ETV Bharat / entertainment

Shah Rukh Hoisted National Flag মন্নতে সপরিবার স্বাধীনতা উদযাপন শাহরুখের, তেরঙা ওড়াল আব্রাম - Shahrukh Hoisted National Flag

স্বাধীনতা দিবস উপলক্ষে মন্নতে অর্থাৎ তাঁর বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান ৷ রবিবার সন্ধ্যায় স্ত্রী গৌরী খান এবং দুই পুত্র আরিয়ান এবং আব্রামের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন কিং খান (Shahrukh Khan on Har Ghar Tiranga campaign )৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 15, 2022, 11:12 AM IST

Updated : Aug 15, 2022, 12:30 PM IST

মুম্বই,15 অগস্ট: 2022 সালে, স্বাধীনতার 75 তম বার্ষিকী উদযাপন করছে গোটা দেশ । স্বাধীনতা দিবসের এই বিশেষ মুহূর্তে 'হর ঘর তিরঙ্গা' প্রচারাভিযানে বলিউড টলিউডের বিভিন্ন তারকারা ৷ এর আগেই তাঁদের সোশাল মিডিয়ার ডিপি তেরঙা পতাকায় বদলে ফেলেছেন বহু সেলেব ৷ এ বার স্বাধীনতা দিবস উপলক্ষে মন্নতে অর্থাৎ তাঁর বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান (Shahrukh Khan on Har Ghar Tiranga campaign )৷

রবিবার সন্ধ্যায় স্ত্রী গৌরী খান এবং দুই পুত্র আরিয়ান এবং আব্রামের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন কিং খান ৷ পতাকা উত্তোলনে সবচেয়ে বেশি উৎসাহ ধরা পড়ে ছোট ছেলে আব্রামের মধ্যে ৷ তেরঙা উত্তোলনের এই ছবি এবং ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ারও করেছেন বলিউড তারকা ৷ এই ছবি এবং ভিডিয়োতে কিং খান এবং তাঁর দুই ছেলেকে দেখা গেল সাদা টি-শার্টে ৷ অন্যদিকে অফহোয়াইট ব্লেজার এবং রিপড ব্লেজারে ক্যামেরার সামনে এলেন গৌরী ৷

  • Teaching the young ones at home the essence and sacrifice of our Freedom Fighters for our country India, will still take a few more sittings. But getting the flag hoisted by the little one made us all FEEL the pride, love and happiness instantly. pic.twitter.com/3tNCjkLAgt

    — Shah Rukh Khan (@iamsrk) August 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ দিন শাহরুখ লেখেন, 'আমাদের বাচ্চাদের এবং আগামী প্রজন্মকে হয়তো এই স্বাধীনতা পেতে আমাদের বিপ্লবীরা কত ত্যাগ স্বীকার করেছেন তা শেখাতে আরও সময় লাগবে । কিন্তু এই ছোটদের হাতে পাতাকা উত্তোলন দেখে আমরা একইসঙ্গে গর্বিত এবং আবার খুশিও হই ৷"

অন্যদিকে অভিনয়ের কথা বলতে গেলে শাহরুখ এখন সবচেয়ে বেশি চর্চায় রয়েছেন তাঁর আগামী ছবি 'পাঠান'-এর জন্য ৷ বেশ কয়েক বছরের লম্বা বিরতির পর এই ছবির হাত ধরেই পর্দায় ফিরছেন তিনি ৷ এ ছাড়া তাঁর অন্য দুটি ছবি 'জওয়ান' এবং 'ডাঙ্কি'-রও শ্য়ুটিং চলছে ৷

আরও পড়ুন: বক্স অফিসে হোঁচট, তবে অ্যাকাডেমির বিশেষ সম্মান পেল লাল সিং চাড্ডা

এরই মাঝে অবশ্য় আর মাধবনের শেষ ছবি 'রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট'-এও ছোট্ট একটি চরিত্রে দেখা গিয়েছে তাঁকে ৷ নিজের নামেই ছবিতে 'ক্য়ামিয়ো অ্যাপিয়ারেন্স' করেছেন তিনি ৷ আবার আমিরের ছবিতে 'লাল সিং চাড্ডা'-তেও ক্যামিয়ো রয়েছে তাঁর ৷ খবর অনুযায়ী, ব্রহ্মাস্ত্র ছবিতেও তাঁর একটি ক্যামিয়ো রয়েছে ৷ তবে সকলেই অপেক্ষা করে আছেন তাঁর আগামী ছবি 'পাঠান'-এর জন্য় ৷ অন্যদিকে, 'ডাঙ্কি' নিয়েও উৎসাহ তুঙ্গে ৷ তার প্রধান কারণ, এই প্রথমবার রাজকুমার হিরানির ছবিতে কাজ করছেন কিং খান ৷

