ETV Bharat / entertainment

Shaakuntalam box office collection: কেমন হল বক্স অফিস রিপোর্ট? প্রথম দিনে পাশ না ফেল সামান্থার 'শকুন্তলম'?

প্রথম দিনে মাত্র 5 কোটি টাকা আয় করল সামান্থা রুথ প্রভুর নতুন ছবি 'শকুন্তলম' ৷ 'যশোদা'র থেকে ভালো ফল করলেও সেভাবে দর্শকের মন জয় করতে পারল না এই ছবি ৷

Shaakuntalam box office collection
বক্স অফিসে 5 কোটি টাকা আয় করল নতুন ছবি শকুন্তলম
author img

By

Published : Apr 15, 2023, 5:35 PM IST

হায়দরাবাদ, 15 এপ্রিল: কালিদাসের 'অভিজ্ঞানশকুন্তলম' নাটক থেকে তৈরি সামান্থা রুথ প্রভুর নতুন ছবি 'শকুন্তলম' মুক্তি পেয়েছে শুক্রবার ৷ এই ছবি নিয়ে অবশ্য় বিভিন্ন সমালোচকদের বিভিন্ন মত ৷ নেটপাড়ার রিপোর্টেও দেখা গিয়েছে একই ট্রেন্ড ৷ তবে ইন্ডাস্ট্রি ট্র্যাকারের রিপোর্ট অনুযায়ী, খুব বেশি মানুষের মন জয় করতে পারল না সামান্থার এই ছবি ৷

তেলুগু ভাষী রাজ্য়গুলিতে মাত্র 32.60% প্রেক্ষাগৃহ পেয়েছে এই ছবি ৷ রিপোর্ট বলছে প্রথম দিনে ছবির আয় 5 কোটি টাকা ৷ ছবিতে শকুন্তলা চরিত্রে অভিনয় করেছেন সামান্থা রুথ প্রভু আর দূষ্যন্তের চরিত্রে অভিনয় করেছেন দেব মোহন ৷ পুরু সাম্রাজ্যের এই রাজার সঙ্গেই গড়ে ওঠে শকুন্তলার সম্পর্ক ৷ তারপর রাজা শকুন্তলাকে অপেক্ষায় রেখে ফিরে যান তার রাজ্য়ে ৷ কথা ছিল তিনি শকুন্তলাকে নিয়ে যাওয়ার জন্য় লোক পাঠাবেন ৷ কিন্তু দূর্বাসার অভিশাপে স্বামী দূষ্যন্ত শকুন্তলাকে আর মনেই করতে পারেন না ৷ এবার কী হবে পরিনতি তা নিয়েও গড়ে উঠেছে এই ছবি ৷ এই ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন কন্যাও ৷

সামান্থা রুথ প্রভুর এর আগের ছবি 'যশোদা' যাত্রা শুরু করেছিল 3 কোটি দিয়ে ৷ আর প্রথম উইকএন্ডের পর এই ছবির আয় মাত্র 10 কোটি ৷ বক্স অফিসে 'যশোদা'র মোট আয় ছিল 20 কোটি টাকা ৷ 'শকুন্তলম' সেই দিক থেকে দেখতে হলে বেশ ভালোই শুরু করেছে ৷ এই ছবিতে সামান্থা-দেব মোহন ছাড়াও রয়েছেন মোহন বাবু, অদিতি বালান, গৌতমি, সচিন খেড়কর এবং অনন্যা নাগাল্লা ৷

গুনশেখর পরিচালিত এই ছবি ইতিমধ্য়েই অনেকের প্রশংসাও কুড়িয়েছে তাই এই ছবি বক্স অফিসে আরও ভালো ফল করবে বলেই আশা করছেন সকলে ৷ এই ছবির বাজেট ছিল প্রায় 50-65 কোটি টাকা, অন্তত তেমনটাই বলছে রিপোর্ট ৷ এই ছবি ছাড়াও সামান্থাকে আগামী দিনে দেখা যাবে স্পাই থ্রিলার সিরিজ 'সিটাডেল'-এর ভারতীয় সংস্করণে ৷ এই সিরিজের পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজ এবং ডিকে ৷

