ETV Bharat / entertainment

SRK Loses Cool: সেলফির আবদার করতে আসা ফ্যানকে ঠেলে সরালেন কিং খান, ভিডিয়ো ভাইরাল - ফ্যানকে ঠেলে সরালেন কিং খান

সেলফি তুলতে চেষ্টা করা এক ফ্য়ানকে হাত দিয়ে ঠেলে সরিয়ে দিলেন কিং খান ৷ তাঁর আচরণ ভাইরাল সোশালে ৷

SRK Loses Cool
ফ্য়ানের প্রতি রূঢ় আচরণ শাহরুখের
author img

By

Published : May 3, 2023, 5:02 PM IST

হায়দরাবাদ, 3 মে: সাধারণভাবে যাঁদের অতি নম্র এবং বিনয়ী বলে ধরে নেওয়া হয় সেইসব তারকাদের আচরণ নিয়েও প্রশ্ন উঠে যায় কখনও সখনও ৷ সাধারণত যে সমস্ত তারকারা ফ্যানেদের প্রতি তাঁদের আচরণ নিয়ে ভীষণ সচেতন, তাঁদেরই একজন শাহরুখ খান ৷ বলিউডের বেতাজ বাদশা ফ্যানেদের সঙ্গে নম্র আচরণের জন্য বিশেষ পরিচিত ৷ কয়েকদিন আগেই মিশরীয় এক অনুরাগীর জন্য় চিঠি পাঠাতেও দেখা গিয়েছিল তাঁকে ৷ তবে এবার সামনে এল একেবারে উলটো চিত্র ৷ বুধবার মুম্বই বিমানবন্দরে তাঁর সঙ্গে সেলফি তুলতে চেষ্টা করা এক ফ্য়ানকে হাত দিয়ে ঠেলে সরিয়ে দিলেন তিনি ৷ যা শাহরুখের স্বভাবের পরিপন্থী ৷

আসলে বিমানবন্দর থেকে হেঁটে বাইরে বের হচ্ছিলেন শাহরুখ ৷ স্বাভাবিকভাবেই শাহরুখ অনুরাগীদের ভিড় জমেছিল বিমানবন্দর চত্বরে ৷ একবার তাঁকে দেখার আগ্রহ আর কার না থাকে ৷ আর সেইসময় কিং খানের সঙ্গে সেলফি তোলার উত্তেজনা সামলাতে না-পেরে তাঁর দিকে এগিয়ে যান এক অনুরাগী ৷ সাধারণত এই সব ক্ষেত্রে মাথা ঠাণ্ডা রেখেই পরিস্থিতি সামাল দিতে জানেন শাহরুখ ৷ কিন্তু তাঁকেও এদিন দেখা গেল মেজাজ হারাতে ৷ তাঁর সঙ্গে সেলফি তুলতে আসা এই ব্যক্তিকে একপ্রকার হাত দিয়ে ঠেলেই দূরে সরিয়ে দেন তিনি ৷

পাপারাৎজিদের অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি সোশালে আপলোড হওয়ার পরপরই নেটিজেনরা শাহরুখের এই আচরণের সমালোচনা শুরু করেন ৷ কেউ বলেন, "একবারে অযৌক্তিক আচরণ" কেউ আবার লেখেন, "জানি না কেন মানুষ এই ধরনের দাম্ভিক অভিনেতার পিছনে ছুটে মরে ৷" শাহরুখকে ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে কালো লেদার জ্যাকেট আর কালো ট্রাউজারে ৷

সম্প্রতি বক্স অফিসে মারাত্মক সাফল্য পেয়েছে কিং খানের শেষ ছবি 'পাঠান' ৷ এই ছবির হাত ধরে ফের একবার মসনদে কামব্যাক করেছেন বাদশা ৷ শীঘ্রই ফের পর্দায় তিনি ফিরতে চলেছেন 'জওয়ান' ছবির হাত ধরে ৷ আর এছাড়াও তাঁর হাতে রয়েছে রাজকুমার হিরানির ছবি 'ডাঙ্কি'ও ৷ এই ছবির শ্যুটিংয়ের জন্য় সম্প্রতি কাশ্মীরেও দেখা গিয়েছিল তাঁকে ৷