মুম্বই,15 অগস্ট: 2022 সালে, স্বাধীনতার 75 তম বার্ষিকী উদযাপন করছে গোটা দেশ । স্বাধীনতা দিবসের এই বিশেষ মুহূর্তে 'হর ঘর তিরঙ্গা' প্রচারাভিযানে বলিউড টলিউডের বিভিন্ন তারকারা ৷ এর আগেই তাঁদের সোশাল মিডিয়ার ডিপি তেরঙা পতাকায় বদলে ফেলেছেন বহু সেলেব ৷ এ বার স্বাধীনতা দিবস উপলক্ষে মন্নতে অর্থাৎ তাঁর বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান (Shahrukh Khan on Har Ghar Tiranga campaign )৷

রবিবার সন্ধ্যায় স্ত্রী গৌরী খান এবং দুই পুত্র আরিয়ান এবং আব্রামের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন কিং খান ৷ পতাকা উত্তোলনে সবচেয়ে বেশি উৎসাহ ধরা পড়ে ছোট ছেলে আব্রামের মধ্যে ৷ তেরঙা উত্তোলনের এই ছবি এবং ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ারও করেছেন বলিউড তারকা ৷ এই ছবি এবং ভিডিয়োতে কিং খান এবং তাঁর দুই ছেলেকে দেখা গেল সাদা টি-শার্টে ৷ অন্যদিকে অফহোয়াইট ব্লেজার এবং রিপড ব্লেজারে ক্যামেরার সামনে এলেন গৌরী ৷

  • Teaching the young ones at home the essence and sacrifice of our Freedom Fighters for our country India, will still take a few more sittings. But getting the flag hoisted by the little one made us all FEEL the pride, love and happiness instantly. pic.twitter.com/3tNCjkLAgt

    — Shah Rukh Khan (@iamsrk) August 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ দিন শাহরুখ লেখেন, 'আমাদের বাচ্চাদের এবং আগামী প্রজন্মকে হয়তো এই স্বাধীনতা পেতে আমাদের বিপ্লবীরা কত ত্যাগ স্বীকার করেছেন তা শেখাতে আরও সময় লাগবে । কিন্তু এই ছোটদের হাতে পাতাকা উত্তোলন দেখে আমরা একইসঙ্গে গর্বিত এবং আবার খুশিও হই ৷"

অন্যদিকে অভিনয়ের কথা বলতে গেলে শাহরুখ এখন সবচেয়ে বেশি চর্চায় রয়েছেন তাঁর আগামী ছবি 'পাঠান'-এর জন্য ৷ বেশ কয়েক বছরের লম্বা বিরতির পর এই ছবির হাত ধরেই পর্দায় ফিরছেন তিনি ৷ এ ছাড়া তাঁর অন্য দুটি ছবি 'জওয়ান' এবং 'ডাঙ্কি'-রও শ্য়ুটিং চলছে ৷

আরও পড়ুন: বক্স অফিসে হোঁচট, তবে অ্যাকাডেমির বিশেষ সম্মান পেল লাল সিং চাড্ডা

এরই মাঝে অবশ্য় আর মাধবনের শেষ ছবি 'রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট'-এও ছোট্ট একটি চরিত্রে দেখা গিয়েছে তাঁকে ৷ নিজের নামেই ছবিতে 'ক্য়ামিয়ো অ্যাপিয়ারেন্স' করেছেন তিনি ৷ আবার আমিরের ছবিতে 'লাল সিং চাড্ডা'-তেও ক্যামিয়ো রয়েছে তাঁর ৷ খবর অনুযায়ী, ব্রহ্মাস্ত্র ছবিতেও তাঁর একটি ক্যামিয়ো রয়েছে ৷ তবে সকলেই অপেক্ষা করে আছেন তাঁর আগামী ছবি 'পাঠান'-এর জন্য় ৷ অন্যদিকে, 'ডাঙ্কি' নিয়েও উৎসাহ তুঙ্গে ৷ তার প্রধান কারণ, এই প্রথমবার রাজকুমার হিরানির ছবিতে কাজ করছেন কিং খান ৷

Last Updated : Aug 15, 2022, 12:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.