ETV Bharat / entertainment

Jawan Spoiler Alert: 300 কোটির ক্লাবে 'জওয়ান'! নেটপাড়ায় ছবির স্পয়লার নয়, অনুরোধ বাদশার

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2023, 1:48 PM IST

Jawan Box Office Collection: 7 সেপ্টেম্বর মুক্তি পেয়েছে অ্যাটলির 'জওয়ান' ৷ গ্লোবালি চারদিনে 300 কোটির ঘরে প্রবেশ করেছে এই ছবি ৷ যে ছবি তিনদিনের ম্যাজিক দেখিয়েছে বক্সঅফিসে, বলা বাহুল্য, সেই রথ এখনই থামছে না ৷ তাই সামাজিক মাধ্যমে কোনও রকম স্পয়লার নয়, অনুরাগীদের কাছে অনুরোধ কিং খানের ৷

Etv Bharat
300 কোটির ক্লাবে 'জওয়ান'

হায়দরাবাদ, 10 সেপ্টেম্বর: নিজের রেকর্ড নিজেই ভাঙছেন শাহরুখ খান ৷ 'পাঠান' বক্সঅফিসে যে সুনামি এনেছিল, 'জওয়ান' সেই রেকর্ড প্রথমদিনেই ভেঙে দিয়েছে ৷ কারণ প্রথম দিনের বক্সঅফিস কালেকশনে 'পাঠান'কে ছাপিয়ে যায় 'জওয়ান' ৷ গ্লোবালি এই ছবি চারদিনে তিনশো কোটির ক্লাবে প্রবেশ করে গিয়েছে, যা ভারতীয় চলচ্চিত্রে ইতিহাস তৈরি করেছে ৷ সেই জয়যাত্রা যাতে অব্যাহত থাকে, তাই অনুরাগীদের ছবির স্পয়লার দিতেও নিষেধ করলেন কিং খান ৷

অ্যাটলি পরিচালিত শাহরুখ খান অভিনীত 'জওয়ান' মুক্তি পেয়েছে 7 সেপ্টেম্বর ৷ তারপর থেকে দেশে ও বিদেশের মাটিতে এই ছবি ম্যাজিক দেখিয়েছে ৷ সামাজিক মাধ্যম ছেয়ে গিয়েছে অনুরাগীদের 'জওয়ান' ক্রেজে ৷ বাদশাও সেই ছবি ও ভিডিয়োতে নিজের ভালোবাসা জানাচ্ছেন ৷ তবে সাবধানও করেছেন ফ্যানেদের ৷ কিসের সাবধান বাণী ? আসলে 'জওয়ান' মুক্তির পর থেকেই ছবির বেশ কিছু দৃশ্য ও সংলাপ ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায় ৷ ছবি ঘিরে নিজেদের অনুভূতি ও উত্তেজনা সামলাতে পারেননি অনেকেই ৷ আর সেখানেই ছবি ঘিরে স্পয়লার না দিতে অনুরোধ করেছেন কিং খান ৷

  • I am a big fan of Vijay sir too… par Kaali ka kaala dhan toh le liya ab dekho doosron ke bhi Swiss banks se lekar aata hoon… Buss visa ka hi wait kar raha hoon. Ha ha!!! https://t.co/bgrzn77VVD

    — Shah Rukh Khan (@iamsrk) September 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • Arree Usmein spoiler nahi hai…. Desh ki bhalaai ke liye sab spoilers maaf. Everyone should exercise their right to vote intelligently and responsibly.
    Par Haan… Isko chhodh ke Baaki film Ki spoilers main Nahi bata raha hoon! Aur aap bhi matt bataana please! https://t.co/dnz0RRs9F3

    — Shah Rukh Khan (@iamsrk) September 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

Arree Usmein spoiler nahi hai…. Desh ki bhalaai ke liye sab spoilers maaf. Everyone should exercise their right to vote intelligently and responsibly.
Par Haan… Isko chhodh ke Baaki film Ki spoilers main Nahi bata raha hoon! Aur aap bhi matt bataana please! https://t.co/dnz0RRs9F3

— Shah Rukh Khan (@iamsrk) September 9, 2023

নেটপাড়ায় এক অনুরাগী জওয়ান দেখতে যাওয়ার বেশ কিছু ছবি শেয়ার করেছেন ৷ ক্যাপশনে লিখেছেন, "স্যার আমি কোনও স্পয়লার দিতে চাই না ৷ কিন্তু ছবির শেষে আপনার সংলাপ অসাধারণ ৷" সেই পোস্টের জবাব দেন শাহরুখ ৷ তিনি বলেন, "আরে ওতে কোনও স্পয়লার নেই ! দেশের ভালোর জন্য সব স্পয়লারদের ক্ষমা করা যায় ৷ প্রত্যেকের বুদ্ধিমত্তার সঙ্গে নিজের ভোটাধিকার প্রয়োগ করা উচিত ৷ এটা তাঁদের কর্তব্য ৷ কিন্তু হ্যাঁ...এটা ছেড়ে ছবির বাকি কিছু আমি বলব না ৷ আর আপনিও বলবেন না ৷"

  • Main bhi aap hoon… #Jawan is you. And you are a feeling, you are the heart of Hindustan.
    Be kind, be nice, stand for what’s right, keep love and respect in your heart for all things our country stands for and don’t forget to pray. Then you are fully…Ready!!! https://t.co/W6ZGxo5iQf

    — Shah Rukh Khan (@iamsrk) September 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 3 দিনেই 200 কোটির ক্লাবে কড়া নাড়ছেন 'জওয়ান' শাহরুখ