আরও পড়ুন: মেট গালায় ঝড় তুলে দেশে ফিরলেন আলিয়া ভাট

হায়দরাবাদ, 3 মে: সাধারণভাবে যাঁদের অতি নম্র এবং বিনয়ী বলে ধরে নেওয়া হয় সেইসব তারকাদের আচরণ নিয়েও প্রশ্ন উঠে যায় কখনও সখনও ৷ সাধারণত যে সমস্ত তারকারা ফ্যানেদের প্রতি তাঁদের আচরণ নিয়ে ভীষণ সচেতন, তাঁদেরই একজন শাহরুখ খান ৷ বলিউডের বেতাজ বাদশা ফ্যানেদের সঙ্গে নম্র আচরণের জন্য বিশেষ পরিচিত ৷ কয়েকদিন আগেই মিশরীয় এক অনুরাগীর জন্য় চিঠি পাঠাতেও দেখা গিয়েছিল তাঁকে ৷ তবে এবার সামনে এল একেবারে উলটো চিত্র ৷ বুধবার মুম্বই বিমানবন্দরে তাঁর সঙ্গে সেলফি তুলতে চেষ্টা করা এক ফ্য়ানকে হাত দিয়ে ঠেলে সরিয়ে দিলেন তিনি ৷ যা শাহরুখের স্বভাবের পরিপন্থী ৷

আসলে বিমানবন্দর থেকে হেঁটে বাইরে বের হচ্ছিলেন শাহরুখ ৷ স্বাভাবিকভাবেই শাহরুখ অনুরাগীদের ভিড় জমেছিল বিমানবন্দর চত্বরে ৷ একবার তাঁকে দেখার আগ্রহ আর কার না থাকে ৷ আর সেইসময় কিং খানের সঙ্গে সেলফি তোলার উত্তেজনা সামলাতে না-পেরে তাঁর দিকে এগিয়ে যান এক অনুরাগী ৷ সাধারণত এই সব ক্ষেত্রে মাথা ঠাণ্ডা রেখেই পরিস্থিতি সামাল দিতে জানেন শাহরুখ ৷ কিন্তু তাঁকেও এদিন দেখা গেল মেজাজ হারাতে ৷ তাঁর সঙ্গে সেলফি তুলতে আসা এই ব্যক্তিকে একপ্রকার হাত দিয়ে ঠেলেই দূরে সরিয়ে দেন তিনি ৷

পাপারাৎজিদের অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি সোশালে আপলোড হওয়ার পরপরই নেটিজেনরা শাহরুখের এই আচরণের সমালোচনা শুরু করেন ৷ কেউ বলেন, "একবারে অযৌক্তিক আচরণ" কেউ আবার লেখেন, "জানি না কেন মানুষ এই ধরনের দাম্ভিক অভিনেতার পিছনে ছুটে মরে ৷" শাহরুখকে ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে কালো লেদার জ্যাকেট আর কালো ট্রাউজারে ৷

সম্প্রতি বক্স অফিসে মারাত্মক সাফল্য পেয়েছে কিং খানের শেষ ছবি 'পাঠান' ৷ এই ছবির হাত ধরে ফের একবার মসনদে কামব্যাক করেছেন বাদশা ৷ শীঘ্রই ফের পর্দায় তিনি ফিরতে চলেছেন 'জওয়ান' ছবির হাত ধরে ৷ আর এছাড়াও তাঁর হাতে রয়েছে রাজকুমার হিরানির ছবি 'ডাঙ্কি'ও ৷ এই ছবির শ্যুটিংয়ের জন্য় সম্প্রতি কাশ্মীরেও দেখা গিয়েছিল তাঁকে ৷

আরও পড়ুন: মেট গালায় ঝড় তুলে দেশে ফিরলেন আলিয়া ভাট

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.