ETV Bharat / entertainment

ToothPari Trailer Out: ভ্যাম্পায়ার-মানুষে কি জমবে প্রেম ? উত্তর দেবে 'টুথপরী' - নতুন সিরজ টুথপরী হোয়েন লাভ বাইটস

মঙ্গলবার মুক্তি পেল শান্তনু-তানিয়া-শাশ্বতর নতুন ওয়েব সিরিজ 'টুথপরী : হোয়েন লাভ বাইটস'-এর ট্রেলার ৷ এক ভ্যাম্পায়ারের সঙ্গে একজন চিকিৎসকের প্রেমের কাহিনি তুলে ধরবে এই সিরিজ ৷

ToothPari Trailer Out
আসতে চলেছে নতুন সিরজ টুথপরী হোয়েন লাভ বাইটস
author img

By

Published : Apr 11, 2023, 5:17 PM IST

কলকাতা, 11 এপ্রিল: বাংলার পাশাপাশি বাঙালি অভিনেতাদের অনেককেই এখন দেখা যায় হিন্দি ছবি এবং সিরিজগুলিতে ৷ আর এই কারণে পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্য়ায়, শাশ্বত চট্টোপাধ্য়ায় কিংবা স্বস্তিকা মুখোপাধ্য়ায়ের মতো অনেকেই আজ তাই বলিউডেও অতি পরিচিত মুখ ৷ শাশ্বত শেষ কাজ করেছিলেন 'দ্য নাইট ম্যানেজার' সিরিজে ৷ এই প্রোজেক্টে তিনি স্ক্রিনশেয়ার করেছিলেন অনিল কাপুরের সঙ্গে ৷ এবার শান্তনু মাহেশ্বরীর সঙ্গে আসতে চলেছে তাঁর নতুন সিরজ 'টুথপরী : হোয়েন লাভ বাইটস' ৷ মঙ্গলবার মুক্তি পেল এই সিরিজের ট্রেলার ৷

ট্রেলারটি তাঁর ইনস্টা হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন শাশ্বত ৷ এই সিরিজে একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন শান্তনু মাহেশ্বরী এবং তানিয়া মানিকতলা ৷ এর আগে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়ারি' ছবিতে নজর কেড়েছিলেন শান্তনু ৷ এছাড়াও এই সিরিজে অভিনয় করবেন রেবতী, আদিল হুসেন, তিলোত্তমা সোমের মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ 'টুথপরী' বানাচ্ছেন বাঙালি পরিচালক প্রীতম দাশগুপ্ত ৷ ছবির ট্রেলার অনুযায়ী গল্প গড়ে উঠেছে একজন ভ্য়াম্পায়ার উওম্যান এবং একজন মানুষের প্রেম নিয়ে ৷ অদ্ভুত এই ভালোবাসার কাহিনি নিয়ে আসতে চলেছে এই সিরিজ ৷

এখানে শান্তনু অভিনয় করেছেন এক চিকিৎসকের চরিত্রে ৷ তাঁর কাছে দাঁতের চিকিৎসা করাতে আসে এই রক্তপিপাসু রমণী ৷ তাঁদের মধ্য়ে গড়ে ওঠে এক ভালোবাসার সম্পর্ক ৷ দাঁতের এই চিকিৎসক এবং তাঁর রোগীর প্রেম বেশ গভীর হয়ে ওঠে ধীরে ধীরে ৷ আর তার মাঝেই চিকিৎসক জেনে যান এই মেয়েটি আসলে রক্তচোষা এক অলৌকিক জীব ৷ এরপর কী হবে তা জানা যাবে সিরিজের স্ট্রিমিং শুরু হলেই ৷ শাশ্বত এই সিরিজে কেমন চরিত্রে অভিনয় করেছেন ট্রেলারে অবশ্য় তার বিশেষ আভাস মেলেনি ৷ কিন্তু সিরিজে তাঁর লুক কেমন হতে চলেছে তার আভাস মিলেছে এই ট্রেলারে ৷

