ETV Bharat / entertainment

Shamshera Twitter Review: 'শামশেরা' রূপী রণবীরকে দেখে কি গলল দর্শকমন? কী বলছে নেটপাড়ার রিপোর্ট কার্ড - Ranbir Kapoor Shamshera Reviews

রণবীরের 'শামশেরা' ছবি কি গলাতে পারল দর্শকদের মন? কেমন লাগল রণবীরের পারফরম্যান্স ৷ দেখে নিন নেটপাড়ার রিপোর্ট কার্ড (Ranbir Kapoor Shamshera Reviews)৷

Shamshera Twitter review
'শামশেরা' রূপী রণবীরকে দেখে কি গলল দর্শকমন? কী বলছে নেটপাড়ার রিপোর্ট কার্ড?
author img

By

Published : Jul 22, 2022, 1:44 PM IST

মুম্বই, 22 জুলাই: 'শামশেরা' ছবির হাত ধরে প্রায় চার বছর পর ফের পর্দায় ফিরলেন রণবীর কাপুর ৷ করণ মালহোত্রা পরিচালিত এই পিরিয়ড অ্যাকশন ড্রামায় রণবীরকে দেখা গিয়েছে দ্বৈত চরিত্রে ৷ এই প্রথমবার কোনও ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করলেন রণবীর ৷ ছবিটি নিয়ে বহুদিন থেকেই আগ্রহ তুঙ্গে ছিল সিনেপ্রেমীদের ৷ কিন্তু প্রত্যাশার বাস্তবায়ন কতোটা হল (Ranbir Kapoor Shamshera Reviews) । সোশাল মিডিয়ায় কী বলছে হলফেরত দর্শকেরা, আসুন দেখা যাক ।

'শামশেরা' তুলে ধরে কাজা নামক এক কাল্পনিক এলাকার গল্প ৷ যেখানে একটি যোদ্ধা আদিবাসী উপজাতিকে পুরোপুরি কারাবন্দী করে তাদের ওপর নির্মম অত্যাচার চালানো হয় ৷ এই অত্যাচারের মূলে রয়েছেন নির্মম জেনারেল শুদ্ধ সিং ৷ এই গল্প তুলে ধরে এমনই এক ক্রীতদাসের গল্প ৷ যিনি ধীরে ধীরে হয়ে ওঠেন এই সমস্ত দাসেদের নেতা ৷ তিনি তাঁর স্বাধীনতা এবং মর্যাদার জন্য় লড়াই শুরু করেন ৷ বাকিটা জানতে হলে দেখে ফেলতে হবে এই ছবি ৷

তবে নেটপাড়ায় প্রাথমিক হলফেরত সমীক্ষা বলছে সিনেপ্রেমীদের সবচেয়ে ভালোলেগেছে ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর ৷ পরিচালক করণ মালহোত্রা আগেই জানিয়েছেন, মিঠুন প্রায় 7 মাস সময় নিয়েছিলেন এই ব্যাকগ্রাউন্ড স্কোরটি তৈরি করতে ৷ ছবির প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস ৷ এর আগে যশরাজ ফিল্মসের ব্যানারে এবছর মুক্তি পাওয়া কোনও ছবিই বক্স অফিসে তেমন দাগ কাটতে পারেনি ৷ তা সে 'জয়েশভাই জোরদার'-ই হোক বা 'সম্রাট পৃথ্বীরাজ' ৷

  • #ShamsheraReview is E³ :-
    Engaging. Entertainment. Excellent.
    The entry scene of Ranbir, The train sequence, The face off, all have clicked right in this masala entertainer, Perfect movie for the masses, It has some great shot, kudos to karan Malhotra and the whole team.
    ⭐⭐⭐⭐

    — The Reviewer (@Themoviesfirst) July 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বিয়ে ভাঙার পর নাগাকে নিয়ে কী ভাবেন ? নিজেই জানালেন সামান্থা

