ETV Bharat / entertainment

শুরু 'ডাঙ্কি'র কাউন্টডাউন, নতুন পোস্টার শেয়ার করে দর্শকদের বার্তা কিং খানের - Taapsee Pannu

Dunki Countdown Poster: 21 ডিসেম্বর মুক্তির অপেক্ষায় রাজকুমার হিরানি ও শাহরুখ খান জুটির ডাঙ্কি ৷ তারই কাউন্টডাউন শুরু করলেন কিং খান ৷

Dunki Countdown Poster
'ডাঙ্কি'র কাউন্টডাউন পোস্টার
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2023, 3:25 PM IST

হায়দরাবাদ, 14 ডিসেম্বর: আর মাত্র 7 দিন বাকি ৷ বিটাউনে শুরু হয়ে গিয়েছে ডাঙ্কির কাউন্টডাউন ৷ সোশাল মিডিয়ায় নতুন কাউন্টডাউন পোস্টার শেয়ার করলেন শাহরুখ খান ৷ রাজকুমার হিরানি পরিচালিত 'ডাঙ্কি' মুক্তির আগেই দর্শক মহলে উত্তেজনার পারদ বাড়িয়েছে ৷

কিং খান সোশাল মিডিয়ায় ছন্দ মিলিয়ে হিন্দিতে কবিতা শেয়ার করেছেন ৷ লিখেছেন,"স্যুট-বুট পহেন কর হো জায়ো তৈয়ার...হামসে মিলনে কে লিয়ে ইউ ওন্ট হ্যাভ টু গো ফার/ লেকে আয়ো বিবি, গার্লফ্রেন্ড ইয়া জিসসে ভি করতে হো প্যায়ার / 7 দিন বাদ আয়েঙ্গে আপসে মিলনে হার্ডি, মনু অউর উসকে ইয়ার ৷" যার বাংলা করলে দাঁড়ায়, "স্যুট-বুট পরে তৈরি হয়ে যান... আমাদের সঙ্গে দেখা করার জন্য যেতে হবে না খুব দূরে, নিয়ে আসতে পারেন স্ত্রী-বান্ধবী বা যাকে ভালোবাসেন, সাতদিন পরে আপনাদের সঙ্গে আসবে দেখা করতে হার্ডি, মানু ও তাঁর বন্ধুরা ৷"

8 দিন বাকি থাকতেও বাদশা ছন্দ মিলিয়ে পোস্টার শেয়ার করেন সোশাল মিডিয়ায় ৷ মূলত, হিরানি ও শাহরুখ খানের রেড চিলিজের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি ৷ ছবিতে তাপসী পান্নু ছাড়াও ভিকি কৌশল,অনিল গ্রোভার, বিক্রম কোছার, বমন ইরানিকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে ৷ মুক্তির দিন যত ঘনিয়ে আসছে ততই রাজকুমার হিরানির ডাঙ্কি নিয়ে দর্শকদের মধ্যে কৌতুহল বাড়ছে ৷ টিজার ও ট্রেলারে মন জয় করার পর সামনে এসেছে ছবির একের পর এক গান ৷ লুটপুট গয়া, নিকলে থে কভি গানের পর, ও মাহি গান কেড়ে নেয় অনুরাগীদের ৷

অরিজিৎ সিংয়ের কণ্ঠে রোম্যান্টিসিজম তুলে ধরেন কিং খান ৷ বড়দিনে উৎসবের মেজাজ বাড়াতে একদিকে যেমন থাকছে 'ডাঙ্কি' অন্যদিকে রয়েছে প্রভাসের 'সালার'ও ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অ্যাডভান্স বুকিং ৷ বছর শেষে বাজিমাত কে করে তা সময়ই বলবে ৷ তবে 2023 শাহরুখ খানের হিটের হ্যাটট্রিক হবে কি না, সেই দিকেও থাকছে নজর ৷ পাঠান ও জওয়ান-এর পর ডাঙ্কি কি ব্লকব্লাস্টারের তকমা জিইয়ে রাখতে পারবে ? অপেক্ষার অবসান হবে আর মাত্র সাত দিনে ৷

আরও পড়ুন

1. 99-তে শো-ম্যান, রাজ কাপুরের জন্মদিনে ফিরে দেখা ভারতীয় সিনেমার সোনালি অতীত

2. 22 বছর পেরিয়ে দু-দশকের পথে! শাসন-পরম্পরা-ভালোবাসায় আজও দর্শকদের আবেগে ভাসায় 'কভি খুশি কভি গম'

