ETV Bharat / entertainment

SRK in Jawan: বাবা-ছেলের দ্বৈত চরিত্রে শাহরুখ, 'জওয়ান' নিয়ে টুইস্ট পরিচালকের - atlees jawan

'ফ্যান', 'ডুপ্লিকেট'-এর পর 'জওয়ান', যেখানে দ্বৈত চরিত্রে পর্দায় আসতে চলেছেন শাহরুখ খান। সূত্রের খবর সত্যি হলে, কমল হাসানের সুপার হিট ছবির ছাপ থাকতে চলেছে এই ছবিতে ।

Srk play double role in Jawan
বাবা-ছেলের দ্বৈত চরিত্রে শাহরুখ
author img

By

Published : Apr 30, 2023, 7:25 PM IST

হায়দরাবাদ, 30 এপ্রিল: যেদিন থেকে খবরে এসেছে শাহরুখ খানের 'জওয়ান' আসতে চলেছে এবং তা পরিচালনার দায়িত্বে রয়েছেন দক্ষিণী পরিচালক অ্যাটলি, তবে থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনার পারত চড়েছে । সম্প্রতি এই ছবি নিয়ে আর একটি নতুন খবর এসেছে কানে। শোনা গিয়েছে, কমল হাসানের সুপারহিট ছবি থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হতে চলেছে এই ছবি ।

1986-এ মুক্তি পাওয়া 'আখরি রাস্তা' ছবির কথা মনে আছে? অ্যাংরি ইয়ং ম্যান অমিতাভ বচ্চন, জয়াপ্রদা, শ্রীদেবি ও অনুপম খের অভিনীত এই ছবি ছিল অলটাইম ব্লকব্লাস্টার । ছবিটি পরিচালনা করেছিলেন দক্ষিণী অভিনেতা তথা পরিচালক কে ভাগ্যরাজ । মূলত কমল হাসান অভিনীত তামিল ছবি 'ওরু কাইদিয়াইন ডায়েরি'- ছবির রিমেক ছিল । দ্বৈত চরিত্রে অমিতাভের অভিনয় ও ছবির চিত্রনাট্য অবিস্মরণীয় । সেই কাহিনীর কিছুটা ছাপ থাকতে চলেছে 'জওয়ান' ছবিতেও ।

হ্যাঁ, ঠিকই পড়েছেন। সূত্রের খবর, শাহরুখ খানের 'জওয়ান' ছবিতেও এই গল্পের একটা ছাপ থাকতে চলেছে । রিভেঞ্জ, ড্রামার পাশাপাশি টুইস্ট থাকছে শাহরুখের চরিত্র নিয়েও । 'ডুপ্লিকেট', 'ফ্যান' ছবির পর আবার দ্বৈত চরিত্রে পর্দায় আসতে চলেছেন কিং খান। শুধু তাই নয়, 'জওয়ান' ছবিতে পিতা-পুত্রের দ্বৈত চরিত্রই পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন বলিউড বাদশা ।

আসলে, পরিচালক অ্যাটলি অভিনেতা কমল হাসানের বিশাল বড় অনুরাগী । ফলে আশির দশকের সুপারহিট এই ছবিকেই নিজের মতো করে পর্দায় উপস্থাপন করতে চলেছেন পরিচালক । যদিও এখনও পর্যন্ত কোনও কিছুই কনফার্ম করা হয়নি । এই সবকিছু থেকেই পর্দা উঠবে যখন চলতি সপ্তাহে সামনে আসবে 'জওয়ান' ছবির প্রথম টিজার ।

আরও পড়ুন: ক্যাটরিনার কথাতেই 'ফিদা' ভিকি, উত্তর শুনে আপ্লুত অনুরাগীরাও

এর আগে, 'জওয়ান' ছবির দুটি ভিডিয়ো লিক হওয়ায় আইনের দ্বারস্থ হয়েছিলেন শাহরুখ খান ও গৌরি খানের প্রোডাকশন হাউজ, রেড চিলিস এন্টারটেইনমেন্ট । একটা ফাইট সিন ও একটি ডান্স সিন ভাইরাল হয়ে গিয়েছিল । এরপরেই দিল্লি হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল ওয়েবসাইট-সহ বিভিন্ন নেটওয়ার্ক থেকে এই ভিডিয়ো ক্লিপিংস মুছে ফেলতে হবে । উল্লেখ্য, 'জওয়ান' মুক্তি পেতে চলেছে 2 জুন ।

