ETV Bharat / entertainment

HBD Sharmila Tagore: শর্মিলার জন্মদিনে আসুন ফিরে দেখি রবি ঠাকুরের সঙ্গে তাঁদের সম্পর্কের কাহিনি - Sharmila Tagore Films

রবি ঠাকুরের ভাই দ্বিজেন্দ্রনাথের নাতনি ছিলেন লতিকা দেবী ৷ আর তাঁর কন্যা ছিলেন ইরা দেবী ৷ সেই ইরা দেবীর বিবাহ হয় শর্মিলার বাবা গীতিন্দ্রনাথের সঙ্গে ৷ তাঁদের কন্যা শর্মিলা ৷ এভাবেই ঠাকুর পরিবারের সঙ্গে যুক্ত তিনি (Sharmila Tagore Relation with poet Rabindranath Tagore) ৷

HBD Sharmila Tagore
শর্মিলার জন্মদিনে আসুন ফিরে দেখি রবি ঠাকুরের সঙ্গে তাঁদের সম্পর্কের কাহিনি
author img

By

Published : Dec 8, 2022, 12:24 PM IST

কলকাতা, 8 ডিসেম্বর: বিখ্য়াত অভিনেত্রী শর্মিলা ঠাকুর আজ 78 বছর পূর্ণ করলেন(HBD Sharmila Tagore) ৷ তাঁর অভিনয় প্রতিভায় কমবেশি সকলেই মুগ্ধ ৷ তবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সঙ্গে তাঁর যে রক্তের সম্পর্ক আছে তা হয়ত অনেকের কাছেই নতুন তথ্য। আদতে শর্মিলার পরিবার ছিল রবি ঠাকুরের ঘনিষ্ঠ আত্মীয় ৷ রবি ঠাকুরের ভাই দ্বিজেন্দ্রনাথের নাতনি ছিলেন লতিকা দেবী ৷ আর তাঁর কন্যা ছিলেন ইরা দেবী ৷

সেই ইরা দেবীর বিবাহ হয় শর্মিলার বাবা গীতিন্দ্রনাথের সঙ্গে ৷ তাঁদের কন্যা শর্মিলা (Sharmila Tagore Relation with poet Rabindranath Tagore)৷ কিছুদিন আগে নিজের ইনস্টা স্টোরিতে শর্মিলা কন্যা সাবা একটি পারিবারিক ছবিও শেয়ার করেছিলেন ৷ সেখানে দেখা গিয়েছিল ইরা দেবী দাঁড়িয়ে জোব্বা পরিহিত রবি ঠাকুরের ঠিক পাশেই ৷ সোহা-সাবা এবং সইফরা ইরা দেবীকে ডাকতেন 'লালদিদি' বলে ৷ তাই সেসময় এই ছবি শেয়ার করে সাবা লিখেছিলেন, " ইনি আমার দিদা...যাঁকে আমরা লালদিদি বলে ডাকতাম ৷"

HBD Sharmila Tagore
কিছুদিন আগে নিজের ইনস্টা স্টোরিতে শর্মিলা কন্যা সাবা একটি পারিবারিক ছবিও শেয়ার করেছিলেন

শর্মিলার এবারের জন্মদিন নিয়েও মেতে উঠেছে গোটা পতৌদি পরিবার ৷ কন্য়া সাবা এদিন মাকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "শুভ জন্মদিন আম্মা " ৷ একইসঙ্গে পুরোনো ছবি দিয়ে তৈরি একটি ভিডিয়োও শেয়ার করেছেন তিনি ৷ শর্মিলার ছবির দুনিয়ায় পা রাখা কিংবদন্তি সত্যজিৎ রায়ের হাত ধরে ৷ তাঁর 'অপুর সংসার' ছবির মাধ্য়মেই রূপোলি পর্দায় প্রথমবার দেখা মিলেছিল এই নায়িকার(Sharmila Tagore Films) ৷