এরপর আর এক অনুরাগী ছবি দেখে প্রশ্ন করেন, "স্যার আপনি কালির সঙ্গে ডিল কেন করে নিচ্ছেন না ? আমি বিজয় সেতুপতির খুব বড় অনুরাগী ৷" জওয়ান উত্তর দেন, "আমিও বিজয় স্যারের বড় ভক্ত ৷ আমি কালির কালো টাকা নিয়ে নিয়েছি ৷ সেই টাকা আমি এখন সুইস ব্যাংকে রাখার পরিকল্পনা করছি ৷ এখন শুধু ভিসা পাওয়ার অপেক্ষা ৷"

হায়দরাবাদ, 10 সেপ্টেম্বর: নিজের রেকর্ড নিজেই ভাঙছেন শাহরুখ খান ৷ 'পাঠান' বক্সঅফিসে যে সুনামি এনেছিল, 'জওয়ান' সেই রেকর্ড প্রথমদিনেই ভেঙে দিয়েছে ৷ কারণ প্রথম দিনের বক্সঅফিস কালেকশনে 'পাঠান'কে ছাপিয়ে যায় 'জওয়ান' ৷ গ্লোবালি এই ছবি চারদিনে তিনশো কোটির ক্লাবে প্রবেশ করে গিয়েছে, যা ভারতীয় চলচ্চিত্রে ইতিহাস তৈরি করেছে ৷ সেই জয়যাত্রা যাতে অব্যাহত থাকে, তাই অনুরাগীদের ছবির স্পয়লার দিতেও নিষেধ করলেন কিং খান ৷

অ্যাটলি পরিচালিত শাহরুখ খান অভিনীত 'জওয়ান' মুক্তি পেয়েছে 7 সেপ্টেম্বর ৷ তারপর থেকে দেশে ও বিদেশের মাটিতে এই ছবি ম্যাজিক দেখিয়েছে ৷ সামাজিক মাধ্যম ছেয়ে গিয়েছে অনুরাগীদের 'জওয়ান' ক্রেজে ৷ বাদশাও সেই ছবি ও ভিডিয়োতে নিজের ভালোবাসা জানাচ্ছেন ৷ তবে সাবধানও করেছেন ফ্যানেদের ৷ কিসের সাবধান বাণী ? আসলে 'জওয়ান' মুক্তির পর থেকেই ছবির বেশ কিছু দৃশ্য ও সংলাপ ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায় ৷ ছবি ঘিরে নিজেদের অনুভূতি ও উত্তেজনা সামলাতে পারেননি অনেকেই ৷ আর সেখানেই ছবি ঘিরে স্পয়লার না দিতে অনুরোধ করেছেন কিং খান ৷

  • I am a big fan of Vijay sir too… par Kaali ka kaala dhan toh le liya ab dekho doosron ke bhi Swiss banks se lekar aata hoon… Buss visa ka hi wait kar raha hoon. Ha ha!!! https://t.co/bgrzn77VVD

    — Shah Rukh Khan (@iamsrk) September 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • Arree Usmein spoiler nahi hai…. Desh ki bhalaai ke liye sab spoilers maaf. Everyone should exercise their right to vote intelligently and responsibly.
    Par Haan… Isko chhodh ke Baaki film Ki spoilers main Nahi bata raha hoon! Aur aap bhi matt bataana please! https://t.co/dnz0RRs9F3

    — Shah Rukh Khan (@iamsrk) September 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নেটপাড়ায় এক অনুরাগী জওয়ান দেখতে যাওয়ার বেশ কিছু ছবি শেয়ার করেছেন ৷ ক্যাপশনে লিখেছেন, "স্যার আমি কোনও স্পয়লার দিতে চাই না ৷ কিন্তু ছবির শেষে আপনার সংলাপ অসাধারণ ৷" সেই পোস্টের জবাব দেন শাহরুখ ৷ তিনি বলেন, "আরে ওতে কোনও স্পয়লার নেই ! দেশের ভালোর জন্য সব স্পয়লারদের ক্ষমা করা যায় ৷ প্রত্যেকের বুদ্ধিমত্তার সঙ্গে নিজের ভোটাধিকার প্রয়োগ করা উচিত ৷ এটা তাঁদের কর্তব্য ৷ কিন্তু হ্যাঁ...এটা ছেড়ে ছবির বাকি কিছু আমি বলব না ৷ আর আপনিও বলবেন না ৷"

  • Main bhi aap hoon… #Jawan is you. And you are a feeling, you are the heart of Hindustan.
    Be kind, be nice, stand for what’s right, keep love and respect in your heart for all things our country stands for and don’t forget to pray. Then you are fully…Ready!!! https://t.co/W6ZGxo5iQf

    — Shah Rukh Khan (@iamsrk) September 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 3 দিনেই 200 কোটির ক্লাবে কড়া নাড়ছেন 'জওয়ান' শাহরুখ

এরপর আর এক অনুরাগী ছবি দেখে প্রশ্ন করেন, "স্যার আপনি কালির সঙ্গে ডিল কেন করে নিচ্ছেন না ? আমি বিজয় সেতুপতির খুব বড় অনুরাগী ৷" জওয়ান উত্তর দেন, "আমিও বিজয় স্যারের বড় ভক্ত ৷ আমি কালির কালো টাকা নিয়ে নিয়েছি ৷ সেই টাকা আমি এখন সুইস ব্যাংকে রাখার পরিকল্পনা করছি ৷ এখন শুধু ভিসা পাওয়ার অপেক্ষা ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.