ETV Bharat / entertainment

বেকহ্যামের ব্যবহারে মুগ্ধ শাহরুখ, দিলেন বিশেষ বার্তা

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2023, 8:28 AM IST

Updated : Nov 18, 2023, 12:26 PM IST

David Beckham Meets Shah Rukh Khan: গুজরাতে ইউনিসেফের কাজ সেরে বুধবার মুম্বইয়ে পা রাখেন বেকহ্যাম। এরপর ভারত-নিউজিল্যান্ড সেমির ম্য়াচ দেখেন কিংবদন্তি ফুটবলার ৷ তারপর সোনাম কাপুরের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করেন ৷ পরে যান বাদশার মন্নতে ৷

বেকহ্য়ামকে বিশেষ বার্তা বাদশা'র
David Beckham and Shah Rukh Khan

মুম্বই, 18 নভেম্বর: বেকহ্যাম ভারতে এসেছিলেন ইউনিসেফের প্রচারদূত হিসেবে। গুজরাতে ইউনিসেফের কাজ সেরে বুধবার মুম্বইয়ে পা রাখেন। ভারত সফরে এসে বেকহ্যাম শাহরুখ খানের বাড়িতে নিমন্ত্রণ পান ৷ অবশ্য, তার আগে মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলাতেও যান নিমন্ত্রণ রক্ষা করতে ৷ এপররই শুক্রবার রাতে বেকহ্যামকে সঙ্গে নিয়ে এক ছবি এক্সে পোস্ট করেন শাহরুখ ৷ তাতেই ফুটবল 'আইকন'কে বিশেষ বার্তা দেন 'পাঠান' ৷

ইউনিসেফের দূত ডেভিড বেকহ্যামকে উদ্দেশ্য করে বাদশা লেখেন, শেষ রাতে আইকনের সঙ্গে। সব সময় ওঁর এক জন বড় অনুরাগী ছিলাম। উনি যেভাবে বাচ্চাদের সঙ্গে মিশেছেন তা দেখে আমি বুঝতে পেরেছি যে, ওঁর ফুটবল-প্রতিভাকে একমাত্র ছাপিয়ে যেতে পারে দয়ালু এবং ভদ্র স্বভাব।" শাহরুখ তাঁর এই পোস্টে আরও লেখেন, "তোমার পরিবারের প্রতি আমার ভালোবাসা রইল। ভালো থেকো বন্ধু আর একটু ঘুমাও...।" পোস্ট করা ছবিতে কিং খানের পরনে ছিল একটি ব্ল্যাক টি-শার্ট এবং জিন্স। অন্যদিকে, ডেভিডের পরনে ছিল অলিভ টিশার্ট এবং ব্ল্যাক স্ট্রাইপ ব্লেজার ৷

  • Last nite with an icon…and an absolute gentleman. Have always been a big admirer but meeting him and seeing how he is with kids made me realise that the only thing that out does his football is his kindness and his gentle nature. My love to your family. Be well and happy my… pic.twitter.com/tj3zNIux2c

    — Shah Rukh Khan (@iamsrk) November 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

Last nite with an icon…and an absolute gentleman. Have always been a big admirer but meeting him and seeing how he is with kids made me realise that the only thing that out does his football is his kindness and his gentle nature. My love to your family. Be well and happy my… pic.twitter.com/tj3zNIux2c

— Shah Rukh Khan (@iamsrk) November 17, 2023

এই ছবি পোস্টের পর নেটাগরিকরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট সেকশন ৷ সেই সঙ্গে রিঅ্যাক্টও এসেছে প্রচুর। লাভ, কেয়ার, লাইকের বন্যা বয়েছে ৷ একজন লিখেছেন, "দুই কিংবদন্তি একসঙ্গে। পৃথিবীর অন্যতম দুই হ্যান্ডসম পুরুষ।" কেউ আবার লেখেন, "আমি তো দু'জনেরই বিগ ফ্যান। ভীষণ ভালো লাগল আপনাদের একসঙ্গে দেখে।"

2013 সালে নিজের 21 বছরের ফুটবল কেরিয়ারে ইতি টানেন বেকহ্যাম। পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলেন তিনি। খেলা ছেড়ে দিলেও ফুটবলের থেকে দূরে সরিয়ে রাখেননি নিজেকে। আর্জেন্তাইন তারকা লিওনেল মেসির বর্তমান ক্লাব ইন্টার মিয়ামির মালিক বেকহ্যাম নিজেই। এদিকে, শাহরুখ খানকে আগামীতে ডঙ্কি ছবিতে দেখা যাবে। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিটি আগামী 22 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। এখানে শাহরুখ খান ছাড়াও আছেন ভিকি কৌশল, তাপসী পান্নু, প্রমুখ।

