ETV Bharat / entertainment

Vijay's Mom on Liger: ছেলের যেন কিছু না হয় ! টাইসনের সঙ্গে কাজ শুনেই নির্মাতাদের ফোন বিজয়ের মায়ের - ছেলের যেন কিছু না হয় টাইসনের সঙ্গে কাজ শুনেই নির্মাতাদের ফোন বিজয়ের মার

মাইক টাইসনকে আগামীতে পর্দায় দেখা যাবে দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডার 'লাইগার' ছবিতে ৷ মাইক টাইসনের সঙ্গে লড়াইয়ে হাত পা ভাঙতে পারে ছেলের ৷ চিন্তিত হয়ে পড়েছিলেন বিজয়ের মাও ৷ নির্মাতাদের ফোন করে তিনি বলেন, "দয়া করে দেখবেন, আমার চিন্নু যেন আহত না হয়(Vijay Deverakonda mom on him working with Mike Tyson)!"

Vijay Mom on Liger
ছেলের যেন কিছু না হয়! টাইসনের সঙ্গে কাজ শুনেই নির্মাতাদের ফোন বিজয়ের মার
author img

By

Published : Jul 22, 2022, 9:30 PM IST

হায়দরাবাদ, 22 জুলাই: বক্সিং কিংবদন্তি মাইক টাইসনকে আগামীতে পর্দায় দেখা যাবে দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডার 'লাইগার' ছবিতে ৷ সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার ৷ ট্রেলারে বিজয়কে দেখা গিয়েছে একজন বক্সিং খেলোয়াড় হিসাবে ৷ রোম্যান্স থ্রিল এবং অ্যাকশনে ভরপুর এই ছবির কয়েক ঝলক দেখে ইতিমধ্যেই নেচে উঠেছেন দর্শকরা ৷ বৃহস্পতিবার ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই ছবি নিয়ে নানা ঘটনার কথা তুলে ধরেছেন বিজয় ৷ তার একটি কাহিনিতে উঠে এসেছে তাঁর মায়ের কথাও ৷

কথায় বলে মায়ের মনে সন্তান ঠিক কী ? তা একজন মা ছাড়া আর কারও পক্ষেই জানা সম্ভব নয় ৷ এই ছবিতে মাইক টাইসনের ক্যামিয়োর কথা শুনেও রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিলেন বিজয়ের মা ৷ ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে বিজয় বলেন, "হ্যাঁ আমার মা খুবই চিন্তিত হয়ে পড়েছিল যে মাইক টাইসন আমার হাড়গোড় ভেঙে ফেলতে পারে ৷ মা অনেকদিন ধরে শুধুই প্রার্থনা করছিলেন এবং আমার সুরক্ষার জন্য আমার কপালে 'বিভূতি'-ও ছুঁইয়ে দিয়েছিলেন(Vijay Deverakonda mom on him working with Mike Tyson) ৷ "

ছবির সহ প্রযোজক চার্মি কৌর বলেন, "বিজয়ের মা সত্যিই চিন্তিত ছিলেন ৷ আমারা মার্কিন যুক্তরাষ্ট্রে শ্যুটিংয়ের জন্য যাওয়ার আগেও তিনি আমাদের একাধিকবার ফোন করেছিলেন ৷ তিনি বারবার বলতেন, "দয়া করে দেখবেন, আমার চিন্নু যেন আহত না হয় !" অবশেষে আমরা যখন তাঁকে ভিডিয়ো দেখালাম তখন তিনি শান্ত হলেন ৷" অ্যাকশন প্যাকড এই সিনেমায় দেবেরাকোন্ডার সঙ্গে অভিনয় করছেন রামাকৃষ্ণান, রনিত রায়, বিশু রেড্ডি প্রমুখ। আর বিজয়ের লেডিলাভ হিসাবে রয়েছেন অনন্যা পান্ডে ৷

