হায়দরাবাদ, 25 এপ্রিল: নতুন ছবি 'ডানকি'র শ্যুটিংয়ের জন্য় ঝিলম নদীর উপত্যকায় 'পাঠান' শাহরুখ খান ৷ এসআরকে এবং তাপসীর এই ছবির জন্য় দীর্ঘদিন অপেক্ষায় রয়েছেন ফ্যানেরা। চলতি বছরের শেষদিকেই ছবিটি মুক্তির কথা রয়েছে। সেই ছবির জন্য়ই এবার কাশ্মীরে হাজির কিং খান। স্বাভাবিকভাবেই সেখানেও অনুরাগীদের উষ্ণ অভ্যর্থনা পেলেন 'কিং খান'।
পাক্কা 11 বছর পর আবারও কাশ্মীরে পা রাখলেন শাহরুখ খান । শেষবার যশ চোপড়ার 'যব তক হ্য়ায় জান' ছবির শ্য়ুটিংয়ের জন্য় কাশ্মীরে এসেছিলেন শাহরুখ । যা কিংবদন্তি পরিচালকের বানানো শেষ ছবি । তাই কাশ্মীরের বেশ কিছু জায়গার সঙ্গে খুব সুন্দর কিছু স্মৃতি জড়িয়ে আছে এসআরকে'র । এক দশকেরও বেশি সময় পর শাহরুখের কাশ্মীর সফরের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশালে ।
-
Latest: #ShahRukhKhan Sonemarg Kashmir For Dunki Shoot 🔥@iamsrk welcome to Kashmir Khan Sahab 🙏❤pic.twitter.com/2TZKVI447u
— Shahrukh Girlfriend (@Neeta11shahrukh) April 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Latest: #ShahRukhKhan Sonemarg Kashmir For Dunki Shoot 🔥@iamsrk welcome to Kashmir Khan Sahab 🙏❤pic.twitter.com/2TZKVI447u
— Shahrukh Girlfriend (@Neeta11shahrukh) April 25, 2023Latest: #ShahRukhKhan Sonemarg Kashmir For Dunki Shoot 🔥@iamsrk welcome to Kashmir Khan Sahab 🙏❤pic.twitter.com/2TZKVI447u
— Shahrukh Girlfriend (@Neeta11shahrukh) April 25, 2023
ভিডিয়োতে শাহরুখের সঙ্গে তাঁর ম্যানেজার পূজা দাদলানিকেও দেখা গিয়েছে । শাহরুখের পরনে এদিন ছিল কালো পোশাক আর গলায় ছিল সাদা শাল । এই ভিডিয়ো সামনে আসতেই তা নিয়ে সোশাল মিডিয়ায় বাড়তি উদ্দীপনা শাহরুখ-অনুরাগীদের মধ্যে। কেউ মন্তব্য করেছেন তাঁর নতুন ছবি 'ডানকি' নিয়ে কেউ বা তাঁকে উপত্যকায় স্বাগত জানিয়েছেন । ভিডিয়োতে শাহরুখের দলের এক স্টাফের হাতে দেখা গিয়েছে একটি ফুলের তোড়াও ।
-
#ShahRukhKhan spotted entering hotel in Sonamarg ♥️🔥pic.twitter.com/qk9GA7Zrm1
— Shah Rukh Khan Warriors FAN Club (@TeamSRKWarriors) April 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#ShahRukhKhan spotted entering hotel in Sonamarg ♥️🔥pic.twitter.com/qk9GA7Zrm1
— Shah Rukh Khan Warriors FAN Club (@TeamSRKWarriors) April 24, 2023#ShahRukhKhan spotted entering hotel in Sonamarg ♥️🔥pic.twitter.com/qk9GA7Zrm1
— Shah Rukh Khan Warriors FAN Club (@TeamSRKWarriors) April 24, 2023
'পাঠান' ছবির বিপুল সাফল্যের পর এখন শাহরুখ অনুরাগীরা অপেক্ষা করে রয়েছেন তাঁর আগামী ছবি 'জওয়ান'-এর জন্য় । আগামী জুন মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবিটির । অন্যদিকে বছরের শেষদিকে মুক্তি পেতে চলেছে শাহরুখের 'ডানকি' । অভিবাসীদের নিয়ে তৈরি এই ছবির হাত ধরেই প্রথমবার রাজকুমার হিরানির সঙ্গে কাজ করতে চলেছেন বলিউডের বাদশাহ । তাই স্বাভাবিকভাবেই এখন তাঁর এই ছবি নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ তুঙ্গে । এই ছবিতে শাহরুখকে কেমন চরিত্রে দেখা যাবে তার জানতে সত্যিই মুখিয়ে আছেন দর্শকরা ।
আরও পড়ুন: সপ্তাহের শুরুতেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল 'কিসি কা ভাই কিসি কি জান'