আরও পড়ুন: হাতির সঙ্গে মোকাবিলা কোয়েলের, প্রকাশ্যে 'জঙ্গলে মিতিন মাসি'র পোস্টার

হায়দরাবাদ, 15 এপ্রিল: কালিদাসের 'অভিজ্ঞানশকুন্তলম' নাটক থেকে তৈরি সামান্থা রুথ প্রভুর নতুন ছবি 'শকুন্তলম' মুক্তি পেয়েছে শুক্রবার ৷ এই ছবি নিয়ে অবশ্য় বিভিন্ন সমালোচকদের বিভিন্ন মত ৷ নেটপাড়ার রিপোর্টেও দেখা গিয়েছে একই ট্রেন্ড ৷ তবে ইন্ডাস্ট্রি ট্র্যাকারের রিপোর্ট অনুযায়ী, খুব বেশি মানুষের মন জয় করতে পারল না সামান্থার এই ছবি ৷

তেলুগু ভাষী রাজ্য়গুলিতে মাত্র 32.60% প্রেক্ষাগৃহ পেয়েছে এই ছবি ৷ রিপোর্ট বলছে প্রথম দিনে ছবির আয় 5 কোটি টাকা ৷ ছবিতে শকুন্তলা চরিত্রে অভিনয় করেছেন সামান্থা রুথ প্রভু আর দূষ্যন্তের চরিত্রে অভিনয় করেছেন দেব মোহন ৷ পুরু সাম্রাজ্যের এই রাজার সঙ্গেই গড়ে ওঠে শকুন্তলার সম্পর্ক ৷ তারপর রাজা শকুন্তলাকে অপেক্ষায় রেখে ফিরে যান তার রাজ্য়ে ৷ কথা ছিল তিনি শকুন্তলাকে নিয়ে যাওয়ার জন্য় লোক পাঠাবেন ৷ কিন্তু দূর্বাসার অভিশাপে স্বামী দূষ্যন্ত শকুন্তলাকে আর মনেই করতে পারেন না ৷ এবার কী হবে পরিনতি তা নিয়েও গড়ে উঠেছে এই ছবি ৷ এই ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন কন্যাও ৷

সামান্থা রুথ প্রভুর এর আগের ছবি 'যশোদা' যাত্রা শুরু করেছিল 3 কোটি দিয়ে ৷ আর প্রথম উইকএন্ডের পর এই ছবির আয় মাত্র 10 কোটি ৷ বক্স অফিসে 'যশোদা'র মোট আয় ছিল 20 কোটি টাকা ৷ 'শকুন্তলম' সেই দিক থেকে দেখতে হলে বেশ ভালোই শুরু করেছে ৷ এই ছবিতে সামান্থা-দেব মোহন ছাড়াও রয়েছেন মোহন বাবু, অদিতি বালান, গৌতমি, সচিন খেড়কর এবং অনন্যা নাগাল্লা ৷

গুনশেখর পরিচালিত এই ছবি ইতিমধ্য়েই অনেকের প্রশংসাও কুড়িয়েছে তাই এই ছবি বক্স অফিসে আরও ভালো ফল করবে বলেই আশা করছেন সকলে ৷ এই ছবির বাজেট ছিল প্রায় 50-65 কোটি টাকা, অন্তত তেমনটাই বলছে রিপোর্ট ৷ এই ছবি ছাড়াও সামান্থাকে আগামী দিনে দেখা যাবে স্পাই থ্রিলার সিরিজ 'সিটাডেল'-এর ভারতীয় সংস্করণে ৷ এই সিরিজের পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজ এবং ডিকে ৷

আরও পড়ুন: হাতির সঙ্গে মোকাবিলা কোয়েলের, প্রকাশ্যে 'জঙ্গলে মিতিন মাসি'র পোস্টার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.