লুসেইল, 19 ডিসেম্বর: সারা বিশ্বকে রবিবার এক মহাকাব্যিক ম্য়াচ উপহার দিয়েছেন মেসি-এমবাপেরা ৷ রক্তক্ষয়ী রণক্ষেত্রে এই লড়াইয়ে ট্রাইব্রেকারে জয় ছিনিয়ে নিয়েছে আর্জেন্তিনা ৷ 4-2 গোলের ব্যবধানে কাপ জিতে নিয়েছে নীল সাদা ব্রিগেড ৷ কাল এই লড়াইয়ের সাক্ষী বলিউডের বাদশাহ শাহরুখ খানও ৷ স্টুডিয়োতে বসে ওয়েন রুনি এবং অন্যদের সঙ্গে এদিনের খেলার প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন তিনিও ৷ তাঁর আসন্ন ছবি 'পাঠান'-এর প্রচারে জন্যই হাজির ছিলেন কিং খান ৷ তবে তার সঙ্গে সঙ্গেই এদিন শতাব্দীর সেরা একটি ম্যাচেরও সাক্ষী হলেন তিনি (Shah Rukh on FIFA World Cup Final) ৷
রবিবাসরীয় এই লড়াইয়ের প্রতিটি মুহূর্ত উপভোগ করার পর তিনি টুইটে জানান আজ সকলেই অন্যতম শ্রেষ্ঠ বিশ্বকাপ ফাইনালের সাক্ষী ৷ তিনি লেখেন, 'আমার মনে আছে আমার মায়ের সঙ্গে একটি ছোট টিভিতে বিশ্বকাপ দেখেছিলাম ৷ এখনও আমার ছেলে-মেয়েদের সঙ্গে (খেলা দেখতে বসে) একইরকম উত্তেজনা হয়... আর মেসিকে ধন্যবাদ আমাদের সকলকে প্রতিভা, কঠোর পরিশ্রম এবং স্বপ্নে বিশ্বাস করতে শেখানোর জন্য (Shah Rukh on Messi)।'
-
We are living in the time of one of the best World Cup Finals ever. I remember watching WC with my mom on a small tv….now the same excitement with my kids!! And thank u #Messi for making us all believe in talent, hard work & dreams!!
— Shah Rukh Khan (@iamsrk) December 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">We are living in the time of one of the best World Cup Finals ever. I remember watching WC with my mom on a small tv….now the same excitement with my kids!! And thank u #Messi for making us all believe in talent, hard work & dreams!!
— Shah Rukh Khan (@iamsrk) December 18, 2022We are living in the time of one of the best World Cup Finals ever. I remember watching WC with my mom on a small tv….now the same excitement with my kids!! And thank u #Messi for making us all believe in talent, hard work & dreams!!
— Shah Rukh Khan (@iamsrk) December 18, 2022
শাহরুখ এদিন স্টুডিয়োয় হাজির হন ওয়েন রুনির সঙ্গে ৷ শুধু তাই নয়, এই কিংবদন্তি ফুটবলারের সঙ্গে নাচেও মেতে ওঠেন বলিউডের বাদশাহ ৷ দু'হাত প্রসারিত করে তাঁর আইকনিক স্টাইলে দাঁড়ানোর ভঙ্গিমা এদিন শিখলেন রুনিও ৷ রুনিকে নিয়ে বলতে গিয়ে শাহরুখ এদিন বলেন, "আমার জন্য, পাঠানকে যদি বিশ্বের যেকোনও ফুটবলারের সঙ্গে তুলনা করতে হয়, তবে আমি সর্বদা ওয়েন রুনির নাম বলব (SRK on Rooney)।"
আরও পড়ুন: এই মহাকাব্যের 'অর্জুন' মেসি ! ছবিতে দেখুন লুসেইল ব্যাটেলের কিছু স্মরণীয় মুহূর্ত
এছাড়া ফাইনালে এবার ট্রফি উন্মোচন করেছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আর অন্যদিকে নোরা উপহার দেন তাঁর নৃত্য ৷ শাহরুখের 'জিরো' মুক্তির চার বছর পর 'পাঠান' ছবির হাত ধরেই বড় পর্দায় কামব্যাক করছেন বলিউডের 'বাজিগর' ৷ যশরাজ ফিল্মসের তরফে আগেই জানানো হয়েছিল, পরের বছর 25 জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ হিন্দির সঙ্গে সঙ্গে তামিল এবং তেলেগুতেও একই দিনে মুক্তি পাবে ছবিটি (Pathan will be released on 25 January 2023) ৷