ETV Bharat / entertainment

SRK Treats Fans with Selfie: ভক্তদের অনুরোধ রেখে সেলফি পোস্ট শাহরুখের - জওয়ানের মুক্তি

শাহরুখ খান তাঁর ভক্তদের চমকে অবাক করে গিয়ে ইনস্টাগ্রামে একটি সাদ-কালো সেলফি পোস্ট করেছেন ৷ তাঁর আপকামিং ফিল্ম জওয়ানের মুক্তি পিছিয়ে যাওয়ার পরই এই পোস্ট করলেন কিং খান ৷

SRK Treats Fans with Selfie ETV bharat
শাহরুখ খান
author img

By

Published : May 7, 2023, 12:25 PM IST

মুম্বই, 7 মে: কীভাবে তাঁর ছবির প্রচার করতে হয় এবং তাঁর আপকামিং ফিল্ম নিয়ে ভক্তদের কীভাবে জাগিয়ে তুলতে হয়, তা খুব ভালো করে জানেন বলিউডের সুপারস্টার শাহরুখ খান ৷ তাঁর বহুল প্রতীক্ষিত ফিল্ম জওয়ানের নতুন মুক্তির তারিখের ঘোষণা হওয়ার পর, অভিনেতা ইনস্টাগ্রামে নিজের একটি সেলফি পোস্ট করেছেন । কালো-সাদা ফ্রেমে সেই ছবিতে বলিউডের বাদশাকে রুক্ষ অবতারে দেখা গিয়েছে ৷

সেই ছবি পোস্ট করে ক্যাপশনে শাহরুখ লিখেছেন, "ঠিক আছে সবাইকে ধন্যবাদ । কেউ কেউ বলেছেন, জওয়ানের পোস্টারে আমার মুখ দেখা যাচ্ছে না...তাই আমার মুখ এখানে তুলে ধরছি...পরিচালক ও প্রযোজককে বলব না । আপনাদের সবাইকে ভালোবাসি এবং আশা করি 7 সেপ্টেম্বর 2023-এ থিয়েটারে আপনাদের সঙ্গে দেখা হবে । ভালোবাসি এবং বিদায় ৷" শাহরুখের এই পোস্টকে স্বাগত জানিয়েছেন সেলিব্রিটি থেকে শুরু করে তাঁর অনুরাগীরা ৷ সানয়া মালহোত্রা প্রতিক্রিয়া জানিয়ে ফায়ার ইমোজি পোস্ট করেছেন ৷ ফতিমা সানা শেখ এসআরকে-এর পোস্টে লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন ৷

একজন ভক্ত লিখেছেন, "আপনিই সেরা !" আরেক ভক্ত আবার লিখেছেন, "সর্বদা জওয়ান শা !" আগে বলা হয়েছিল, অ্যাটলি দ্বারা পরিচালিত এই ছবি চলতি বছরের 2 জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৷ কিন্তু নির্মাতারা এখন আনুষ্ঠানিক মুক্তির তারিখ পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে । ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার প্রকৃত কারণ এখনও জানা যায়নি ।

ফিল্মটিকে হাই-অকটেন অ্যাকশন সিকোয়েন্স-সহ একটি ইভেন্ট ফিল্ম হিসাবে তুলে ধরা হয়েছে । শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এটির প্রযোজনা করেছে । শাহরুখ তাঁর ফিল্মের টিজার প্রকাশ করেছিলেন গত বছর জুন মাসে ৷ সেখানে পর্বতের চূড়ায় আলোর ঝলক দেখা গিয়েছিল ।

ব্যাকগ্রাউন্ডে ফিল্মের থিম মিউজিক বাজছিল আর অন্ধকারে ভেসে ওঠে শাহরুখের মুখ, যার বেশিরভাগটাই ব্যান্ডেজে জড়ানো ৷ ছবিটিতে দক্ষিণী অভিনেতা নয়নতারা এবং বিজয় সেতুপতিও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন । শনিবার জওয়ানের মুক্তির তারিখ ঘোষণা করার পরে অভিনেতা টুইটারে একটি এসআরকে সেশনও হোস্ট করেন ।

জওয়ানের পোস্টারে আব্রামের প্রতিক্রিয়া থেকে শুরু করে এই ফিল্ম নিয়ে ভক্তদের নানা প্রশ্নের উত্তব দেন শাহরুখ খান ৷ এছাড়াও পরিচালক রাজকুমার হিরানির আসন্ন ছবি ডাংকিতে অভিনেত্রী তাপসী পান্নুর বিপরীতে দেখা যাবে কিং খানকে ।

