ETV Bharat / entertainment

Jawan BO Collection: 'ব্যাক টু ব্যাক' 1000 কোটির ব্লকবাস্টার! আর কতটা পথ পেরোলে ইতিহাস গড়বেন বাদশা?

একই বছরে ব্যাক টু ব্যাক 1000 কোটির অলটাইম ব্লকবাস্টার ৷ হিন্দি সিনেমার ইতিহাসে আগে এমনটা কখনওই হয়নি ৷ এবার ইতিহাস তৈরির একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে শাহরুখ খান ৷ তবে সোমবার ততটা ভালো ব্যবসা করবে না এই ছবি ৷ এমনটাই ধারনা স্যাকনিল্কের ৷

Jawan BO Collection
ইতিহাসের সন্ধিক্ষণে জওয়ান ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2023, 1:01 PM IST

Updated : Sep 25, 2023, 3:14 PM IST

হায়দরাবাদ, 25 সেপ্টেম্বর: সেপ্টেম্বরের 7 তারিখ মুক্তি পেয়েছিল শাহরুখ খানের 'জওয়ান' ৷ তার আগে বছরের প্রথমেই 1000 কোটির ব্লকবাস্টার দিয়ে খাতা খুলেছিলেন বলিউডের বাদশা ৷ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান' বক্স অফিসে আয় করেছিল 1050 কোটি টাকা ৷ এবার বছরের দ্বিতীয় ব্লকবাস্টার নিয়ে হাজির শাহরুখ ৷ একই বছরে এখনও পরপর দু'টি 1000 কোটির ছবি উপহার দেওয়ার রেকর্ড বলিউডের কোনও অভিনেতার নেই ৷ ইতিহাস ছোঁয়ার একেবারে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে অ্যাটলি কুমার পরিচালিত 'জওয়ান' ছবিটি ৷

ইতিমধ্যেই হিন্দি ছবির ইতিহাসে সবচেয়ে দ্রুত 500 কোটির ক্লাবে প্রবেশ করার রেকর্ড গড়েছে 'জওয়ান' ৷ আর এবার আরও একবার ইতিহাস গড়ার পথে এগিয়ে চলেছে ছবিটি ৷ রবিবার ছবির প্রযোজনা সংস্থা যে রিপোর্ট দিয়েছে তাতে দেশ বিদেশ মিলিয়ে ছবির আয় দাঁড়িয়েছে 979 কোটির টাকারও বেশি ৷ অর্থাৎ আর 21 কোটি টাকা আয় করতে পারলেই বক্স অফিসে রেকর্ড গড়বেন কিং খান ৷

তবে 19তম দিনে সেই স্বপ্ন পূরণের সম্ভবনা কম বলেই দাবি করেছে স্যাকনিল্ক ৷ রবিবার এই ছবির আয় ছিল 15 কোটির কিছু বেশি ৷ কিন্তু সোমবার সেই ব্যবসায় 66 শতাংশ পতন লক্ষ্য় করা যেতে পারে বলেই মত বিশেষজ্ঞদের ৷ একটি রিপোর্ট বলছে সোমবার ছবির আয় দাঁড়াতে পারে প্রায় 5 কোটি ৷ যদিও পুরো হিসেবটাই তৈরি হয়েছে প্রাথমিক অনুমানের ভিত্তিতে ৷

আরও পড়ুন: বিয়ের ছবি পোস্ট করলেন 'রাগনীতি', কেমন লাগছে বরকনে কে?

রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবিটির বাজেট ছিল প্রায় 300 কোটি টাকা ৷ সেই টাকা বহুদিন আগেই ঘরে তুলে ফেলেছেন নির্মাতারা ৷ সোমবারের আয়ের নিরিখে ভারতীয় বক্স অফিসে ছবির মোট আয় হতে চলেছে 565.57 কোটি টাকা ৷ ছবিতে শাহরুখ ছাড়াও নজর কেড়েছেন বিজয় সেতুপতি, দীপিকা পাড়ুকোন, নয়নতারা, প্রিয়ামণির মতো অভিনেতা অভিনেত্রীরা ৷

হায়দরাবাদ, 25 সেপ্টেম্বর: সেপ্টেম্বরের 7 তারিখ মুক্তি পেয়েছিল শাহরুখ খানের 'জওয়ান' ৷ তার আগে বছরের প্রথমেই 1000 কোটির ব্লকবাস্টার দিয়ে খাতা খুলেছিলেন বলিউডের বাদশা ৷ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান' বক্স অফিসে আয় করেছিল 1050 কোটি টাকা ৷ এবার বছরের দ্বিতীয় ব্লকবাস্টার নিয়ে হাজির শাহরুখ ৷ একই বছরে এখনও পরপর দু'টি 1000 কোটির ছবি উপহার দেওয়ার রেকর্ড বলিউডের কোনও অভিনেতার নেই ৷ ইতিহাস ছোঁয়ার একেবারে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে অ্যাটলি কুমার পরিচালিত 'জওয়ান' ছবিটি ৷

ইতিমধ্যেই হিন্দি ছবির ইতিহাসে সবচেয়ে দ্রুত 500 কোটির ক্লাবে প্রবেশ করার রেকর্ড গড়েছে 'জওয়ান' ৷ আর এবার আরও একবার ইতিহাস গড়ার পথে এগিয়ে চলেছে ছবিটি ৷ রবিবার ছবির প্রযোজনা সংস্থা যে রিপোর্ট দিয়েছে তাতে দেশ বিদেশ মিলিয়ে ছবির আয় দাঁড়িয়েছে 979 কোটির টাকারও বেশি ৷ অর্থাৎ আর 21 কোটি টাকা আয় করতে পারলেই বক্স অফিসে রেকর্ড গড়বেন কিং খান ৷

তবে 19তম দিনে সেই স্বপ্ন পূরণের সম্ভবনা কম বলেই দাবি করেছে স্যাকনিল্ক ৷ রবিবার এই ছবির আয় ছিল 15 কোটির কিছু বেশি ৷ কিন্তু সোমবার সেই ব্যবসায় 66 শতাংশ পতন লক্ষ্য় করা যেতে পারে বলেই মত বিশেষজ্ঞদের ৷ একটি রিপোর্ট বলছে সোমবার ছবির আয় দাঁড়াতে পারে প্রায় 5 কোটি ৷ যদিও পুরো হিসেবটাই তৈরি হয়েছে প্রাথমিক অনুমানের ভিত্তিতে ৷

আরও পড়ুন: বিয়ের ছবি পোস্ট করলেন 'রাগনীতি', কেমন লাগছে বরকনে কে?

রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবিটির বাজেট ছিল প্রায় 300 কোটি টাকা ৷ সেই টাকা বহুদিন আগেই ঘরে তুলে ফেলেছেন নির্মাতারা ৷ সোমবারের আয়ের নিরিখে ভারতীয় বক্স অফিসে ছবির মোট আয় হতে চলেছে 565.57 কোটি টাকা ৷ ছবিতে শাহরুখ ছাড়াও নজর কেড়েছেন বিজয় সেতুপতি, দীপিকা পাড়ুকোন, নয়নতারা, প্রিয়ামণির মতো অভিনেতা অভিনেত্রীরা ৷

Last Updated : Sep 25, 2023, 3:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.