আরও পড়ুন: কিংবদন্তি ধর্মেন্দ্রর জন্মদিনে শুভেচ্ছা অজয় ববির

এরপর শক্তি সামন্তর 'কাশ্মীর কি কলি' ছবিটি তাঁর কেরিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় ৷ শক্তিই তাঁকে সুযোগ দেন 'অ্যান ইভিনিং ইন প্য়ারিস' ছবিতে ৷ এরপর 'আরাধনা', 'অমর প্রেম', 'সফর', 'দাগ' 'মালিক'-এর মতো ছবিতে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ রেখেছেন তিনি ৷ অমিতাভ বচ্চন থেকে উত্তম কুমার শর্মিলার সঙ্গে জুটি মানেই ছবি হিট ৷ 1975 সালে গুলজারের 'মাসুম' ছবিতে অভিনয় তাঁকে এনে দিয়েছে জাতীয় পুরস্কারও ৷

কলকাতা, 8 ডিসেম্বর: বিখ্য়াত অভিনেত্রী শর্মিলা ঠাকুর আজ 78 বছর পূর্ণ করলেন(HBD Sharmila Tagore) ৷ তাঁর অভিনয় প্রতিভায় কমবেশি সকলেই মুগ্ধ ৷ তবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সঙ্গে তাঁর যে রক্তের সম্পর্ক আছে তা হয়ত অনেকের কাছেই নতুন তথ্য। আদতে শর্মিলার পরিবার ছিল রবি ঠাকুরের ঘনিষ্ঠ আত্মীয় ৷ রবি ঠাকুরের ভাই দ্বিজেন্দ্রনাথের নাতনি ছিলেন লতিকা দেবী ৷ আর তাঁর কন্যা ছিলেন ইরা দেবী ৷

সেই ইরা দেবীর বিবাহ হয় শর্মিলার বাবা গীতিন্দ্রনাথের সঙ্গে ৷ তাঁদের কন্যা শর্মিলা (Sharmila Tagore Relation with poet Rabindranath Tagore)৷ কিছুদিন আগে নিজের ইনস্টা স্টোরিতে শর্মিলা কন্যা সাবা একটি পারিবারিক ছবিও শেয়ার করেছিলেন ৷ সেখানে দেখা গিয়েছিল ইরা দেবী দাঁড়িয়ে জোব্বা পরিহিত রবি ঠাকুরের ঠিক পাশেই ৷ সোহা-সাবা এবং সইফরা ইরা দেবীকে ডাকতেন 'লালদিদি' বলে ৷ তাই সেসময় এই ছবি শেয়ার করে সাবা লিখেছিলেন, " ইনি আমার দিদা...যাঁকে আমরা লালদিদি বলে ডাকতাম ৷"

HBD Sharmila Tagore
কিছুদিন আগে নিজের ইনস্টা স্টোরিতে শর্মিলা কন্যা সাবা একটি পারিবারিক ছবিও শেয়ার করেছিলেন

শর্মিলার এবারের জন্মদিন নিয়েও মেতে উঠেছে গোটা পতৌদি পরিবার ৷ কন্য়া সাবা এদিন মাকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "শুভ জন্মদিন আম্মা " ৷ একইসঙ্গে পুরোনো ছবি দিয়ে তৈরি একটি ভিডিয়োও শেয়ার করেছেন তিনি ৷ শর্মিলার ছবির দুনিয়ায় পা রাখা কিংবদন্তি সত্যজিৎ রায়ের হাত ধরে ৷ তাঁর 'অপুর সংসার' ছবির মাধ্য়মেই রূপোলি পর্দায় প্রথমবার দেখা মিলেছিল এই নায়িকার(Sharmila Tagore Films) ৷

আরও পড়ুন: কিংবদন্তি ধর্মেন্দ্রর জন্মদিনে শুভেচ্ছা অজয় ববির

এরপর শক্তি সামন্তর 'কাশ্মীর কি কলি' ছবিটি তাঁর কেরিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় ৷ শক্তিই তাঁকে সুযোগ দেন 'অ্যান ইভিনিং ইন প্য়ারিস' ছবিতে ৷ এরপর 'আরাধনা', 'অমর প্রেম', 'সফর', 'দাগ' 'মালিক'-এর মতো ছবিতে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ রেখেছেন তিনি ৷ অমিতাভ বচ্চন থেকে উত্তম কুমার শর্মিলার সঙ্গে জুটি মানেই ছবি হিট ৷ 1975 সালে গুলজারের 'মাসুম' ছবিতে অভিনয় তাঁকে এনে দিয়েছে জাতীয় পুরস্কারও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.