আরও পড়ুন:

  1. 'বিরাট' নজির চাক্ষুষ করে কোহলি-বন্দনায় বেকস
  2. বিশ্বকাপ সেমিফাইনালের মঞ্চে ক্রীড়া জগতের দুই কিংবদন্তি সচিন ও বেকহ্যাম
  3. কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে চমক, প্রথমবার একসঙ্গে মঞ্চে শাহেনশা-বাদশা-ভাইজান

মুম্বই, 18 নভেম্বর: বেকহ্যাম ভারতে এসেছিলেন ইউনিসেফের প্রচারদূত হিসেবে। গুজরাতে ইউনিসেফের কাজ সেরে বুধবার মুম্বইয়ে পা রাখেন। ভারত সফরে এসে বেকহ্যাম শাহরুখ খানের বাড়িতে নিমন্ত্রণ পান ৷ অবশ্য, তার আগে মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলাতেও যান নিমন্ত্রণ রক্ষা করতে ৷ এপররই শুক্রবার রাতে বেকহ্যামকে সঙ্গে নিয়ে এক ছবি এক্সে পোস্ট করেন শাহরুখ ৷ তাতেই ফুটবল 'আইকন'কে বিশেষ বার্তা দেন 'পাঠান' ৷

ইউনিসেফের দূত ডেভিড বেকহ্যামকে উদ্দেশ্য করে বাদশা লেখেন, শেষ রাতে আইকনের সঙ্গে। সব সময় ওঁর এক জন বড় অনুরাগী ছিলাম। উনি যেভাবে বাচ্চাদের সঙ্গে মিশেছেন তা দেখে আমি বুঝতে পেরেছি যে, ওঁর ফুটবল-প্রতিভাকে একমাত্র ছাপিয়ে যেতে পারে দয়ালু এবং ভদ্র স্বভাব।" শাহরুখ তাঁর এই পোস্টে আরও লেখেন, "তোমার পরিবারের প্রতি আমার ভালোবাসা রইল। ভালো থেকো বন্ধু আর একটু ঘুমাও...।" পোস্ট করা ছবিতে কিং খানের পরনে ছিল একটি ব্ল্যাক টি-শার্ট এবং জিন্স। অন্যদিকে, ডেভিডের পরনে ছিল অলিভ টিশার্ট এবং ব্ল্যাক স্ট্রাইপ ব্লেজার ৷

  • Last nite with an icon…and an absolute gentleman. Have always been a big admirer but meeting him and seeing how he is with kids made me realise that the only thing that out does his football is his kindness and his gentle nature. My love to your family. Be well and happy my… pic.twitter.com/tj3zNIux2c

    — Shah Rukh Khan (@iamsrk) November 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই ছবি পোস্টের পর নেটাগরিকরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট সেকশন ৷ সেই সঙ্গে রিঅ্যাক্টও এসেছে প্রচুর। লাভ, কেয়ার, লাইকের বন্যা বয়েছে ৷ একজন লিখেছেন, "দুই কিংবদন্তি একসঙ্গে। পৃথিবীর অন্যতম দুই হ্যান্ডসম পুরুষ।" কেউ আবার লেখেন, "আমি তো দু'জনেরই বিগ ফ্যান। ভীষণ ভালো লাগল আপনাদের একসঙ্গে দেখে।"

2013 সালে নিজের 21 বছরের ফুটবল কেরিয়ারে ইতি টানেন বেকহ্যাম। পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলেন তিনি। খেলা ছেড়ে দিলেও ফুটবলের থেকে দূরে সরিয়ে রাখেননি নিজেকে। আর্জেন্তাইন তারকা লিওনেল মেসির বর্তমান ক্লাব ইন্টার মিয়ামির মালিক বেকহ্যাম নিজেই। এদিকে, শাহরুখ খানকে আগামীতে ডঙ্কি ছবিতে দেখা যাবে। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিটি আগামী 22 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। এখানে শাহরুখ খান ছাড়াও আছেন ভিকি কৌশল, তাপসী পান্নু, প্রমুখ।

আরও পড়ুন:

  1. 'বিরাট' নজির চাক্ষুষ করে কোহলি-বন্দনায় বেকস
  2. বিশ্বকাপ সেমিফাইনালের মঞ্চে ক্রীড়া জগতের দুই কিংবদন্তি সচিন ও বেকহ্যাম
  3. কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে চমক, প্রথমবার একসঙ্গে মঞ্চে শাহেনশা-বাদশা-ভাইজান
Last Updated : Nov 18, 2023, 12:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.