ETV Bharat / entertainment

Shannon K At Cannes: ঝলমলে শ্বেতপরীর লুকে কানের রেড কার্পেটে কুমার শানুর কন্যা শ্যানন - শ্বেতপরীর লুকে কানের রেড কার্পেটে শানু কন্যা

76তম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে পা রাখলেন শ্য়ানন ৷ সাদা গাউনে রীতিমতো নজর কাড়লেন তিনি ৷

Shannon K on Cannes
কানের রেড কার্পেটে শানু কন্যা
author img

By

Published : May 19, 2023, 7:32 PM IST

কান, 19 মে: 76তম কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় অনুষ্কা, ম্রুণাল, সারাদের সঙ্গে আসতে চলেছেন কুমার শানু কন্য়া শ্য়ানন কে ৷ এই খবর সামনে এসেছিল আগেই ৷ এবার কানের রেড কার্পেটে শ্বেত পরীর সাজে নজর কাড়লেন তিনি ৷ শ্য়ানন বাবার মতোই নিজেও একজন গায়িকা, পাশাপাশি তিনি অভিনয় করতেও ভালোবাসেন ৷ কয়েকদিন আগেই তাঁর নতুন ছবি 'চল জিন্দেগী'র টিজার সামনে এসেছিল ৷ আর এবার বিশ্বের অন্য়তম শ্রেষ্ঠ চলচ্চিত্র উৎসবে দেখা গেল তাঁকে ৷ শ্যানন শুক্রবার নিজেই শেয়ার করেছেন বেশ কিছু ছবি ৷

শ্য়ানন কে-কে এদিন দেখা গেল ঝলমলে সাদা গাউনে ৷ এই মোহময়ী পোশাকে রীতিমতো সকলের মন কেড়েছেন তিনি ৷ গায়িকা তথা নায়িকা এদিন কানের রেড কার্পেট থেকে বেশকিছু ছবি শেয়ার করে লিখেছেন, "কিংবদন্তি হ্য়ারিসন ফোর্ডের ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য় ডায়েল অব ডেস্টিনি ছবির প্রিমিয়ারে ৷ অবিশ্বাস্য, অতিলৌকিক অভিজ্ঞতা ৷"

শ্যানন গায়িকা হিসাবে বেশ পরিচিত মুখ ৷ সোশাল মিডিয়াতেও তাঁর জনপ্রিয়তা যথেষ্ট ৷ তবে তিনি মূলত সঙ্গীত নিয়ে চর্চা করেছেন লস অ্যাঞ্জলসে ৷ এমনকী তাঁর সঙ্গীত শিক্ষাও হয়েছে বিদেশেই ৷ লন্ডনের রয়্যাল স্কুল অফ মিউজিক থেকে ক্লাসিক্যাল সঙ্গীতের শিক্ষা লাভ করেন তিনি ৷ তাই হিন্দি বিনোদন জগতের সঙ্গে তাঁর খুব যোগ নেই ৷

যদিও আগামীতে তাঁর কণ্ঠ শুনতে চলেছেন অনুরাগীরা ৷ কারণ তাঁর নতুন ছবি 'চল জিন্দেগী'তে অভিনয়ের পাশাপাশি গানও গেয়েছেন তিনি ৷ তাঁর সঙ্গে গান গাইতে দেখা যাবে বাবা কুমার শানুকেও ৷ বিবেক শর্মার পরিচালনায় আগামীতে পর্দায় আসতে চলেছে এই ছবিটি ৷ ছবির গল্প তৈরি হয়েছে একটি রোড ট্রিপকে কেন্দ্র করে ৷ এর আগেও বাবার সঙ্গে একটি মিউজিক ভিডিয়োতে কাজ করেছিলেন শ্য়ানন ৷ সেই ভিডোয়োর শিরোনাম ছিল 'ইটস মিউজিক্যাল' ৷
আরও পড়ুন: সাদা কালো লুকে কান মাতালেন দুই বলি সুন্দরী, দেখে নিন সারা ম্রুণালের নতুন অবতার

কান, 19 মে: 76তম কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় অনুষ্কা, ম্রুণাল, সারাদের সঙ্গে আসতে চলেছেন কুমার শানু কন্য়া শ্য়ানন কে ৷ এই খবর সামনে এসেছিল আগেই ৷ এবার কানের রেড কার্পেটে শ্বেত পরীর সাজে নজর কাড়লেন তিনি ৷ শ্য়ানন বাবার মতোই নিজেও একজন গায়িকা, পাশাপাশি তিনি অভিনয় করতেও ভালোবাসেন ৷ কয়েকদিন আগেই তাঁর নতুন ছবি 'চল জিন্দেগী'র টিজার সামনে এসেছিল ৷ আর এবার বিশ্বের অন্য়তম শ্রেষ্ঠ চলচ্চিত্র উৎসবে দেখা গেল তাঁকে ৷ শ্যানন শুক্রবার নিজেই শেয়ার করেছেন বেশ কিছু ছবি ৷

শ্য়ানন কে-কে এদিন দেখা গেল ঝলমলে সাদা গাউনে ৷ এই মোহময়ী পোশাকে রীতিমতো সকলের মন কেড়েছেন তিনি ৷ গায়িকা তথা নায়িকা এদিন কানের রেড কার্পেট থেকে বেশকিছু ছবি শেয়ার করে লিখেছেন, "কিংবদন্তি হ্য়ারিসন ফোর্ডের ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য় ডায়েল অব ডেস্টিনি ছবির প্রিমিয়ারে ৷ অবিশ্বাস্য, অতিলৌকিক অভিজ্ঞতা ৷"

শ্যানন গায়িকা হিসাবে বেশ পরিচিত মুখ ৷ সোশাল মিডিয়াতেও তাঁর জনপ্রিয়তা যথেষ্ট ৷ তবে তিনি মূলত সঙ্গীত নিয়ে চর্চা করেছেন লস অ্যাঞ্জলসে ৷ এমনকী তাঁর সঙ্গীত শিক্ষাও হয়েছে বিদেশেই ৷ লন্ডনের রয়্যাল স্কুল অফ মিউজিক থেকে ক্লাসিক্যাল সঙ্গীতের শিক্ষা লাভ করেন তিনি ৷ তাই হিন্দি বিনোদন জগতের সঙ্গে তাঁর খুব যোগ নেই ৷

যদিও আগামীতে তাঁর কণ্ঠ শুনতে চলেছেন অনুরাগীরা ৷ কারণ তাঁর নতুন ছবি 'চল জিন্দেগী'তে অভিনয়ের পাশাপাশি গানও গেয়েছেন তিনি ৷ তাঁর সঙ্গে গান গাইতে দেখা যাবে বাবা কুমার শানুকেও ৷ বিবেক শর্মার পরিচালনায় আগামীতে পর্দায় আসতে চলেছে এই ছবিটি ৷ ছবির গল্প তৈরি হয়েছে একটি রোড ট্রিপকে কেন্দ্র করে ৷ এর আগেও বাবার সঙ্গে একটি মিউজিক ভিডিয়োতে কাজ করেছিলেন শ্য়ানন ৷ সেই ভিডোয়োর শিরোনাম ছিল 'ইটস মিউজিক্যাল' ৷
আরও পড়ুন: সাদা কালো লুকে কান মাতালেন দুই বলি সুন্দরী, দেখে নিন সারা ম্রুণালের নতুন অবতার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.