ETV Bharat / entertainment

Shamshera Trailer Out : ডাকাত-সর্দারের বেশে ফের ছক ভাঙলেন রণবীর, সামনে এল বহু প্রতীক্ষিত 'শামশেরা'-র ট্রেলার - ডাকাত সর্দারের বেশে ফের ছক ভাঙলেন রণবীর

অবশেষে মুক্তি পেল রণবীর কাপুরের নতুন ছবি 'শামশেরা'-র ট্রেলার (Ranbir Kapoor Starrer Shamshera Trailer is Out Now)৷ 22 জুলাই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি ৷

Shamshera Trailer is Out Now
অবশেষে মুক্তি পেল রণবীর কাপুরের নতুন ছবি 'শামশেরা'-র ট্রেলার
author img

By

Published : Jun 24, 2022, 1:01 PM IST

মুম্বই, 24 জুন : ভিন্ন স্বাদের চরিত্রে অভিনয় করে ছক ভাঙতে পারদর্শী । সঞ্জুর প্রশ্নাতীত সাফল্যের পর দীর্ঘদিন পর্দায় না-থাকলেও এক সপ্তাহের ব্যবধানে তাঁর পরবর্তী দু'টি ছবির ট্রেলার মুক্তির মধ্যে দিয়ে ফের চর্চায় রণবীর । 'ব্রহ্মাস্ত্র'-এর পর সামনে এল 'শামশেরা'র ট্রেলার (Shamshera trailer is out now) । ছবিটি বক্স অফিসে কতোটা সাফল্য পাবে সেটা সময় বলবে, তবে ছক ভেঙে ট্রেলারে আরও একবার মুগ্ধ করলেন আলিয়ার বেটার-হাফ । স্বভাবতই ট্রেলার প্রকাশ্যে আসতেই এই ছবি নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে অনুরাগীদের মধ্যে ৷

ছবিতে রণবীরের নয়া অবতারের পাশাপাশি দারোগা চরিত্রে সঞ্জয় দত্তকেও বেশ মনে ধরেছে নেটিজেনদের ৷ কার্যত 'দুষ্টের দমন এবং শিষ্টের পালন'-ই এই গল্পের মূল কথা ৷ রণবীরের সঙ্গে ছবিতে স্ক্রিনশেয়ার করবেন বাণী কাপুরও ৷ টিজারের পর ট্রেলারে এদিন গল্পের আরও কিছুটা আভাস দিলেন নির্মাতারা ৷ রণবীর-বাণী জুটির এই নতুন ছবির পটভূমি হিসাবে বেছে নেওয়া হয়েছে ঊনবিংশ শতাব্দীকে ৷ এই সময় তথাকথিত কিছু ডাকাত রুখে দাঁড়ায় ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে ৷ সেই ডাকাত দলেরই নেতা শামশেরা ৷

ট্রেলারে দেখানো হয়েছে এলাকার ডাকাত সর্দার শামশেরার ভয়ে ত্রস্ত ইংরেজ সরকারও ৷ আর তাই শামশেরাকে রুখতে ডেকে আনা হয় দারোগা শুদ্ধ সিংকে ৷ এখন কীভাবে এই ডুয়েল জমে ওঠে সেটাই দেখার ৷ রণবীর-সঞ্জু দ্বৈরথের মাঝেই নজর কাড়ার চেষ্টা করেছেন বাণী ৷ তাঁকে দেখানো হয়েছে রণবীরের লেডি লাভ হিসেবেই ৷ তবে ট্রেলারে তাঁর উপস্থিতি খুব একটা উল্লেখযোগ্য নয় । যদিও অ্যাকশন, সাসপেন্স, থ্রিল আর প্রেমের মশলা সবটাই থাকছে ছবিতে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: 'শামশেরা' রূপী রণবীরকে দেখে কী বললেন আলিয়া?

