ETV Bharat / entertainment

Jawan Advance Booking: মুক্তির আগেই 'জওয়ান' ঝড় ! অ্যাডভান্স বুকিংয়ে টিকিট শেষ 15 মিনিটেই

Shah Rukh Khan's Jawan: 7 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে কিং খানের 'জওয়ান' ৷ পাঠানের সুপার সাকসেসের পর কেমন হবে শাহরখ খানের এই ছবি, তা দেখতে আগ্রহী হয়ে রয়েছেন অনুরাগীরা ৷ ইতিমধ্যেই ছবির অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গিয়েছে ৷ মুম্বইয়ে প্রথম দিনেই ছবির টিকিট বিক্রি হয়ে গিয়েছে 15 মিনিটে ৷

Etv Bharat
মুক্তির আগেই 'জওয়ান' ঝড়
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2023, 9:20 PM IST

হায়দরাবাদ, 27 অগস্ট: কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ৷ 7 সেপ্টেম্বর পর্দা কাঁপাতে আসছেন বলিউডের কিং শাহরুখ খান ৷ চারবছর বিরতির পর পর্দায় বাদশা ওরফে 'পাঠান' ফেরেন এবং ঝড় তোলেন ৷ বক্সঅফিসে ব্যাপক সাফল্যের পর পরই পরবর্তী ছবি 'জওয়ান'-এর ঘোষণা করেছিলেন শাহরুখ ৷ সেই ছবি ঘিরে উত্তেজনার পারদ ক্রমশ বেড়েই চলেছে ৷ রবিবার শুরু হয়েছে ছবির অ্যাডভান্স বুকিং ৷ মাত্র 15 মিনিটে বিক্রি হয়ে গিয়েছে দুই সপ্তাহের টিকিট ৷

ইতিমধ্যেই আমেরিকায় এই ছবির অ্যাডভান্স বুকিং 1.2 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে ৷ এছাড়াও সংযুক্ত আরহ আমিরশাহী, অষ্ট্রেলিয়া, সৌদি আরব ও মুম্বইয়ের বেশ কিছু জায়গায় ছবির অ্যাডভান্স বুকিং দেখেই দর্শকদের মধ্যে 'জওয়ান' ঝড় আন্দাজ করা যাচ্ছে ৷ শুধু তাই নয়, মুম্বইয়ে থানের এক প্রেক্ষাগৃহে দর্শকরা 1 হাজার 100 টাকা দিয়েও টিকিট কেটেছেন ৷ হিন্দি ছাড়াও তামিল ও তেলুগুতে মুক্তি পেতে চলেছে জওয়ান ৷

শাহরুখ ছাড়াও অনান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপথি, নয়নতারা, সানায়া মালহোত্রা ও প্রিয়মণি ৷ ক্যামিও চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে ৷ ছবির ট্রেলার এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি ৷ তবে ছবির প্রথম গান জিন্দা বাদা ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ৷ যা ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন অনিরুদ্ধ রবিচন্দর ৷

শুক্রবারও ছবির পরবর্তী গানের ঝলক প্রকাশ্যে এনেছেন এসআরকে ৷ অন্যদিকে, বিশ্বের সবচেয়ে বড় স্ক্রিনে মুক্তি পাবে 'জওয়ান' ৷ এই বিগ স্ক্রিন রয়েছে জার্মানিতে। এই স্ক্রিনের দৈর্ঘ্য 125 ফুট এবং প্রস্থ 72 ফুট। জার্মানির স্টুটগার্টের কাছে লিওনবার্গে বিশ্বের সব থেকে বড় আইম্যাক্স স্ক্রিন রয়েছে। আর সেই স্ক্রিনেই প্রদর্শিত হবে শাহরুখের 'জওয়ান'।

আরও পড়ুন: থালাইভা ম্যাজিক চলছেই, বিশ্বব্যাপী ছ'শো কোটি ক্লাবের দোরগোড়ায় 'জেলার'