আরও পড়ুন: বাবা-ছেলের দ্বৈত চরিত্রে শাহরুখ, 'জওয়ান' নিয়ে টুইস্ট পরিচালকের

মুম্বই, 7 মে: কীভাবে তাঁর ছবির প্রচার করতে হয় এবং তাঁর আপকামিং ফিল্ম নিয়ে ভক্তদের কীভাবে জাগিয়ে তুলতে হয়, তা খুব ভালো করে জানেন বলিউডের সুপারস্টার শাহরুখ খান ৷ তাঁর বহুল প্রতীক্ষিত ফিল্ম জওয়ানের নতুন মুক্তির তারিখের ঘোষণা হওয়ার পর, অভিনেতা ইনস্টাগ্রামে নিজের একটি সেলফি পোস্ট করেছেন । কালো-সাদা ফ্রেমে সেই ছবিতে বলিউডের বাদশাকে রুক্ষ অবতারে দেখা গিয়েছে ৷

সেই ছবি পোস্ট করে ক্যাপশনে শাহরুখ লিখেছেন, "ঠিক আছে সবাইকে ধন্যবাদ । কেউ কেউ বলেছেন, জওয়ানের পোস্টারে আমার মুখ দেখা যাচ্ছে না...তাই আমার মুখ এখানে তুলে ধরছি...পরিচালক ও প্রযোজককে বলব না । আপনাদের সবাইকে ভালোবাসি এবং আশা করি 7 সেপ্টেম্বর 2023-এ থিয়েটারে আপনাদের সঙ্গে দেখা হবে । ভালোবাসি এবং বিদায় ৷" শাহরুখের এই পোস্টকে স্বাগত জানিয়েছেন সেলিব্রিটি থেকে শুরু করে তাঁর অনুরাগীরা ৷ সানয়া মালহোত্রা প্রতিক্রিয়া জানিয়ে ফায়ার ইমোজি পোস্ট করেছেন ৷ ফতিমা সানা শেখ এসআরকে-এর পোস্টে লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন ৷

একজন ভক্ত লিখেছেন, "আপনিই সেরা !" আরেক ভক্ত আবার লিখেছেন, "সর্বদা জওয়ান শা !" আগে বলা হয়েছিল, অ্যাটলি দ্বারা পরিচালিত এই ছবি চলতি বছরের 2 জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৷ কিন্তু নির্মাতারা এখন আনুষ্ঠানিক মুক্তির তারিখ পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে । ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার প্রকৃত কারণ এখনও জানা যায়নি ।

ফিল্মটিকে হাই-অকটেন অ্যাকশন সিকোয়েন্স-সহ একটি ইভেন্ট ফিল্ম হিসাবে তুলে ধরা হয়েছে । শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এটির প্রযোজনা করেছে । শাহরুখ তাঁর ফিল্মের টিজার প্রকাশ করেছিলেন গত বছর জুন মাসে ৷ সেখানে পর্বতের চূড়ায় আলোর ঝলক দেখা গিয়েছিল ।

ব্যাকগ্রাউন্ডে ফিল্মের থিম মিউজিক বাজছিল আর অন্ধকারে ভেসে ওঠে শাহরুখের মুখ, যার বেশিরভাগটাই ব্যান্ডেজে জড়ানো ৷ ছবিটিতে দক্ষিণী অভিনেতা নয়নতারা এবং বিজয় সেতুপতিও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন । শনিবার জওয়ানের মুক্তির তারিখ ঘোষণা করার পরে অভিনেতা টুইটারে একটি এসআরকে সেশনও হোস্ট করেন ।

জওয়ানের পোস্টারে আব্রামের প্রতিক্রিয়া থেকে শুরু করে এই ফিল্ম নিয়ে ভক্তদের নানা প্রশ্নের উত্তব দেন শাহরুখ খান ৷ এছাড়াও পরিচালক রাজকুমার হিরানির আসন্ন ছবি ডাংকিতে অভিনেত্রী তাপসী পান্নুর বিপরীতে দেখা যাবে কিং খানকে ।

আরও পড়ুন: বাবা-ছেলের দ্বৈত চরিত্রে শাহরুখ, 'জওয়ান' নিয়ে টুইস্ট পরিচালকের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.