ETV Bharat / entertainment

Saswata Chatterjee New Series: 'সাবধান...সে ফিরছে', হাজির শাশ্বতর 'আবার প্রলয়' সিরিজের পোস্টার - Saswata Chatterjee Shares New Poster

আসছে 'আবার প্রলয়' ৷ নতুন পোস্টার শেয়ার করে তেমনই ইঙ্গিত দিলেন শাশ্বত চট্টোপাধ্য়ায় ৷

Saswata Chatterjee New Series
আবার প্রলয়ের নতুন পোস্টার শেয়ার করলেন শাশ্বত
author img

By

Published : Jun 27, 2023, 12:33 PM IST

কলকাতা, 27 জুন: "কবি বলেছিলেন, মেলাবেন তিনি মেলাবেন...আমি 'ম' বলিনা...", শাশ্বত চট্টোপাধ্য়ায়ের মুখে এই সংলাপ শুনে সত্যিই বাঙালি একসময় ভাষা হারিয়ে ফেলেছিল ৷ একইসঙ্গে চুড়ান্ত জনপ্রিয়তা পেয়েছিল ইনসপেক্টর অনিমেষ দত্ত (স্পেশাল ব্রাঞ্চ)-এর চরিত্রটি ৷ এবার আর ফিরছে প্রলয় ৷ গতকালই সামনে এসেছে একাধিক পোস্টার ৷ এবার বড়পর্দায় নয়, রাজ চক্রবর্তীর হাত ধরে এবার ওটিটিতে আসছে প্রলয়ের নতুন অধ্য়ায় ৷ মঙ্গলবার সকালেও একটি পোস্টার শেয়ার করেছেন নির্মাতারা ৷

সেখানে ক্রাইম সিনে দাঁড়িয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন শাশ্বত ৷ যদিও তাঁর মুখটা সামনে আসেনি ৷ তবে তাঁর গায়ে রয়েছে লেদার জ্যাকেট ৷ পোস্টারটি শেয়ার করে শাশ্বত লিখেছেন, "সাবধান...সে ফিরছে ৷" যদিও মুক্তির দিনক্ষণ বা অন্য়কিছুই এখনও সামনে আসেনি ৷ যদিও নির্মাতারা কাল একটি পোস্টার শেয়ার করেছেন যেখানে দেখা যায় ঘাটে বাঁধা রয়েছে একটি নৌকা ৷ তার ক্য়াপশানে লেখা আছে, "বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী ঝড় আসতে চলেছে, তাই সাবধানে থাকুন সতর্ক থাকুন!"

বোঝাই যায় রাজের এই প্রজেক্টের পরতে পরতে রয়েছে রোমাঞ্চ আর রহস্যের বাতাবরণ ৷ এর আগে 2013 সালে মুক্তি পেয়েছিল 'প্রলয়' ছবিটি অর্থাৎ ঠিক এক দশক পর আসতে চলেছে বাঙালির এই প্রিয় ছবির দ্বিতীয় অধ্যায় ৷ এবার বাঙালি কীভাবে নেবে এই সিরিজটি সেটাই দেখার ৷ গতকাল মুক্তি পাওয়া তিনটি পোস্টারের একটিতে দেখা যায় নদীর চারপাশে রয়েছে সুন্দরী গাছের জঙ্গল ৷ তাই অনেকেই আশা করছেন হয়তো এবার গল্পের পটভূমি সুন্দরবন ৷

আরও পড়ুন: 'ও আমার পোলা তোমার চেলা... তুমি ওরে কিছু কও', ছেলের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন শচীনকত্তা বলেছিলেন সলিলকে

তবে এ শুধু জল্পনা মাত্র ৷ কারণ নির্মাতাদের কেউই এখনও গল্প নিয়ে বিন্দুমাত্র মুখ খোলেননি ৷ এমনকী শ্যুটিংয়ের যে সমস্ত ঝলক সামনে এসেছে তাতেও কোথায় শ্যুটিং হল তা বোঝার বিন্দুমাত্র উপায় নেই ৷ গতবার 'প্রলয়' ছবিতে ছিলেন পরমব্রত চট্টোপাধ্য়ায়, মিমি চক্রবর্তী এবং পরাণ বন্দোপাধ্যায়ের মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ এবার শাশ্বত ছাড়া আর কাদের দেখা যাবে রাজের নতুন প্রলয়-এ? তাও এখনও সামনে আসেনি ৷

