হায়দরাবাদ, 20 নভেম্বর: "হারকর জিতনে ওয়ালোকো বাজিগর কহেতে হ্যায়...!" জীবনের এই কঠিন সত্য শাহরুখ খান ছাড়া আর কেইবা বুঝবেন ৷ আর তাই বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দল হারলেও তাঁদের কঠিন পরিশ্রম ও লড়াইয়ের তারিফ করেছেন কিং খান ৷ দেশকে গর্বিত করার জন্য টিম ইন্ডির কঠিন সময়ে পাশে দাঁড়ালেন বাদশা ৷ আয়ুষ্মান খুরানা, করিনা কাপুর খান, রণবীর সিং, অমিত ত্রিবেদী, রামচরণ-সহ আপ নেতা রাঘব চাড্ডারাও দিলেন পাশে থাকার বার্তা ৷
শাহরুখ খান এক্স হ্যান্ডেলে নিজের আবেগ প্রকাশ করেছেন ৷ তিনি লিখেছেন, "পুরো টুর্নামেন্ট জুড়ে টিম ইন্ডিয়া যেভাবে খেলেছে তা সত্যিই সম্মানের ৷ তারা খেলার স্পিরিট ধরে রেখেছিল ৷ কিন্তু এটা খেলা ৷ এখানে ভালো দিন-খারাপ দিন দুটোই থাকে ৷ দুর্ভাগ্যবশত সেই খারাপ দিনটা আজকে ছিল ৷ তবে ধন্যবাদ টিম ইন্ডিয়া ক্রিকেট দুনিয়ায় ভারতের মাথা আবারও উঁচু করার জন্য ৷ গোটা ভারতকে তোমরা আনন্দ দিয়েছো ৷ ভালোবাসা আর সম্মান তোমাদের সকলের প্রতি ৷ তোমাদের জন্য নিজেকে গর্বিত ভারতবাসী মনে করছি ৷"
-
The way the Indian team has played this whole tournament is a matter of honour and they showed great spirit and tenacity. It’s a sport and there are always a bad day or two. Unfortunately it happened today….but thank u Team India for making us so proud of our sporting legacy in…
— Shah Rukh Khan (@iamsrk) November 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The way the Indian team has played this whole tournament is a matter of honour and they showed great spirit and tenacity. It’s a sport and there are always a bad day or two. Unfortunately it happened today….but thank u Team India for making us so proud of our sporting legacy in…
— Shah Rukh Khan (@iamsrk) November 19, 2023The way the Indian team has played this whole tournament is a matter of honour and they showed great spirit and tenacity. It’s a sport and there are always a bad day or two. Unfortunately it happened today….but thank u Team India for making us so proud of our sporting legacy in…
— Shah Rukh Khan (@iamsrk) November 19, 2023
অমিতাভ বচ্চন লিখেছেন, "টিম ইন্ডিয়া, কালকেরটা ফলাফল ছিল না ৷ সেটা ছিল তোমাদের ট্যালেন্ট, ক্যাপাবিলিটির প্রতিফলন ৷ তোমাদের নিয়ে গর্বিত ৷ ভালো নিশ্চই হবে ৷ এগিয়ে চলো ৷" পাশাপাশি, তিনি ইন্সটাগ্রামে আরও একটি ছবি দিয়েছেন ৷ যেখানে হাতে চোট পেয়েছেন তিনি ৷ সেখানে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে রেখেছেন বিগবি ৷ সেই ছবি তুলে ধরে ক্যাপশনে লিখেছেন, " না.. না.. না.. টিম ইন্ডিয়া ৷ এখন শেষ হয়নি ৷ তোমরা গর্ব ৷ তোমরা হৃদয় যেখানে হাত বিশ্রাম নেয় ৷"
অজয় দেবগণ লিখেছেন, "বিশ্বকাপ জুড়ে তোমাদের জার্নি ও পরিশ্রম নিজে থেকেই একটা বড় জয় ৷ মাথা উঁচু করে থাকো ৷" কাজল ইন্সটা স্টোরিতে বাজিগর ছবির সংলাপ লিখে বলেছেন, "খুব ভালো খেলেছো টিম ইন্ডিয়া ৷ অভিনন্দন অস্ট্রেলিয়া টিমকে আরও একবার বিশ্বকাপ জয়ের জন্য ৷"