সবমিলিয়ে ট্রেলারে বেশ ভালই মন টানলেন নির্মাতারা ৷ এবার অপেক্ষা 22 জুলাইয়ের ৷ প্রেক্ষাগৃহেই জানা যাবে কতটা দর্শকদের মন কাড়তে পারবে এই ছবি ৷ যশরাজ ফিল্মস প্রযোজিত এই ছবির পরিচালনার দায়িত্ব রয়েছে করণ মালহোত্রার ওপর ৷

মুম্বই, 24 জুন : ভিন্ন স্বাদের চরিত্রে অভিনয় করে ছক ভাঙতে পারদর্শী । সঞ্জুর প্রশ্নাতীত সাফল্যের পর দীর্ঘদিন পর্দায় না-থাকলেও এক সপ্তাহের ব্যবধানে তাঁর পরবর্তী দু'টি ছবির ট্রেলার মুক্তির মধ্যে দিয়ে ফের চর্চায় রণবীর । 'ব্রহ্মাস্ত্র'-এর পর সামনে এল 'শামশেরা'র ট্রেলার (Shamshera trailer is out now) । ছবিটি বক্স অফিসে কতোটা সাফল্য পাবে সেটা সময় বলবে, তবে ছক ভেঙে ট্রেলারে আরও একবার মুগ্ধ করলেন আলিয়ার বেটার-হাফ । স্বভাবতই ট্রেলার প্রকাশ্যে আসতেই এই ছবি নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে অনুরাগীদের মধ্যে ৷

ছবিতে রণবীরের নয়া অবতারের পাশাপাশি দারোগা চরিত্রে সঞ্জয় দত্তকেও বেশ মনে ধরেছে নেটিজেনদের ৷ কার্যত 'দুষ্টের দমন এবং শিষ্টের পালন'-ই এই গল্পের মূল কথা ৷ রণবীরের সঙ্গে ছবিতে স্ক্রিনশেয়ার করবেন বাণী কাপুরও ৷ টিজারের পর ট্রেলারে এদিন গল্পের আরও কিছুটা আভাস দিলেন নির্মাতারা ৷ রণবীর-বাণী জুটির এই নতুন ছবির পটভূমি হিসাবে বেছে নেওয়া হয়েছে ঊনবিংশ শতাব্দীকে ৷ এই সময় তথাকথিত কিছু ডাকাত রুখে দাঁড়ায় ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে ৷ সেই ডাকাত দলেরই নেতা শামশেরা ৷

ট্রেলারে দেখানো হয়েছে এলাকার ডাকাত সর্দার শামশেরার ভয়ে ত্রস্ত ইংরেজ সরকারও ৷ আর তাই শামশেরাকে রুখতে ডেকে আনা হয় দারোগা শুদ্ধ সিংকে ৷ এখন কীভাবে এই ডুয়েল জমে ওঠে সেটাই দেখার ৷ রণবীর-সঞ্জু দ্বৈরথের মাঝেই নজর কাড়ার চেষ্টা করেছেন বাণী ৷ তাঁকে দেখানো হয়েছে রণবীরের লেডি লাভ হিসেবেই ৷ তবে ট্রেলারে তাঁর উপস্থিতি খুব একটা উল্লেখযোগ্য নয় । যদিও অ্যাকশন, সাসপেন্স, থ্রিল আর প্রেমের মশলা সবটাই থাকছে ছবিতে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: 'শামশেরা' রূপী রণবীরকে দেখে কী বললেন আলিয়া?

সবমিলিয়ে ট্রেলারে বেশ ভালই মন টানলেন নির্মাতারা ৷ এবার অপেক্ষা 22 জুলাইয়ের ৷ প্রেক্ষাগৃহেই জানা যাবে কতটা দর্শকদের মন কাড়তে পারবে এই ছবি ৷ যশরাজ ফিল্মস প্রযোজিত এই ছবির পরিচালনার দায়িত্ব রয়েছে করণ মালহোত্রার ওপর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.