হায়দরাবাদ, 30 এপ্রিল: যেদিন থেকে খবরে এসেছে শাহরুখ খানের 'জওয়ান' আসতে চলেছে এবং তা পরিচালনার দায়িত্বে রয়েছেন দক্ষিণী পরিচালক অ্যাটলি, তবে থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনার পারত চড়েছে । সম্প্রতি এই ছবি নিয়ে আর একটি নতুন খবর এসেছে কানে। শোনা গিয়েছে, কমল হাসানের সুপারহিট ছবি থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হতে চলেছে এই ছবি ।

1986-এ মুক্তি পাওয়া 'আখরি রাস্তা' ছবির কথা মনে আছে? অ্যাংরি ইয়ং ম্যান অমিতাভ বচ্চন, জয়াপ্রদা, শ্রীদেবি ও অনুপম খের অভিনীত এই ছবি ছিল অলটাইম ব্লকব্লাস্টার । ছবিটি পরিচালনা করেছিলেন দক্ষিণী অভিনেতা তথা পরিচালক কে ভাগ্যরাজ । মূলত কমল হাসান অভিনীত তামিল ছবি 'ওরু কাইদিয়াইন ডায়েরি'- ছবির রিমেক ছিল । দ্বৈত চরিত্রে অমিতাভের অভিনয় ও ছবির চিত্রনাট্য অবিস্মরণীয় । সেই কাহিনীর কিছুটা ছাপ থাকতে চলেছে 'জওয়ান' ছবিতেও ।

হ্যাঁ, ঠিকই পড়েছেন। সূত্রের খবর, শাহরুখ খানের 'জওয়ান' ছবিতেও এই গল্পের একটা ছাপ থাকতে চলেছে । রিভেঞ্জ, ড্রামার পাশাপাশি টুইস্ট থাকছে শাহরুখের চরিত্র নিয়েও । 'ডুপ্লিকেট', 'ফ্যান' ছবির পর আবার দ্বৈত চরিত্রে পর্দায় আসতে চলেছেন কিং খান। শুধু তাই নয়, 'জওয়ান' ছবিতে পিতা-পুত্রের দ্বৈত চরিত্রই পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন বলিউড বাদশা ।

আসলে, পরিচালক অ্যাটলি অভিনেতা কমল হাসানের বিশাল বড় অনুরাগী । ফলে আশির দশকের সুপারহিট এই ছবিকেই নিজের মতো করে পর্দায় উপস্থাপন করতে চলেছেন পরিচালক । যদিও এখনও পর্যন্ত কোনও কিছুই কনফার্ম করা হয়নি । এই সবকিছু থেকেই পর্দা উঠবে যখন চলতি সপ্তাহে সামনে আসবে 'জওয়ান' ছবির প্রথম টিজার ।

আরও পড়ুন: ক্যাটরিনার কথাতেই 'ফিদা' ভিকি, উত্তর শুনে আপ্লুত অনুরাগীরাও

এর আগে, 'জওয়ান' ছবির দুটি ভিডিয়ো লিক হওয়ায় আইনের দ্বারস্থ হয়েছিলেন শাহরুখ খান ও গৌরি খানের প্রোডাকশন হাউজ, রেড চিলিস এন্টারটেইনমেন্ট । একটা ফাইট সিন ও একটি ডান্স সিন ভাইরাল হয়ে গিয়েছিল । এরপরেই দিল্লি হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল ওয়েবসাইট-সহ বিভিন্ন নেটওয়ার্ক থেকে এই ভিডিয়ো ক্লিপিংস মুছে ফেলতে হবে । উল্লেখ্য, 'জওয়ান' মুক্তি পেতে চলেছে 2 জুন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.