অভিনেতা অনুপম খের নিজের মায়ের একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ পোস্টে লিখেছেন, "দুটো দলের মধ্যে কোনও একটা দলকে জিততে তো হতই ৷ আজকের খেলা আমার মা বিশ্লেষণ করেছেন ৷ তিনি পুরো খেলাটা দেখেছেন ৷ তিনি খেলার দার্শনিকভাবটা তুলে ধরেছেন ৷ টিম ইন্ডিয়া পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলেছে ৷ ধন্যবাদ টিম ইন্ডিয়া আমাদের এই আনন্দ দেওয়ার জন্য ৷ জয় হো ৷"
-
“दोनों में से किसी ने तो जीतना था!” Mom’s analysis of today’s game! She watched the whole game. Her words were philosophical and soothing. Listen to her! Her words will make you feel better! But won’t say that I am not disappointed like every Indian all over the world. We were… pic.twitter.com/hZqiXPQweG
— Anupam Kher (@AnupamPKher) November 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">“दोनों में से किसी ने तो जीतना था!” Mom’s analysis of today’s game! She watched the whole game. Her words were philosophical and soothing. Listen to her! Her words will make you feel better! But won’t say that I am not disappointed like every Indian all over the world. We were… pic.twitter.com/hZqiXPQweG
— Anupam Kher (@AnupamPKher) November 19, 2023“दोनों में से किसी ने तो जीतना था!” Mom’s analysis of today’s game! She watched the whole game. Her words were philosophical and soothing. Listen to her! Her words will make you feel better! But won’t say that I am not disappointed like every Indian all over the world. We were… pic.twitter.com/hZqiXPQweG
— Anupam Kher (@AnupamPKher) November 19, 2023
করিনা কাপুর খান ইন্সটাস্টোরিতে লিখেছেন, টিম ইন্ডিয়ার প্রতি অনেক ভালোবাসা ও সম্মান ৷ খুব ভালো খেলেছো ৷ সুরকার অমিত ত্রিবেদী লিখেছেন, টিম ইন্ডিয়ার এই সময়ে সবাই শক্ত থাকুন ৷ আপ নেতা রাঘব চাড্ডা লিখেছেন, "স্যালুট টিম ইন্ডিয়া ৷ ক্রিকেট ওয়ার্ল্ড কাপে তোমাদের জার্নি অসাধারণ ৷ 140 কোটি ভারতবাসীর স্বপ্নভঙ্গ হলেও তোমাদের চ্যাম্পিয়ন স্পিরিট অনবদ্য ছিল ৷"
রণবীর সিংও পাশে দাঁড়িয়েছেন টিম ইন্ডিয়ার ৷ তিনি মাঠে বসে খেলাও দেখেছেন ৷ ফাইনালে হারার পর, তিনি লিখেছেন, "কখনও উঁচু, কখনও নীচু, কখনও হার, কখনও জিত হবে ৷ এটাই খেলা, এটাই জীবন ৷ মন খারাপ হলেও টিম ইন্ডিয়ার প্রতিটা খেলোয়াড় অসাধারণ খেলেছেন ৷"
অভিনেতা আয়ুষ্মান খুরানা লিখেছেন, " আর পাঁচটা খারাপ দিনের মতো এটাও একটি দিন টিম ইন্ডিয়া ৷ তোমাদের এই লড়াই সকলে মনে রাখবে ৷ খুব ভালো খেলেছো ৷"
আরও পড়ুন:
1. বিশ্বকাপ ফাইনালে হার হতেই কোহলিকে জড়িয়ে ধরে 'বিরাট' সান্ত্বনা অনুষ্কার
2. 'লোকে এবার ইন্দিরাকে অপয়া বলবে', প্রিয়াঙ্কার বক্তব্য তুলে ধরে তোপ অমিতের
3. তীরে এসেও তরী ডুবেছে বারবার, আইসিসি'র ফ্ল্যাগশিপ ইভেন্টে ব্যর্থতার বেড়াজালে 'টিম ইন্ডিয়া'