আরও পড়ুন: "রণবীর যদি মেয়ে হতেন..." অভিনেতার নগ্ন ফটোশুট ইস্যুতে দৃষ্টিভঙ্গি বদলের ডাক মিমির

হিন্দির পাশাপাশি তেলুগু, তামিল, কন্নড় এবং মালয়ালম এই পাঁচটি ভাষায় মুক্তি পেতে চলেছে ধর্ম প্রোডাকশনের এই সিনেমা ৷ পরিচালকের প্রোডাকশন হাউস পুরি কানেক্টস-সহ চার্মে কৌরের সহ-প্রযোজনায় মুক্তি পাবে সিনেমাটি।

হায়দরাবাদ, 22 জুলাই: বক্সিং কিংবদন্তি মাইক টাইসনকে আগামীতে পর্দায় দেখা যাবে দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডার 'লাইগার' ছবিতে ৷ সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার ৷ ট্রেলারে বিজয়কে দেখা গিয়েছে একজন বক্সিং খেলোয়াড় হিসাবে ৷ রোম্যান্স থ্রিল এবং অ্যাকশনে ভরপুর এই ছবির কয়েক ঝলক দেখে ইতিমধ্যেই নেচে উঠেছেন দর্শকরা ৷ বৃহস্পতিবার ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই ছবি নিয়ে নানা ঘটনার কথা তুলে ধরেছেন বিজয় ৷ তার একটি কাহিনিতে উঠে এসেছে তাঁর মায়ের কথাও ৷

কথায় বলে মায়ের মনে সন্তান ঠিক কী ? তা একজন মা ছাড়া আর কারও পক্ষেই জানা সম্ভব নয় ৷ এই ছবিতে মাইক টাইসনের ক্যামিয়োর কথা শুনেও রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিলেন বিজয়ের মা ৷ ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে বিজয় বলেন, "হ্যাঁ আমার মা খুবই চিন্তিত হয়ে পড়েছিল যে মাইক টাইসন আমার হাড়গোড় ভেঙে ফেলতে পারে ৷ মা অনেকদিন ধরে শুধুই প্রার্থনা করছিলেন এবং আমার সুরক্ষার জন্য আমার কপালে 'বিভূতি'-ও ছুঁইয়ে দিয়েছিলেন(Vijay Deverakonda mom on him working with Mike Tyson) ৷ "

ছবির সহ প্রযোজক চার্মি কৌর বলেন, "বিজয়ের মা সত্যিই চিন্তিত ছিলেন ৷ আমারা মার্কিন যুক্তরাষ্ট্রে শ্যুটিংয়ের জন্য যাওয়ার আগেও তিনি আমাদের একাধিকবার ফোন করেছিলেন ৷ তিনি বারবার বলতেন, "দয়া করে দেখবেন, আমার চিন্নু যেন আহত না হয় !" অবশেষে আমরা যখন তাঁকে ভিডিয়ো দেখালাম তখন তিনি শান্ত হলেন ৷" অ্যাকশন প্যাকড এই সিনেমায় দেবেরাকোন্ডার সঙ্গে অভিনয় করছেন রামাকৃষ্ণান, রনিত রায়, বিশু রেড্ডি প্রমুখ। আর বিজয়ের লেডিলাভ হিসাবে রয়েছেন অনন্যা পান্ডে ৷

আরও পড়ুন: "রণবীর যদি মেয়ে হতেন..." অভিনেতার নগ্ন ফটোশুট ইস্যুতে দৃষ্টিভঙ্গি বদলের ডাক মিমির

হিন্দির পাশাপাশি তেলুগু, তামিল, কন্নড় এবং মালয়ালম এই পাঁচটি ভাষায় মুক্তি পেতে চলেছে ধর্ম প্রোডাকশনের এই সিনেমা ৷ পরিচালকের প্রোডাকশন হাউস পুরি কানেক্টস-সহ চার্মে কৌরের সহ-প্রযোজনায় মুক্তি পাবে সিনেমাটি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.