আরও পড়ুন: মেয়েকে হুমকি, বিরাট অনুষ্কার সম্মতিতে মামলা খারিজ আদালতের

তানিয়া মানিকতলাও প্রথম ঝলকে বেশ আগ্রহ জাগালেন দর্শক মনে ৷ এর আগে তিনি নজর কেড়েছিলেন 'এ স্যুটেবল বয়'-এ ৷ এবারও সিরিজের কাহিনির সঙ্গে নিজের চরিত্রকে খাপ খাওয়াতে বেশ ভালোই পরিশ্রম করতে দেখা গেল তাঁকে ৷ আগামী 20 এপ্রিল মুক্তি পেতে চলেছে 'টুথপরী : হোয়েন লাভ বাইটস' সিরিজটি ৷ এবার দর্শকের মন কতটা জয় করতে পারে এই কাহিনি সেটাই দেখার ৷

কলকাতা, 11 এপ্রিল: বাংলার পাশাপাশি বাঙালি অভিনেতাদের অনেককেই এখন দেখা যায় হিন্দি ছবি এবং সিরিজগুলিতে ৷ আর এই কারণে পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্য়ায়, শাশ্বত চট্টোপাধ্য়ায় কিংবা স্বস্তিকা মুখোপাধ্য়ায়ের মতো অনেকেই আজ তাই বলিউডেও অতি পরিচিত মুখ ৷ শাশ্বত শেষ কাজ করেছিলেন 'দ্য নাইট ম্যানেজার' সিরিজে ৷ এই প্রোজেক্টে তিনি স্ক্রিনশেয়ার করেছিলেন অনিল কাপুরের সঙ্গে ৷ এবার শান্তনু মাহেশ্বরীর সঙ্গে আসতে চলেছে তাঁর নতুন সিরজ 'টুথপরী : হোয়েন লাভ বাইটস' ৷ মঙ্গলবার মুক্তি পেল এই সিরিজের ট্রেলার ৷

ট্রেলারটি তাঁর ইনস্টা হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন শাশ্বত ৷ এই সিরিজে একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন শান্তনু মাহেশ্বরী এবং তানিয়া মানিকতলা ৷ এর আগে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়ারি' ছবিতে নজর কেড়েছিলেন শান্তনু ৷ এছাড়াও এই সিরিজে অভিনয় করবেন রেবতী, আদিল হুসেন, তিলোত্তমা সোমের মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ 'টুথপরী' বানাচ্ছেন বাঙালি পরিচালক প্রীতম দাশগুপ্ত ৷ ছবির ট্রেলার অনুযায়ী গল্প গড়ে উঠেছে একজন ভ্য়াম্পায়ার উওম্যান এবং একজন মানুষের প্রেম নিয়ে ৷ অদ্ভুত এই ভালোবাসার কাহিনি নিয়ে আসতে চলেছে এই সিরিজ ৷

এখানে শান্তনু অভিনয় করেছেন এক চিকিৎসকের চরিত্রে ৷ তাঁর কাছে দাঁতের চিকিৎসা করাতে আসে এই রক্তপিপাসু রমণী ৷ তাঁদের মধ্য়ে গড়ে ওঠে এক ভালোবাসার সম্পর্ক ৷ দাঁতের এই চিকিৎসক এবং তাঁর রোগীর প্রেম বেশ গভীর হয়ে ওঠে ধীরে ধীরে ৷ আর তার মাঝেই চিকিৎসক জেনে যান এই মেয়েটি আসলে রক্তচোষা এক অলৌকিক জীব ৷ এরপর কী হবে তা জানা যাবে সিরিজের স্ট্রিমিং শুরু হলেই ৷ শাশ্বত এই সিরিজে কেমন চরিত্রে অভিনয় করেছেন ট্রেলারে অবশ্য় তার বিশেষ আভাস মেলেনি ৷ কিন্তু সিরিজে তাঁর লুক কেমন হতে চলেছে তার আভাস মিলেছে এই ট্রেলারে ৷

আরও পড়ুন: মেয়েকে হুমকি, বিরাট অনুষ্কার সম্মতিতে মামলা খারিজ আদালতের

তানিয়া মানিকতলাও প্রথম ঝলকে বেশ আগ্রহ জাগালেন দর্শক মনে ৷ এর আগে তিনি নজর কেড়েছিলেন 'এ স্যুটেবল বয়'-এ ৷ এবারও সিরিজের কাহিনির সঙ্গে নিজের চরিত্রকে খাপ খাওয়াতে বেশ ভালোই পরিশ্রম করতে দেখা গেল তাঁকে ৷ আগামী 20 এপ্রিল মুক্তি পেতে চলেছে 'টুথপরী : হোয়েন লাভ বাইটস' সিরিজটি ৷ এবার দর্শকের মন কতটা জয় করতে পারে এই কাহিনি সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.