ETV Bharat / entertainment

SRK Jawan Trailer: 'ম্যায় যব ভিলেন বানতা হুঁ না', খলনায়ক শাহরুখে পাগল অনুরাগীরা, মুক্তি পেল ট্রেলার - জওয়ান

মুক্তি পেল শাহরুখ খানের আসন্ন ছবি 'জওয়ান'-এর ট্রেলার ৷ প্রিভিউয়ের মতো উত্তেজনা কয়েক গুণ বাড়িয়ে দিলেন কিং খান ৷

Shah Rukh Khan Jawan Trailer Is Out Now
Shah Rukh Khan Jawan Trailer Is Out Now
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2023, 12:40 PM IST

হায়দরাবাদ, 31 অগস্ট: শাহরুখ খানের আসন্ন ছবি 'জওয়ান' নিয়ে এখন তুঙ্গে উত্তেজনা ৷ প্রিভিউ মুক্তির সঙ্গে সঙ্গেই অনুরাগীরা নেচে উঠেছিলেন খুশিতে ৷ ঠিক যেমন প্রিভিউয়ের শেষে শাহরুখ নিজেই কোমর দুলিয়েছিলেন 'বেকারার করকে হামে' গানে ৷ আর এবার বুধবার মুক্তি পেল ছবির ট্রেলার ৷ অ্যাটলি পরিচালিত এই ছবির ট্রেলার কবে আসবে তা নিয়ে আলোচনা কম হয়নি নেটপাড়ায় ৷ অবশেষে ছবির মুক্তির ঠিক সাত দিন আগে ট্রেলার নিয়ে হাজির হলেন কিং খান ৷

ছবি সম্পর্কে সব তথ্যই কম বেশি এখন জেনে গিয়েছেন সকলে ৷ শাহরুখের দ্বৈত চরিত্র আর খলনায়ক হিসাবে বিজয়ের আবির্ভাব এমনকী ছবিতে কারা কারা ক্যামিয়ো চরিত্রে অভিনয় করবেন সবই মুখস্ত এসআরকে অনুরাগীদের ৷ তাই নতুন কী চমক নিয়ে হাজির হবেন বলিউডের বেতাজ বাদশাহ সেটাই ছিল দেখার ৷ এবার ঠিক তাই করলেন কিং খান ৷ ফ্যানেদের আগ্রহ আরও খানিকটা চড়ে গেল তাঁকে ফের স্ক্রিনে দেখে ৷ কারণ এবারও ট্রেলারের শেষে শোনা গেল একটি গান ৷ আর তা হল 'রামাইয়া বস্তাবাইয়া' ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

শাহরুখকে এখানে দেখা যাবে বেশ কয়েকটি লুকে ৷ মুম্বইয়ে একটি হাইজ্য়াকের নেপথ্যেও দেখা যাবে অভিনেতাকে ৷ সে হাইজ্যাকার কিন্তু আবার তাঁকে নাকি সকলে নায়ক হিসাবে দেখে ৷ কেন? সে রহস্য অবশ্য ট্রেলারে ফাঁস করেননি নির্মাতারা ৷ তবে তাকে এক পর্যায়ে জিজ্ঞাসা করা হয়, 'ঠিক কি মুক্তিপণ চাই তার?' আর তাতে ভিলেন রূপী শাহরুখ যে জবাব দেন তা বেশ শোরগোল ফেলেছে নেটপাড়ায় ৷ কারণ এই ভিলেন অকপটে বলে, "চাহিয়ে তো আলিয়া ভাট (চাই তো আলিয়া ভাটকে) ৷" অন্যদিকে বিজয়কে ছবিতে দেখা যাবে অস্ত্রের কারবারি কালির চরিত্রে ৷ কালি এখানে কীভাবে বিছিয়ে দেয় তার অপরাধের জাল সেটাই দেখার ৷

আরও পড়ুন: 'দেশের কাছে শাহরুখ ভালোবাসার প্রতীক', জওয়ানের সাফল্য কামনা কমলের

'পাঠান' সারা দেশ জুড়ে দুরন্ত ব্যবসা করলেও দক্ষিণি বাজারে তেমন সফল নয় ৷ আর সেই কারণেই এই ছবিতে সম্পূর্ণ দক্ষিণি মশলা দিয়ে ভরিয়ে দিয়েছেন এসআরকে ৷ টান টান উত্তেজনা, অ্যাকশন, রোম্যান্স সবই থাকছে ছবিতে ৷ এখন 7 সেপ্টেম্বর কতখানি মন জয় করে এই ছবি সেটাই দেখার ৷