কলকাতা, 27 জুন: "কবি বলেছিলেন, মেলাবেন তিনি মেলাবেন...আমি 'ম' বলিনা...", শাশ্বত চট্টোপাধ্য়ায়ের মুখে এই সংলাপ শুনে সত্যিই বাঙালি একসময় ভাষা হারিয়ে ফেলেছিল ৷ একইসঙ্গে চুড়ান্ত জনপ্রিয়তা পেয়েছিল ইনসপেক্টর অনিমেষ দত্ত (স্পেশাল ব্রাঞ্চ)-এর চরিত্রটি ৷ এবার আর ফিরছে প্রলয় ৷ গতকালই সামনে এসেছে একাধিক পোস্টার ৷ এবার বড়পর্দায় নয়, রাজ চক্রবর্তীর হাত ধরে এবার ওটিটিতে আসছে প্রলয়ের নতুন অধ্য়ায় ৷ মঙ্গলবার সকালেও একটি পোস্টার শেয়ার করেছেন নির্মাতারা ৷

সেখানে ক্রাইম সিনে দাঁড়িয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন শাশ্বত ৷ যদিও তাঁর মুখটা সামনে আসেনি ৷ তবে তাঁর গায়ে রয়েছে লেদার জ্যাকেট ৷ পোস্টারটি শেয়ার করে শাশ্বত লিখেছেন, "সাবধান...সে ফিরছে ৷" যদিও মুক্তির দিনক্ষণ বা অন্য়কিছুই এখনও সামনে আসেনি ৷ যদিও নির্মাতারা কাল একটি পোস্টার শেয়ার করেছেন যেখানে দেখা যায় ঘাটে বাঁধা রয়েছে একটি নৌকা ৷ তার ক্য়াপশানে লেখা আছে, "বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী ঝড় আসতে চলেছে, তাই সাবধানে থাকুন সতর্ক থাকুন!"

বোঝাই যায় রাজের এই প্রজেক্টের পরতে পরতে রয়েছে রোমাঞ্চ আর রহস্যের বাতাবরণ ৷ এর আগে 2013 সালে মুক্তি পেয়েছিল 'প্রলয়' ছবিটি অর্থাৎ ঠিক এক দশক পর আসতে চলেছে বাঙালির এই প্রিয় ছবির দ্বিতীয় অধ্যায় ৷ এবার বাঙালি কীভাবে নেবে এই সিরিজটি সেটাই দেখার ৷ গতকাল মুক্তি পাওয়া তিনটি পোস্টারের একটিতে দেখা যায় নদীর চারপাশে রয়েছে সুন্দরী গাছের জঙ্গল ৷ তাই অনেকেই আশা করছেন হয়তো এবার গল্পের পটভূমি সুন্দরবন ৷

আরও পড়ুন: 'ও আমার পোলা তোমার চেলা... তুমি ওরে কিছু কও', ছেলের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন শচীনকত্তা বলেছিলেন সলিলকে

তবে এ শুধু জল্পনা মাত্র ৷ কারণ নির্মাতাদের কেউই এখনও গল্প নিয়ে বিন্দুমাত্র মুখ খোলেননি ৷ এমনকী শ্যুটিংয়ের যে সমস্ত ঝলক সামনে এসেছে তাতেও কোথায় শ্যুটিং হল তা বোঝার বিন্দুমাত্র উপায় নেই ৷ গতবার 'প্রলয়' ছবিতে ছিলেন পরমব্রত চট্টোপাধ্য়ায়, মিমি চক্রবর্তী এবং পরাণ বন্দোপাধ্যায়ের মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ এবার শাশ্বত ছাড়া আর কাদের দেখা যাবে রাজের নতুন প্রলয়-এ? তাও এখনও সামনে আসেনি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.