হায়দরাবাদ, 11 জুলাই: কার্তিক আরিয়ান-কিয়ারা আদবানি জুটির 'সত্য়প্রেম কি কথা' ছবি নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত ছিলেন সমালোচকরা ৷ তরণ আদর্শের মতো অনেকেই রীতিমতো প্রশংসা করেছিলেন এই ছবির ৷ এবার মুক্তির 12 দিন যেতে না-যেতেই বিশ্বব্যাপী আয়ের নিরিখে 100 কোটির ক্লাবে জায়গা করে নিল এই ছবি ৷ পরিচালক সমীর বিদ্য়ানের এই ছবি দেশেও বেশ ভালোই আয় করেছিল ৷ তবে দ্বাদশ দিনে দেশের বক্স অফিসে আয় কিছুটা কমেছে ৷
কার্তিক-কিয়ারাার এই ছবি শুধু মাত্র দেশে 12 দিনে আয় করেছে 68.06 কোটি টাকা ৷ সোমবার তো বেশ কিছুটা পড়ে গিয়েছে ব্যবসা ৷ মাত্র 2 কোটি টাকা আয় করেছে ছবিটি ৷ এই কথা মানতেই হবে সমীর বিদ্যানের এই ছবি শুরুটা ভালোই করেছিল ৷ কিন্তু সোমবার মাত্র 10.24 শতাংশ ভিড় হয়েছিল হিন্দি বলয়ের থিয়েটারগুলিতে ৷ যা বলে দেয় ছবি নিয়ে আগ্রহ বেশ কিছুটা কমেছে ৷
60 কোটি টাকার বাজেটে তৈরি এই ছবিটি প্রযোজনা করেছে নাদিয়াওয়ালা অ্যান্ড গ্র্যান্ডসন ৷ নির্মাতারা ইতিমধ্য়েই বাজেটের টাকা ঘরে তুলে ফেলেছে এবং উলটোদিকে হিট ছবির তকমাও পেয়েছে কার্তিকের এই ছবি ৷ এই ছবির বার্তা দেয় বিবাহ পরবর্তী ধর্ষণ নিয়ে ৷ বিবাহ মানেই অবিরাম যৌনতার ছাড়পত্র পাওয়া নয় ৷ অনেক সময় তার প্রেমিককেও নারী মিলনের অধিকার নাও দিতে পারেন ৷ নারীর ইচ্ছার বিরুদ্ধে সঙ্গম মানেই তা ধর্ষণ ৷ এই কথাই তুলে ধরেছে এই ছবি ৷
-
Thank you for 100 cr ka Love 🤍🙏🏻#SatyaPremKiKatha in cinemas #SajidNadiadwala @advani_kiara @sameervidwans @shareenmantri @kishorarora19 @karandontsharma @DoP_Bose @NGEMovies @namahpictures @WardaNadiadwala@raogajraj #SupriyaPathakKapur @IamSiddharthR #ShikhaTalsania… pic.twitter.com/Wf5HGMPQIb
— Kartik Aaryan (@TheAaryanKartik) July 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Thank you for 100 cr ka Love 🤍🙏🏻#SatyaPremKiKatha in cinemas #SajidNadiadwala @advani_kiara @sameervidwans @shareenmantri @kishorarora19 @karandontsharma @DoP_Bose @NGEMovies @namahpictures @WardaNadiadwala@raogajraj #SupriyaPathakKapur @IamSiddharthR #ShikhaTalsania… pic.twitter.com/Wf5HGMPQIb
— Kartik Aaryan (@TheAaryanKartik) July 11, 2023Thank you for 100 cr ka Love 🤍🙏🏻#SatyaPremKiKatha in cinemas #SajidNadiadwala @advani_kiara @sameervidwans @shareenmantri @kishorarora19 @karandontsharma @DoP_Bose @NGEMovies @namahpictures @WardaNadiadwala@raogajraj #SupriyaPathakKapur @IamSiddharthR #ShikhaTalsania… pic.twitter.com/Wf5HGMPQIb
— Kartik Aaryan (@TheAaryanKartik) July 11, 2023
আরও পড়ুন: প্রতীক্ষার অবসান, শুরু হল রাজকুমারের 'স্ত্রী 2' ছবির শুটিং
সত্যপ্রেম ও কথার সম্পর্ক দাঁড়িয়েই রয়েছে এমন একটি ঘটনার উপর ভিত্তি করে ৷ ছবিতে দেখা যায়, কথার প্রাক্তন প্রেমিক তার অনুমতির বিরুদ্ধে তাকে কার্যত ধর্ষণ করে ৷ সেই দগদগে স্মৃতি তার মনে এতোটাই প্রভাব ফেলেছিল যে তার বিয়ে হওয়ার পরও সে স্বামীর সঙ্গে সহজভাবে মিশতে পারে না ৷ এই স্বামীর ভূমিকাতেই অভিনয় করেছেন কার্তিক ৷ তার স্ত্রী'র বিরুদ্ধে হওয়া অন্য়ায়ের কীভাবে প্রতিবাদ করে সত্য়প্রেম, সেটাই দেখার এই ছবিতে ৷