হায়দরাবাদ, 31 অগস্ট: শাহরুখ খানের আসন্ন ছবি 'জওয়ান' নিয়ে এখন তুঙ্গে উত্তেজনা ৷ প্রিভিউ মুক্তির সঙ্গে সঙ্গেই অনুরাগীরা নেচে উঠেছিলেন খুশিতে ৷ ঠিক যেমন প্রিভিউয়ের শেষে শাহরুখ নিজেই কোমর দুলিয়েছিলেন 'বেকারার করকে হামে' গানে ৷ আর এবার বুধবার মুক্তি পেল ছবির ট্রেলার ৷ অ্যাটলি পরিচালিত এই ছবির ট্রেলার কবে আসবে তা নিয়ে আলোচনা কম হয়নি নেটপাড়ায় ৷ অবশেষে ছবির মুক্তির ঠিক সাত দিন আগে ট্রেলার নিয়ে হাজির হলেন কিং খান ৷

ছবি সম্পর্কে সব তথ্যই কম বেশি এখন জেনে গিয়েছেন সকলে ৷ শাহরুখের দ্বৈত চরিত্র আর খলনায়ক হিসাবে বিজয়ের আবির্ভাব এমনকী ছবিতে কারা কারা ক্যামিয়ো চরিত্রে অভিনয় করবেন সবই মুখস্ত এসআরকে অনুরাগীদের ৷ তাই নতুন কী চমক নিয়ে হাজির হবেন বলিউডের বেতাজ বাদশাহ সেটাই ছিল দেখার ৷ এবার ঠিক তাই করলেন কিং খান ৷ ফ্যানেদের আগ্রহ আরও খানিকটা চড়ে গেল তাঁকে ফের স্ক্রিনে দেখে ৷ কারণ এবারও ট্রেলারের শেষে শোনা গেল একটি গান ৷ আর তা হল 'রামাইয়া বস্তাবাইয়া' ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

শাহরুখকে এখানে দেখা যাবে বেশ কয়েকটি লুকে ৷ মুম্বইয়ে একটি হাইজ্য়াকের নেপথ্যেও দেখা যাবে অভিনেতাকে ৷ সে হাইজ্যাকার কিন্তু আবার তাঁকে নাকি সকলে নায়ক হিসাবে দেখে ৷ কেন? সে রহস্য অবশ্য ট্রেলারে ফাঁস করেননি নির্মাতারা ৷ তবে তাকে এক পর্যায়ে জিজ্ঞাসা করা হয়, 'ঠিক কি মুক্তিপণ চাই তার?' আর তাতে ভিলেন রূপী শাহরুখ যে জবাব দেন তা বেশ শোরগোল ফেলেছে নেটপাড়ায় ৷ কারণ এই ভিলেন অকপটে বলে, "চাহিয়ে তো আলিয়া ভাট (চাই তো আলিয়া ভাটকে) ৷" অন্যদিকে বিজয়কে ছবিতে দেখা যাবে অস্ত্রের কারবারি কালির চরিত্রে ৷ কালি এখানে কীভাবে বিছিয়ে দেয় তার অপরাধের জাল সেটাই দেখার ৷

আরও পড়ুন: 'দেশের কাছে শাহরুখ ভালোবাসার প্রতীক', জওয়ানের সাফল্য কামনা কমলের

'পাঠান' সারা দেশ জুড়ে দুরন্ত ব্যবসা করলেও দক্ষিণি বাজারে তেমন সফল নয় ৷ আর সেই কারণেই এই ছবিতে সম্পূর্ণ দক্ষিণি মশলা দিয়ে ভরিয়ে দিয়েছেন এসআরকে ৷ টান টান উত্তেজনা, অ্যাকশন, রোম্যান্স সবই থাকছে ছবিতে ৷ এখন 7 সেপ্টেম্বর কতখানি মন জয় করে এই ছবি সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.