আসুন দেখে নেওয়া যাক নেটপাড়ার রিপোর্ট কার্ডে কেমন নম্বর পেলেন রণবীর কাপুর (Shamshera Twitter review) ৷ কেউ বলছেন, "শামশেরা একটা দারুণ বিগ স্ক্রিন অ্যাডভেঞ্চার যা আপনার মন গলাবেই, আপনি বাধ্য হবেন ভালবাসতে ৷ গল্পের কনসেপ্ট, দৃশ্য় নির্বাচন, পরিচালনা এবং অসামান্য পারফরম্যান্স..." কেউ আবার বলছেন, "অবশেষে বলিউডের একটা দেখার মত ছবি ৷ ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখনও আমার কানে বাজছে ৷ "

মুম্বই, 22 জুলাই: 'শামশেরা' ছবির হাত ধরে প্রায় চার বছর পর ফের পর্দায় ফিরলেন রণবীর কাপুর ৷ করণ মালহোত্রা পরিচালিত এই পিরিয়ড অ্যাকশন ড্রামায় রণবীরকে দেখা গিয়েছে দ্বৈত চরিত্রে ৷ এই প্রথমবার কোনও ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করলেন রণবীর ৷ ছবিটি নিয়ে বহুদিন থেকেই আগ্রহ তুঙ্গে ছিল সিনেপ্রেমীদের ৷ কিন্তু প্রত্যাশার বাস্তবায়ন কতোটা হল (Ranbir Kapoor Shamshera Reviews) । সোশাল মিডিয়ায় কী বলছে হলফেরত দর্শকেরা, আসুন দেখা যাক ।

'শামশেরা' তুলে ধরে কাজা নামক এক কাল্পনিক এলাকার গল্প ৷ যেখানে একটি যোদ্ধা আদিবাসী উপজাতিকে পুরোপুরি কারাবন্দী করে তাদের ওপর নির্মম অত্যাচার চালানো হয় ৷ এই অত্যাচারের মূলে রয়েছেন নির্মম জেনারেল শুদ্ধ সিং ৷ এই গল্প তুলে ধরে এমনই এক ক্রীতদাসের গল্প ৷ যিনি ধীরে ধীরে হয়ে ওঠেন এই সমস্ত দাসেদের নেতা ৷ তিনি তাঁর স্বাধীনতা এবং মর্যাদার জন্য় লড়াই শুরু করেন ৷ বাকিটা জানতে হলে দেখে ফেলতে হবে এই ছবি ৷

তবে নেটপাড়ায় প্রাথমিক হলফেরত সমীক্ষা বলছে সিনেপ্রেমীদের সবচেয়ে ভালোলেগেছে ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর ৷ পরিচালক করণ মালহোত্রা আগেই জানিয়েছেন, মিঠুন প্রায় 7 মাস সময় নিয়েছিলেন এই ব্যাকগ্রাউন্ড স্কোরটি তৈরি করতে ৷ ছবির প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস ৷ এর আগে যশরাজ ফিল্মসের ব্যানারে এবছর মুক্তি পাওয়া কোনও ছবিই বক্স অফিসে তেমন দাগ কাটতে পারেনি ৷ তা সে 'জয়েশভাই জোরদার'-ই হোক বা 'সম্রাট পৃথ্বীরাজ' ৷

  • #ShamsheraReview is E³ :-
    Engaging. Entertainment. Excellent.
    The entry scene of Ranbir, The train sequence, The face off, all have clicked right in this masala entertainer, Perfect movie for the masses, It has some great shot, kudos to karan Malhotra and the whole team.
    ⭐⭐⭐⭐

    — The Reviewer (@Themoviesfirst) July 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বিয়ে ভাঙার পর নাগাকে নিয়ে কী ভাবেন ? নিজেই জানালেন সামান্থা

আসুন দেখে নেওয়া যাক নেটপাড়ার রিপোর্ট কার্ডে কেমন নম্বর পেলেন রণবীর কাপুর (Shamshera Twitter review) ৷ কেউ বলছেন, "শামশেরা একটা দারুণ বিগ স্ক্রিন অ্যাডভেঞ্চার যা আপনার মন গলাবেই, আপনি বাধ্য হবেন ভালবাসতে ৷ গল্পের কনসেপ্ট, দৃশ্য় নির্বাচন, পরিচালনা এবং অসামান্য পারফরম্যান্স..." কেউ আবার বলছেন, "অবশেষে বলিউডের একটা দেখার মত ছবি ৷ ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখনও আমার কানে বাজছে ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.