উল্লেখ্য, অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ছবির প্রিভিউ ভিডিয়ো নেট দুনিয়ায় ভাইরাল ৷ কিং খানের ন্যাড়া মাথা ও মেট্রোর মধ্যে নাচ মন জয় করে নিয়েছে দর্শকদের ৷ নানা লুকে দেখা যাবে বাদশাকে ৷ তবে ছবিতে তাঁর চরিত্র কেমন হবে, তা নিয়ে রয়েছে বেশ রহস্য ৷

হায়দরাবাদ, 27 অগস্ট: কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ৷ 7 সেপ্টেম্বর পর্দা কাঁপাতে আসছেন বলিউডের কিং শাহরুখ খান ৷ চারবছর বিরতির পর পর্দায় বাদশা ওরফে 'পাঠান' ফেরেন এবং ঝড় তোলেন ৷ বক্সঅফিসে ব্যাপক সাফল্যের পর পরই পরবর্তী ছবি 'জওয়ান'-এর ঘোষণা করেছিলেন শাহরুখ ৷ সেই ছবি ঘিরে উত্তেজনার পারদ ক্রমশ বেড়েই চলেছে ৷ রবিবার শুরু হয়েছে ছবির অ্যাডভান্স বুকিং ৷ মাত্র 15 মিনিটে বিক্রি হয়ে গিয়েছে দুই সপ্তাহের টিকিট ৷

ইতিমধ্যেই আমেরিকায় এই ছবির অ্যাডভান্স বুকিং 1.2 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে ৷ এছাড়াও সংযুক্ত আরহ আমিরশাহী, অষ্ট্রেলিয়া, সৌদি আরব ও মুম্বইয়ের বেশ কিছু জায়গায় ছবির অ্যাডভান্স বুকিং দেখেই দর্শকদের মধ্যে 'জওয়ান' ঝড় আন্দাজ করা যাচ্ছে ৷ শুধু তাই নয়, মুম্বইয়ে থানের এক প্রেক্ষাগৃহে দর্শকরা 1 হাজার 100 টাকা দিয়েও টিকিট কেটেছেন ৷ হিন্দি ছাড়াও তামিল ও তেলুগুতে মুক্তি পেতে চলেছে জওয়ান ৷

শাহরুখ ছাড়াও অনান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপথি, নয়নতারা, সানায়া মালহোত্রা ও প্রিয়মণি ৷ ক্যামিও চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে ৷ ছবির ট্রেলার এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি ৷ তবে ছবির প্রথম গান জিন্দা বাদা ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ৷ যা ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন অনিরুদ্ধ রবিচন্দর ৷

শুক্রবারও ছবির পরবর্তী গানের ঝলক প্রকাশ্যে এনেছেন এসআরকে ৷ অন্যদিকে, বিশ্বের সবচেয়ে বড় স্ক্রিনে মুক্তি পাবে 'জওয়ান' ৷ এই বিগ স্ক্রিন রয়েছে জার্মানিতে। এই স্ক্রিনের দৈর্ঘ্য 125 ফুট এবং প্রস্থ 72 ফুট। জার্মানির স্টুটগার্টের কাছে লিওনবার্গে বিশ্বের সব থেকে বড় আইম্যাক্স স্ক্রিন রয়েছে। আর সেই স্ক্রিনেই প্রদর্শিত হবে শাহরুখের 'জওয়ান'।

আরও পড়ুন: থালাইভা ম্যাজিক চলছেই, বিশ্বব্যাপী ছ'শো কোটি ক্লাবের দোরগোড়ায় 'জেলার'

উল্লেখ্য, অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ছবির প্রিভিউ ভিডিয়ো নেট দুনিয়ায় ভাইরাল ৷ কিং খানের ন্যাড়া মাথা ও মেট্রোর মধ্যে নাচ মন জয় করে নিয়েছে দর্শকদের ৷ নানা লুকে দেখা যাবে বাদশাকে ৷ তবে ছবিতে তাঁর চরিত্র কেমন হবে, তা নিয়ে রয়েছে বেশ রহস্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.