হায়দরাবাদ, 22 জুলাই: বক্সিং কিংবদন্তি মাইক টাইসনকে আগামীতে পর্দায় দেখা যাবে দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডার 'লাইগার' ছবিতে ৷ সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার ৷ ট্রেলারে বিজয়কে দেখা গিয়েছে একজন বক্সিং খেলোয়াড় হিসাবে ৷ রোম্যান্স থ্রিল এবং অ্যাকশনে ভরপুর এই ছবির কয়েক ঝলক দেখে ইতিমধ্যেই নেচে উঠেছেন দর্শকরা ৷ বৃহস্পতিবার ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই ছবি নিয়ে নানা ঘটনার কথা তুলে ধরেছেন বিজয় ৷ তার একটি কাহিনিতে উঠে এসেছে তাঁর মায়ের কথাও ৷
কথায় বলে মায়ের মনে সন্তান ঠিক কী ? তা একজন মা ছাড়া আর কারও পক্ষেই জানা সম্ভব নয় ৷ এই ছবিতে মাইক টাইসনের ক্যামিয়োর কথা শুনেও রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিলেন বিজয়ের মা ৷ ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে বিজয় বলেন, "হ্যাঁ আমার মা খুবই চিন্তিত হয়ে পড়েছিল যে মাইক টাইসন আমার হাড়গোড় ভেঙে ফেলতে পারে ৷ মা অনেকদিন ধরে শুধুই প্রার্থনা করছিলেন এবং আমার সুরক্ষার জন্য আমার কপালে 'বিভূতি'-ও ছুঁইয়ে দিয়েছিলেন(Vijay Deverakonda mom on him working with Mike Tyson) ৷ "
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ছবির সহ প্রযোজক চার্মি কৌর বলেন, "বিজয়ের মা সত্যিই চিন্তিত ছিলেন ৷ আমারা মার্কিন যুক্তরাষ্ট্রে শ্যুটিংয়ের জন্য যাওয়ার আগেও তিনি আমাদের একাধিকবার ফোন করেছিলেন ৷ তিনি বারবার বলতেন, "দয়া করে দেখবেন, আমার চিন্নু যেন আহত না হয় !" অবশেষে আমরা যখন তাঁকে ভিডিয়ো দেখালাম তখন তিনি শান্ত হলেন ৷" অ্যাকশন প্যাকড এই সিনেমায় দেবেরাকোন্ডার সঙ্গে অভিনয় করছেন রামাকৃষ্ণান, রনিত রায়, বিশু রেড্ডি প্রমুখ। আর বিজয়ের লেডিলাভ হিসাবে রয়েছেন অনন্যা পান্ডে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: "রণবীর যদি মেয়ে হতেন..." অভিনেতার নগ্ন ফটোশুট ইস্যুতে দৃষ্টিভঙ্গি বদলের ডাক মিমির
হিন্দির পাশাপাশি তেলুগু, তামিল, কন্নড় এবং মালয়ালম এই পাঁচটি ভাষায় মুক্তি পেতে চলেছে ধর্ম প্রোডাকশনের এই সিনেমা ৷ পরিচালকের প্রোডাকশন হাউস পুরি কানেক্টস-সহ চার্মে কৌরের সহ-প্রযোজনায় মুক্তি পাবে সিনেমাটি।