ETV Bharat / entertainment

Sayantika Birthday Celebration: ডায়েট চার্টকে ছুটি, কেক কেটে জন্মদিন পালনে মাতলেন সায়ন্তিকা - কেক নিয়েই জন্মদিন পালনে মাতলেন সায়ন্তিকা

এমনিতে ফিট হিসাবে খ্যাতি রয়েছে সায়ন্তিকা বন্দোপাধ্যায়ের ৷ তবে জন্মদিনে কেক ছাড়া কি চলে? সুস্বাদু কেকের ছবি সামাজিক মাধ্যমে পোস্টও করলেন নায়িকা ৷

PIC Sayantika Banerjee Instagram
সায়ন্তিকার জন্মদিন উদযাপন
author img

By

Published : Aug 12, 2023, 11:13 AM IST

Updated : Aug 12, 2023, 11:40 AM IST

কলকাতা, 12 অগস্ট: সায়ন্তিকা বন্দোপাধ্যায় বাংলা বিনোদনের জগতে বেশ পরিচিত নাম ৷ জিতের 'আওয়ারা' ছবির নায়িকা রূপোলি পর্দায় ঘুম উড়িয়েছেন বহু অনুরাগীর ৷ কথায় বলে, নায়িকাদের বয়স জানতে নেই ৷ কিন্তু হিসেবের খাতায় বাড়ল আরও একটি বছর ৷ আরও একটি বসন্ত পার করে ফেললেন নায়িকা ৷ কীভাবে জন্মদিন সেলিব্রেট করছেন নায়িকা? ইনস্টা স্টোরিতে মিলল তার কিছু কিছু প্রমাণ ৷

নায়িকা এদিন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন সুন্দর একটি কেকের ছবি ৷ বোঝাই যায় এমনিতে ডায়েট সচেতন সায়ন্তিকা আজ ছুটি নিয়েছেন রুটিন থেকে ৷ আজ কেকের সম্পূর্ণ সদব্যবহার না করে ছাড়ার পাত্র নন তিনি ৷ যদিও এখনও বার্থডে পার্টির কোনও ঝলক সামনে আনেননি নায়িকা ৷

PIC Sayantika Banerjee Instagram
সায়ন্তিকার জন্মদিনের কেক

অনুরাগীরা শুভেচ্ছা জানাতে শুরু করেছেন অভিনেত্রীকে ৷ কেউ লিখেছেন, "শুভ জন্মদিন সুইটহার্ট ৷" আবার কেউ লিখেছেন, "শুভ জন্মদিন ম্যাম ৷ আপনার জীবন আনন্দ, হাসি আর সুন্দর স্মৃতিতে ভরে উঠুক ৷ আপনার সাফল্য় কামনা করি ৷ আজকের দিনটা উপভোগ করুন ৷" আবার কেউ লিখেছেন,"শুভ জন্মদিন ৷ শুভ হোক প্রতিদিন ৷"

আরও পড়ুন: মিসেস চ্যাটার্জির আগেই মিসক্যারেজের যন্ত্রণা, ছবি প্রচারে এগুলো ব্যবহার করিনি : রানি

'আওয়ারা', 'অভিমান', 'বিন্দাস', 'হিরোগিরি', 'উমা', 'হরহর ব্যোমকেশ', 'নাকাব'-এর মতো একাধিক জনপ্রিয় ছবি রয়েছে তাঁর ঝুলিতে ৷ কমার্শিয়াল ছবির পাশাপাশি অন্যরকম ছবিতেও তিনি নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন নায়িকা ৷ দেব, জিৎ, অঙ্কুশ হাজরা, যীশু সেনগুপ্ত সকলের সঙ্গেই সমান দক্ষতায় স্ক্রিনশেয়ার করেছেন করেছেন তিনি ৷ বাংলা ইন্ডাস্ট্রিকে দিয়েছেন একের পর এক হিট ছবি ৷

