ETV Bharat / entertainment

SRK Security: মৃত্যু-হুমকি পাওয়ার পরেই ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেলেন কিং খান

ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেলেন কিং খান ৷ বারবার মৃত্যুর হুমকি পাওয়ার পরেই বাদশার নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মহারাষ্ট্র পুলিশ ৷

SRK Security
ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেলেন কিং খান
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 10:06 AM IST

Updated : Oct 9, 2023, 10:28 AM IST

হায়দরাবাদ, 9 অক্টোবর: মৃত্যুর হুমকি পাওয়ার পর বাড়ানো হল বলিউডের বাদশা শাহরুখ খানের নিরাপত্তা ৷ ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেলেন কিং খান ৷ অভিনেতার তরফে মহারাষ্ট্র সরকারের কাছে একটি লিখিত অভিযোগ জানানো হয়েছিল যে 'পাঠান' ও 'জওয়ান'-এর পর ফোনে তাঁর কাছে বারবার মুত্যুর হুমকি আসছে ৷ তারপর বাদশার নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মহারাষ্ট্র পুলিশ ৷

  • The Maharashtra government increases the security of Actor Shah Rukh Khan to Y+ after he allegedly received death threats. Shahrukh Khan had given a written complaint to the state government that he had been receiving death threat calls after the films 'Pathan' and 'Jawan'.:…

    — ANI (@ANI) October 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সূত্রের খবর, মহারাষ্ট্র স্টেট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের তরফে 5 অক্টোবর পুলিশ কমিশনার, জেলা পুলিশ এবং স্পেশাল প্রোটেকশন ইউনিটকে পুরো বিষয়টি জানানো হয় ৷ এরপর দীর্ঘ আলোচনা ও বৈঠকের পর পাঠান স্টারকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ জানা গিয়েছে, ওয়াই প্লাস ক্যাটাগরিতে থাকবেন 11 জন নিরাপত্তারক্ষী ৷ তার মধ্যে থাকবেন, ছ'জন কম্যান্ডার, চারজন পুলিশ অফিসার ও একটি ট্রাফিক ক্লিয়ারেন্স ভেহিক্যাল অর্থাৎ এই গাড়িটি রাস্তায় জ্যামের হাত থেকে বাঁচাবে কিং খানকে ৷ তাঁর বাড়ি মান্নতের ও সামনে পুলিশি নিরাপত্তা বাড়ানো হবে।

জানা গিয়েছে, জওয়ান মুক্তির পর থেকে অভিনেতাকে মৃত্যুর হুমকি দিয়ে একাধিক ফোন আসছে ৷ নিরাপত্তারক্ষীদের বেতন সাপেক্ষে রাখা হয়েছে বলে জানা গিয়েছে, যার প্রতি মাসে ব্যয়ভার বহন করবেন কিং খান ৷ তবে এটাই প্রথমবার নয়, এর আগেও হুমকি পেয়েছেন শাহরুখ ৷ পাঠান ছবির বেশরম গানের জন্য অযোধ্যার এক ব্যক্তি হুমকি দিয়েছিলেন ৷ 2010 সালেও 'মাই নেম ইজ খান' মুক্তির পরও হুমকি বার্তা পেয়েছিলেন বাদশা ৷ তখনও তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছিল ৷

আরও পড়ুন: চোখে-মুখে যুদ্ধের আতঙ্ক, ইজরায়েল থেকে মুম্বই ফিরলেন নুসরত

উল্লেখ্য, 2022 সালের নভেম্বরে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার হত্যার পরে ভাইজান সলমন খানের নিরাপত্তা এক্স (X) থেকে ওয়াই (Y+) করা হয়েছিল ৷ এমনকী, শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের সঙ্গে বিবাদের পরে সিআরপিএফের তরফে কঙ্গনা রানাওয়াতকে ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়া হয়েছিল ৷

হায়দরাবাদ, 9 অক্টোবর: মৃত্যুর হুমকি পাওয়ার পর বাড়ানো হল বলিউডের বাদশা শাহরুখ খানের নিরাপত্তা ৷ ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেলেন কিং খান ৷ অভিনেতার তরফে মহারাষ্ট্র সরকারের কাছে একটি লিখিত অভিযোগ জানানো হয়েছিল যে 'পাঠান' ও 'জওয়ান'-এর পর ফোনে তাঁর কাছে বারবার মুত্যুর হুমকি আসছে ৷ তারপর বাদশার নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মহারাষ্ট্র পুলিশ ৷

  • The Maharashtra government increases the security of Actor Shah Rukh Khan to Y+ after he allegedly received death threats. Shahrukh Khan had given a written complaint to the state government that he had been receiving death threat calls after the films 'Pathan' and 'Jawan'.:…

    — ANI (@ANI) October 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সূত্রের খবর, মহারাষ্ট্র স্টেট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের তরফে 5 অক্টোবর পুলিশ কমিশনার, জেলা পুলিশ এবং স্পেশাল প্রোটেকশন ইউনিটকে পুরো বিষয়টি জানানো হয় ৷ এরপর দীর্ঘ আলোচনা ও বৈঠকের পর পাঠান স্টারকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ জানা গিয়েছে, ওয়াই প্লাস ক্যাটাগরিতে থাকবেন 11 জন নিরাপত্তারক্ষী ৷ তার মধ্যে থাকবেন, ছ'জন কম্যান্ডার, চারজন পুলিশ অফিসার ও একটি ট্রাফিক ক্লিয়ারেন্স ভেহিক্যাল অর্থাৎ এই গাড়িটি রাস্তায় জ্যামের হাত থেকে বাঁচাবে কিং খানকে ৷ তাঁর বাড়ি মান্নতের ও সামনে পুলিশি নিরাপত্তা বাড়ানো হবে।

জানা গিয়েছে, জওয়ান মুক্তির পর থেকে অভিনেতাকে মৃত্যুর হুমকি দিয়ে একাধিক ফোন আসছে ৷ নিরাপত্তারক্ষীদের বেতন সাপেক্ষে রাখা হয়েছে বলে জানা গিয়েছে, যার প্রতি মাসে ব্যয়ভার বহন করবেন কিং খান ৷ তবে এটাই প্রথমবার নয়, এর আগেও হুমকি পেয়েছেন শাহরুখ ৷ পাঠান ছবির বেশরম গানের জন্য অযোধ্যার এক ব্যক্তি হুমকি দিয়েছিলেন ৷ 2010 সালেও 'মাই নেম ইজ খান' মুক্তির পরও হুমকি বার্তা পেয়েছিলেন বাদশা ৷ তখনও তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছিল ৷

আরও পড়ুন: চোখে-মুখে যুদ্ধের আতঙ্ক, ইজরায়েল থেকে মুম্বই ফিরলেন নুসরত

উল্লেখ্য, 2022 সালের নভেম্বরে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার হত্যার পরে ভাইজান সলমন খানের নিরাপত্তা এক্স (X) থেকে ওয়াই (Y+) করা হয়েছিল ৷ এমনকী, শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের সঙ্গে বিবাদের পরে সিআরপিএফের তরফে কঙ্গনা রানাওয়াতকে ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়া হয়েছিল ৷

Last Updated : Oct 9, 2023, 10:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.