মুম্বই, 7 ফেব্রুয়ারি: 'পাঠান' ছবিতে দারুণ একটি চমক তৈরি করেছে ভাইজান সলমনের এন্ট্রি (Shahrukh Khan and Salman Khan movie )৷ আর একইসঙ্গে ভাইজানের অনুরাগীদের জন্য়ও এই স্পাই থ্রিলার একটি বিশেষ ছবি হয়ে উঠেছে ৷ বক্স অফিসে 'পাঠান' সত্যিই এখন বাদশাহের অজেয় অশ্বমেধের ঘোড়া ৷ তাঁর এই ছবি মাত্র 12 দিনেই ভারতে 500 কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে ৷ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখ-সলমন যে একসঙ্গে স্ক্রিনশেয়ার করবেন তার পুরো দায়িত্ব নিয়েছিলেন আদিত্য চোপড়া ৷ এও জানা গিয়েছে আগামীতে সলমনের টাইগার 3 ছবিতেও এসআরকে স্ক্রিনশেয়ার করবেন ভাইজানের সঙ্গে ৷ কিন্তু একেব অপরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ? তা নিয়েই এবার মুখ খুললেন বলিউডের দুই মাইটি খান(Shahrukh Khan and Salman Khan in Pathaan) ৷
সলমন বলেন, "শাহরুখ এবং আমার বড়পর্দায় আসার জন্য় সবসময় একটা বিশেষ ছবি দরকার ৷ আমার এটা ভেবে ভালো লাগছে যে পাঠান সেইরকম একটা ছবি ৷ যখন আমরা করণ অর্জুন করেছিলাম, তখন ছবিটা ব্লকবাস্টার হয়েছিল ৷ আর আজ পাঠান যা ওয়াইআরএফের তৈরি একটি স্পাই ইউনিভার্সের একটি অংশ সেটাও ব্লক বাস্টার হিট হয়েছে ৷"
দর্শকরা যে তাঁদের বারবার একসঙ্গে কাজ করতে দেখতে চান তা নিয়ে ভাইজান বলেন, "আমি জানি দর্শকরা আমাদের একসঙ্গে পর্দায় দেখতে পছন্দ করেন ৷ আর আমি ভীষণ খুশি যে সকলে পাঠান-কে এত ভালোবাসা দিয়েছেন ৷ যখন আদি আমায় এই সিকোয়েন্স নিয়ে বলেছিল এবং তাঁর আমাদের একসঙ্গে পর্দায় আনার পরিকল্পনার কথা বলেছিল আমি সত্যি খুব খুশি হয়েছিলাম ৷"
আরও পড়ুন: সিড কিয়ারার বিয়েতে কনেযাত্রীদের থেকেও বেশি অতিথি বরপক্ষের
অন্যদিকে শাহরুখও এই নিয়ে মুখ খুলেছেন, তাঁর কথায়,"বিশ্বাস করুন, আমি আর সলমন সবসময় একসঙ্গে অভিনয় করতে চেয়েছি ৷ কিন্তু আমরা সঠিক গল্প আর সঠিক চিত্রনাট্যের অপেক্ষা করছি ৷ আমরা দু'জনেই জানতাম আমাদের একসঙ্গে পর্দায় দেখে অনুরাগীরা উত্তেজিত হবে ৷ আর আমাদের দর্শকদের প্রতিশ্রুতি পূরণ করতেই হতো কারণ আমরা জানি তাঁরা আমাদের ভালোবাসেন ৷ "
(এই প্রতিবেদনটি ETV ভারত দ্বারা সম্পাদনা করা হয়নি ৷ একটি সিন্ডিকেটেড ফিড থেকে নেওয়া হয়েছে ৷)