ETV Bharat / entertainment

Jawan Box Office Records: মুকুটে নতুন পালক, প্রথম দিনেই ইতিহাস লিখল কিং খানের 'জওয়ান' - Jawan Box Office Collection Day 1

Jawan Box Office Collection Day 1:একাধিক রেকর্ড ভাঙল 'জওয়ান' ৷ প্রথম দিনেই সবচেয়ে বেশি আয় করা হিন্দি ছবি হিসেবে শীর্ষে উঠে এল শাহরুখের এই নতুন ছবি ৷ শুধু ভারতেই ছবিটি আয় করল 75 কোটি টাকা ৷

Jawan Box Office Records
রেকর্ড ভাঙল জওয়ান
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2023, 1:21 PM IST

Updated : Sep 9, 2023, 12:00 PM IST

হায়দরাবাদ, 8 সেপ্টেম্বর: সিনেমার ক্ষেত্রে বক্স অফিস শেষ কথা নয় ৷ কিন্তু ছবির বাজেট যদি হয় প্রায় 300 কোটি তবে নির্মাতারা সেই টাকা ঘরে তুলতে পারলেন কি না তা জানতে ইচ্ছে হয় বৈকি ৷ শাহরুখের 'জওয়ান' ছবির ক্ষেত্রেও বিষয়টা তাই ৷ দক্ষিণি পরিচালকের সঙ্গে হাত মিলিয়ে এই বিগ বাজেট ছবিতে স্বাক্ষর করেছিলেন এসআরকে ৷ সেই ছবি দেখে প্রথম দিনই শাহরুখ অনুরাগী থেকে সমালোচক সকলেই ধন্য ধন্য করছেন ৷ কিন্তু বক্স অফিসে কতখানি প্রভাব ফেলল এই উন্মাদনা ৷ হ্যাঁ বক্স অফিসেও বেশ কয়েকটি রেকর্ড গড়ল 'জওয়ান' ৷

পরপর দু'টি ছবির ক্ষেত্রে 100 কোটির বেশি ওপেনিং: ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্য়াকনিল্কের তথ্য় বলছে, অ্যাটলির এই ছবির প্রথম দিন বিশ্বব্যাপী বক্স অফিসে আয় করেছে 100 কোটিরও বেশি ৷ এর আগে প্রথম দিনেই 106 কোটি টাকার ব্য়বসা করেছিল 'পাঠান' ৷ তাই পরপর দু'টি ছবির ক্ষেত্রে 100 কোটির বেশি টাকার ওপেনিং দিয়ে নিজের মুকুটে একটি দারুণ পালক যোগ করলেন শাহরুখ খান ৷

'বাহুবলী 2', 'পাঠান'-কে পিছনে ফেলল এই ছবি: এর আগে প্রথম দিনে 'পাঠান' ছবির হিন্দি ভার্সানটি ব্যবসা করেছিল প্রায় 57 কোটি টাকার ৷ আর প্রভাসের 'বাহুবলী 2' ছবির (হিন্দি) আয় ছিল প্রায় 41 কোটি টাকা ৷ কিন্তু এই ক্ষেত্রেও নিজের রেকর্ড নিজেই ভাঙলেন শাহরুখ ৷ কারণ প্রথম দিনে 'জওয়ান' ছবির হিন্দি ভার্সানটি প্রায় 65 কোটি টাকা আয় করেছে ৷ আর যার জেরে প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা হিন্দি ছবি হিসাবে শীর্ষস্থান দখল করল 'জওয়ান' ৷

আরও পড়ুন: 57 তেও বাজিমাত 'জওয়ান' শাহরুখের! তিলোত্তমায় বাদশা পক্ষ

সারা দেশের আয়ের নিরিখে প্রথম দিনেই 75 কোটির ক্লাবে: সারা দেশের আয়ের হিসেব ধরলে প্রথম দিনেই 75 কোটির ক্লাবে জায়গা করে নিল 'জওয়ান' ৷ হিন্দিতে এই ছবি আয় করেছে 65 কোটি আর ছবির অন্য় ভার্সানগুলি আয় করেছে আরও 10 কোটি টাকা ৷

হায়দরাবাদ, 8 সেপ্টেম্বর: সিনেমার ক্ষেত্রে বক্স অফিস শেষ কথা নয় ৷ কিন্তু ছবির বাজেট যদি হয় প্রায় 300 কোটি তবে নির্মাতারা সেই টাকা ঘরে তুলতে পারলেন কি না তা জানতে ইচ্ছে হয় বৈকি ৷ শাহরুখের 'জওয়ান' ছবির ক্ষেত্রেও বিষয়টা তাই ৷ দক্ষিণি পরিচালকের সঙ্গে হাত মিলিয়ে এই বিগ বাজেট ছবিতে স্বাক্ষর করেছিলেন এসআরকে ৷ সেই ছবি দেখে প্রথম দিনই শাহরুখ অনুরাগী থেকে সমালোচক সকলেই ধন্য ধন্য করছেন ৷ কিন্তু বক্স অফিসে কতখানি প্রভাব ফেলল এই উন্মাদনা ৷ হ্যাঁ বক্স অফিসেও বেশ কয়েকটি রেকর্ড গড়ল 'জওয়ান' ৷

পরপর দু'টি ছবির ক্ষেত্রে 100 কোটির বেশি ওপেনিং: ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্য়াকনিল্কের তথ্য় বলছে, অ্যাটলির এই ছবির প্রথম দিন বিশ্বব্যাপী বক্স অফিসে আয় করেছে 100 কোটিরও বেশি ৷ এর আগে প্রথম দিনেই 106 কোটি টাকার ব্য়বসা করেছিল 'পাঠান' ৷ তাই পরপর দু'টি ছবির ক্ষেত্রে 100 কোটির বেশি টাকার ওপেনিং দিয়ে নিজের মুকুটে একটি দারুণ পালক যোগ করলেন শাহরুখ খান ৷

'বাহুবলী 2', 'পাঠান'-কে পিছনে ফেলল এই ছবি: এর আগে প্রথম দিনে 'পাঠান' ছবির হিন্দি ভার্সানটি ব্যবসা করেছিল প্রায় 57 কোটি টাকার ৷ আর প্রভাসের 'বাহুবলী 2' ছবির (হিন্দি) আয় ছিল প্রায় 41 কোটি টাকা ৷ কিন্তু এই ক্ষেত্রেও নিজের রেকর্ড নিজেই ভাঙলেন শাহরুখ ৷ কারণ প্রথম দিনে 'জওয়ান' ছবির হিন্দি ভার্সানটি প্রায় 65 কোটি টাকা আয় করেছে ৷ আর যার জেরে প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা হিন্দি ছবি হিসাবে শীর্ষস্থান দখল করল 'জওয়ান' ৷

আরও পড়ুন: 57 তেও বাজিমাত 'জওয়ান' শাহরুখের! তিলোত্তমায় বাদশা পক্ষ

সারা দেশের আয়ের নিরিখে প্রথম দিনেই 75 কোটির ক্লাবে: সারা দেশের আয়ের হিসেব ধরলে প্রথম দিনেই 75 কোটির ক্লাবে জায়গা করে নিল 'জওয়ান' ৷ হিন্দিতে এই ছবি আয় করেছে 65 কোটি আর ছবির অন্য় ভার্সানগুলি আয় করেছে আরও 10 কোটি টাকা ৷

Last Updated : Sep 9, 2023, 12:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.