকুরের মেয়ের ভূমিকায় । আর জামাইয়ের চরিত্রে অর্থাৎ ঋতুপর্ণা সেনগুপ্তর বিপরীতে রয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত ।

এ ছাড়াও বৃষ্টি রায়, একাবলি খান্না রয়েছেন এই ছবিতে । কাহিনি, চিত্রনাট্য, সংলাপ সবই সুমন ঘোষের। ছবির সঙ্গীত পরিচালনায় অলোকানন্দা দাশগুপ্ত। সম্পাদনা করবেন আদিত্য বিক্রম সেনগুপ্ত । কস্টিউম ডিজাইন করেছেন সাবর্ণী দাস । সহ পরিচালনায় অ্যাঞ্জেলিকা মণিকা ভৌমিক । আর প্রযোজনায় ঋতুপর্ণা সেনগুপ্তর 'ভাবনা আজ ও কাল'।

উল্লেখ্য, অনিরূদ্ধ রায় চৌধুরী পরিচালিত 'অন্তহীন' ছিল শর্মিলা ঠাকুর অভিনীত শেষ বাংলা ছবি । বরাবরই ছবির চিত্রনাট্য পছন্দ না-হলে কাজের প্রস্তাব ফিরিয়ে দেন নবাবপত্নী ৷ এতদিন পর মনের মতো বাংলা ছবির গল্প পেয়েছেন সত্যজিতের নায়িকা ৷ আর তাই তিনি রাজি হয়েছেন এবং শুরু করেছেন শুটিং। 'পুরাতন'-এর গল্প আবর্তিত হবে মা ও মেয়েকে কেন্দ্র করে । গল্পের বিষয়ে কিছুই জানা যায়নি এখনও । সুমন ঘোষ এর মাঝেই বানিয়ে ফেলেছেন মিঠুন চক্রবর্তী অভিনীত 'কাবুলিওয়ালা'। সেই ছবির ট্রেলার যথেষ্ট নজর কেড়েছে সকলের ৷ রবি ঠাকুরের গল্প নিয়ে তাঁর ভাবনা স্পর্শ করেছে অনেকের মন ৷ এবার নতুন ছবি 'পুরাতন' কেমন হয় সেদিকেই তাকিয়ে সকলে ৷

আরও পড়ুন:

  1. মৃণাল সেনকে নিয়ে বিশেষ প্রদর্শনী নন্দনে, 'দ্য ম্যাভেরিক' দেখতে ভিড় আমজনতার
  2. পাঠানের পর এবার 'অশ্লীলতা' বিতর্ক ফাইটারেও, দীপিকার সাহসী দৃশ্য় নিয়ে ফের সরব নেটপাড়া
  3. ক্যাপ্টেন অনিলের নেতৃত্বে যুদ্ধবিমান নিয়ে তৈরি হৃত্বিক দীপিকা, বড়পর্দায় লড়াই করতে প্রস্তুত 'ফাইটার'রা

কলকাতা, 8 ডিসেম্বর: কারও মনে আজও তিনি রয়ে গিয়েছেন অপুর অপর্ণা হয়ে ৷ কেউ বা তাঁকে মনে রেখেছেন নায়ক, অরণ্যের দিনরাত্রি বা আবার অরণ্যে-এর মতো ছবিগুলির জন্য় ৷ আজ সেই কিংবদন্তি অভিনেত্রীর জন্মদিন । আর জন্মদিনেই এল এক দারুণ সুখবর ৷ নতুন বাংলা ছবির কাজ শুরু করলেন পরিচালক সুমন ঘোষ । সেই ছবির হাত ধরে পাক্কা 14 বছর পর বাংলা ছবিতে ফিরছেন শর্মিলা ।

ছবির নাম 'পুরাতন'। শুক্রবার ছবির শুটিং শুরুর খবর সোশাল মিডিয়ায় জানালেন ঋতুপর্ণা সেনগুপ্ত । অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়ে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন টলিকুইন । ঋতুপর্ণা এই ছবিতে রয়েছেন শর্মিলা ঠাকুরের মেয়ের ভূমিকায় । আর জামাইয়ের চরিত্রে অর্থাৎ ঋতুপর্ণা সেনগুপ্তর বিপরীতে রয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত ।

এ ছাড়াও বৃষ্টি রায়, একাবলি খান্না রয়েছেন এই ছবিতে । কাহিনি, চিত্রনাট্য, সংলাপ সবই সুমন ঘোষের। ছবির সঙ্গীত পরিচালনায় অলোকানন্দা দাশগুপ্ত। সম্পাদনা করবেন আদিত্য বিক্রম সেনগুপ্ত । কস্টিউম ডিজাইন করেছেন সাবর্ণী দাস । সহ পরিচালনায় অ্যাঞ্জেলিকা মণিকা ভৌমিক । আর প্রযোজনায় ঋতুপর্ণা সেনগুপ্তর 'ভাবনা আজ ও কাল'।

উল্লেখ্য, অনিরূদ্ধ রায় চৌধুরী পরিচালিত 'অন্তহীন' ছিল শর্মিলা ঠাকুর অভিনীত শেষ বাংলা ছবি । বরাবরই ছবির চিত্রনাট্য পছন্দ না-হলে কাজের প্রস্তাব ফিরিয়ে দেন নবাবপত্নী ৷ এতদিন পর মনের মতো বাংলা ছবির গল্প পেয়েছেন সত্যজিতের নায়িকা ৷ আর তাই তিনি রাজি হয়েছেন এবং শুরু করেছেন শুটিং। 'পুরাতন'-এর গল্প আবর্তিত হবে মা ও মেয়েকে কেন্দ্র করে । গল্পের বিষয়ে কিছুই জানা যায়নি এখনও । সুমন ঘোষ এর মাঝেই বানিয়ে ফেলেছেন মিঠুন চক্রবর্তী অভিনীত 'কাবুলিওয়ালা'। সেই ছবির ট্রেলার যথেষ্ট নজর কেড়েছে সকলের ৷ রবি ঠাকুরের গল্প নিয়ে তাঁর ভাবনা স্পর্শ করেছে অনেকের মন ৷ এবার নতুন ছবি 'পুরাতন' কেমন হয় সেদিকেই তাকিয়ে সকলে ৷

আরও পড়ুন:

  1. মৃণাল সেনকে নিয়ে বিশেষ প্রদর্শনী নন্দনে, 'দ্য ম্যাভেরিক' দেখতে ভিড় আমজনতার
  2. পাঠানের পর এবার 'অশ্লীলতা' বিতর্ক ফাইটারেও, দীপিকার সাহসী দৃশ্য় নিয়ে ফের সরব নেটপাড়া
  3. ক্যাপ্টেন অনিলের নেতৃত্বে যুদ্ধবিমান নিয়ে তৈরি হৃত্বিক দীপিকা, বড়পর্দায় লড়াই করতে প্রস্তুত 'ফাইটার'রা

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.