বর্তমানে অবশ্য সিনেমার দুনিয়া থেকে বেশকিছুটা দূরেই রয়েছেন সায়ন্তিকা ৷ তবে অনুরাগীদের আশা খুব তাড়াতাড়ি তিনি আবার ফিরবেন রূপোলি পর্দায় ৷ রিয়েলিটি শোয়ের মঞ্চ থেকে উঠে আসা এই নায়িকা রাজনীতিতেও বেশ সক্রিয় ৷ তৃণমূলের হয়ে গত বিধানসভা নির্বাচনে লডাইও করেন তিনি ৷ পাশাপাশি কয়েকদিন আগে পেয়েছেন 'মহানায়ক' সম্মানও ৷

কলকাতা, 12 অগস্ট: সায়ন্তিকা বন্দোপাধ্যায় বাংলা বিনোদনের জগতে বেশ পরিচিত নাম ৷ জিতের 'আওয়ারা' ছবির নায়িকা রূপোলি পর্দায় ঘুম উড়িয়েছেন বহু অনুরাগীর ৷ কথায় বলে, নায়িকাদের বয়স জানতে নেই ৷ কিন্তু হিসেবের খাতায় বাড়ল আরও একটি বছর ৷ আরও একটি বসন্ত পার করে ফেললেন নায়িকা ৷ কীভাবে জন্মদিন সেলিব্রেট করছেন নায়িকা? ইনস্টা স্টোরিতে মিলল তার কিছু কিছু প্রমাণ ৷

নায়িকা এদিন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন সুন্দর একটি কেকের ছবি ৷ বোঝাই যায় এমনিতে ডায়েট সচেতন সায়ন্তিকা আজ ছুটি নিয়েছেন রুটিন থেকে ৷ আজ কেকের সম্পূর্ণ সদব্যবহার না করে ছাড়ার পাত্র নন তিনি ৷ যদিও এখনও বার্থডে পার্টির কোনও ঝলক সামনে আনেননি নায়িকা ৷

PIC Sayantika Banerjee Instagram
সায়ন্তিকার জন্মদিনের কেক

অনুরাগীরা শুভেচ্ছা জানাতে শুরু করেছেন অভিনেত্রীকে ৷ কেউ লিখেছেন, "শুভ জন্মদিন সুইটহার্ট ৷" আবার কেউ লিখেছেন, "শুভ জন্মদিন ম্যাম ৷ আপনার জীবন আনন্দ, হাসি আর সুন্দর স্মৃতিতে ভরে উঠুক ৷ আপনার সাফল্য় কামনা করি ৷ আজকের দিনটা উপভোগ করুন ৷" আবার কেউ লিখেছেন,"শুভ জন্মদিন ৷ শুভ হোক প্রতিদিন ৷"

আরও পড়ুন: মিসেস চ্যাটার্জির আগেই মিসক্যারেজের যন্ত্রণা, ছবি প্রচারে এগুলো ব্যবহার করিনি : রানি

'আওয়ারা', 'অভিমান', 'বিন্দাস', 'হিরোগিরি', 'উমা', 'হরহর ব্যোমকেশ', 'নাকাব'-এর মতো একাধিক জনপ্রিয় ছবি রয়েছে তাঁর ঝুলিতে ৷ কমার্শিয়াল ছবির পাশাপাশি অন্যরকম ছবিতেও তিনি নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন নায়িকা ৷ দেব, জিৎ, অঙ্কুশ হাজরা, যীশু সেনগুপ্ত সকলের সঙ্গেই সমান দক্ষতায় স্ক্রিনশেয়ার করেছেন করেছেন তিনি ৷ বাংলা ইন্ডাস্ট্রিকে দিয়েছেন একের পর এক হিট ছবি ৷

বর্তমানে অবশ্য সিনেমার দুনিয়া থেকে বেশকিছুটা দূরেই রয়েছেন সায়ন্তিকা ৷ তবে অনুরাগীদের আশা খুব তাড়াতাড়ি তিনি আবার ফিরবেন রূপোলি পর্দায় ৷ রিয়েলিটি শোয়ের মঞ্চ থেকে উঠে আসা এই নায়িকা রাজনীতিতেও বেশ সক্রিয় ৷ তৃণমূলের হয়ে গত বিধানসভা নির্বাচনে লডাইও করেন তিনি ৷ পাশাপাশি কয়েকদিন আগে পেয়েছেন 'মহানায়ক' সম্মানও ৷

Last Updated : Aug 12, 2023, 11:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.