3. 'আমার বিপ্লবী চিন্তাধারা অনেকটা সংঘের আদর্শের মতোই', দাবি কঙ্গনার

হায়দরাবাদ, 14 ডিসেম্বর: আর মাত্র 7 দিন বাকি ৷ বিটাউনে শুরু হয়ে গিয়েছে ডাঙ্কির কাউন্টডাউন ৷ সোশাল মিডিয়ায় নতুন কাউন্টডাউন পোস্টার শেয়ার করলেন শাহরুখ খান ৷ রাজকুমার হিরানি পরিচালিত 'ডাঙ্কি' মুক্তির আগেই দর্শক মহলে উত্তেজনার পারদ বাড়িয়েছে ৷

কিং খান সোশাল মিডিয়ায় ছন্দ মিলিয়ে হিন্দিতে কবিতা শেয়ার করেছেন ৷ লিখেছেন,"স্যুট-বুট পহেন কর হো জায়ো তৈয়ার...হামসে মিলনে কে লিয়ে ইউ ওন্ট হ্যাভ টু গো ফার/ লেকে আয়ো বিবি, গার্লফ্রেন্ড ইয়া জিসসে ভি করতে হো প্যায়ার / 7 দিন বাদ আয়েঙ্গে আপসে মিলনে হার্ডি, মনু অউর উসকে ইয়ার ৷" যার বাংলা করলে দাঁড়ায়, "স্যুট-বুট পরে তৈরি হয়ে যান... আমাদের সঙ্গে দেখা করার জন্য যেতে হবে না খুব দূরে, নিয়ে আসতে পারেন স্ত্রী-বান্ধবী বা যাকে ভালোবাসেন, সাতদিন পরে আপনাদের সঙ্গে আসবে দেখা করতে হার্ডি, মানু ও তাঁর বন্ধুরা ৷"

8 দিন বাকি থাকতেও বাদশা ছন্দ মিলিয়ে পোস্টার শেয়ার করেন সোশাল মিডিয়ায় ৷ মূলত, হিরানি ও শাহরুখ খানের রেড চিলিজের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি ৷ ছবিতে তাপসী পান্নু ছাড়াও ভিকি কৌশল,অনিল গ্রোভার, বিক্রম কোছার, বমন ইরানিকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে ৷ মুক্তির দিন যত ঘনিয়ে আসছে ততই রাজকুমার হিরানির ডাঙ্কি নিয়ে দর্শকদের মধ্যে কৌতুহল বাড়ছে ৷ টিজার ও ট্রেলারে মন জয় করার পর সামনে এসেছে ছবির একের পর এক গান ৷ লুটপুট গয়া, নিকলে থে কভি গানের পর, ও মাহি গান কেড়ে নেয় অনুরাগীদের ৷

অরিজিৎ সিংয়ের কণ্ঠে রোম্যান্টিসিজম তুলে ধরেন কিং খান ৷ বড়দিনে উৎসবের মেজাজ বাড়াতে একদিকে যেমন থাকছে 'ডাঙ্কি' অন্যদিকে রয়েছে প্রভাসের 'সালার'ও ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অ্যাডভান্স বুকিং ৷ বছর শেষে বাজিমাত কে করে তা সময়ই বলবে ৷ তবে 2023 শাহরুখ খানের হিটের হ্যাটট্রিক হবে কি না, সেই দিকেও থাকছে নজর ৷ পাঠান ও জওয়ান-এর পর ডাঙ্কি কি ব্লকব্লাস্টারের তকমা জিইয়ে রাখতে পারবে ? অপেক্ষার অবসান হবে আর মাত্র সাত দিনে ৷

আরও পড়ুন

1. 99-তে শো-ম্যান, রাজ কাপুরের জন্মদিনে ফিরে দেখা ভারতীয় সিনেমার সোনালি অতীত

2. 22 বছর পেরিয়ে দু-দশকের পথে! শাসন-পরম্পরা-ভালোবাসায় আজও দর্শকদের আবেগে ভাসায় 'কভি খুশি কভি গম'

3. 'আমার বিপ্লবী চিন্তাধারা অনেকটা সংঘের আদর্শের মতোই', দাবি কঙ্গনার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.