ETV Bharat / entertainment

Abar Proloy Trailer: মারমুখী শাশ্বত, মুক্তি পেল 'আবার প্রলয়' সিরিজের রোমহর্ষক ট্রেলার

মুক্তি পেল রাজ-শাশ্বতর 'আবার প্রলয়' সিরিজের ট্রেলার ৷ মারকুটে অ্যাকশন মুডে হাজির অনিমেষ দত্ত ৷

Saswata Abar Proloy Trailer
আবার প্রলয় সিরিজের ট্রেলার মুক্তি পেল বুধবার
author img

By

Published : Jul 19, 2023, 10:24 PM IST

কলকাতা, 19 জুলাই: আসছে রাজ চক্রবর্তীর নতুন সিরিজ 'আবার প্রলয়' ৷ এই সিরিজের হাত ধরেই ওয়েবে দুনিয়ায় পা রাখবেন রাজ ৷ প্রায় 11 বছর পর সেই একইরকম এনার্জি, অ্যাকশন আর চোখা চোখা সংলাপ নিয়ে ফিরতে চলেছে অনিমেষ দত্ত ওরফে শাশ্বত চট্টোপাধ্যায় ৷ টিজারে দেখেই শোরগোল পড়ে গিয়েছিল ৷ আর এবার ট্রেলার দেখে আগ্রহের পারদ আরও কয়েকগুণ চড়ে গেল ৷ অনুরাগীদের হা-পিত্যেশ অপেক্ষারও অবসান হল খানিকটা ৷

সিরিজে শাশ্বত চট্টোপাধ্যায়কেই যে মুখ্য় চরিত্রে দেখা যাবে, তা জানাই ছিল ৷ সঙ্গে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সেনগুপ্ত, কৌশানি মুখোপাধ্য়ায়, পরাণ বন্দোপাধ্যায়, জুন মালিয়া, সায়নী ঘোষ, নুসরত ফারিয়া মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ টিজারেই বোঝা গিয়েছিল এবারও ভরপুর অ্যাকশন নিয়ে হাজির হতে চলেছেন রাজ ৷ শাশ্বতকে একেবারে মারকুটে মেজাজে দেখা যাবে কাহিনীতে ৷

কাহিনী মূলত আবর্তিত সুন্দরবনকে ঘিরে ৷ গল্প অনুযায়ী, সুন্দরবনে মারাত্মকভাবে বেড়ে গিয়েছে নারীপাচার ৷ আর এর সঙ্গে যুক্ত স্থানীয় কিছু বখাটে তরুণ ৷ তারাই নাবালিকা স্কুলের মেয়েদের প্রেমের জালে ফাঁসায় ৷ আর তারপর নেশাগ্রস্ত করে তাদের পাচার করে দেয় নানান এলাকায় ৷ এই সমস্ত ঘটনার তদন্তেই ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল অফিসার অনিমেষ দত্তর আগমন ৷ এখানেও পরান বন্দোপাধ্যায়কে দেখা যাবে অন্যায়ের প্রতিবাদে ভূমিকা নিতে ৷ অন্যদিকে আবার রয়েছে এক বাবাজিও ৷ তাকে দেখেই মনে হয় সাধুবেশী এক ভণ্ড সে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: কেমন ছিল মধ্যপ্রদেশের দুর্গে শুটিংয়ের গল্প? পর্দার পিছনের রহস্য ফাঁস করলেন দেব

এই সমস্ত মশলা মিলে কোনদিকে এগোবে গল্প, সেটাই দেখার এই সিরিজে ৷ তবে ইতিমধ্যেই ঋত্বিকের লুক নিয়ে কিছুটা বিতর্ক হয়েছে ৷ তাঁর চরিত্রের সঙ্গে 'সেক্রেড গেমস'-এর পঙ্কজ ত্রিপাঠীর লুকের মিল পেয়েছেন অনেকেই ৷ যদিও আগামীতে তিনি কীভাবে নিজেকে তুলে ধরেন সেটাই দেখার ৷ তবে ট্রেলারে যে আভাস মিলল তাতে বোঝা যায় টান টান রহস্যের মোড়ক নিয়ে তৈরি হতে চলেছে 'আবার প্রলয়' ৷ তাই শাহরুখের সংলাপ তুলে বোধহয় বলাই যায়, "কুর্সি কি পেটি বাঁধলো মৌসম বিগড় নে বালা হ্য়ায় ৷"

কলকাতা, 19 জুলাই: আসছে রাজ চক্রবর্তীর নতুন সিরিজ 'আবার প্রলয়' ৷ এই সিরিজের হাত ধরেই ওয়েবে দুনিয়ায় পা রাখবেন রাজ ৷ প্রায় 11 বছর পর সেই একইরকম এনার্জি, অ্যাকশন আর চোখা চোখা সংলাপ নিয়ে ফিরতে চলেছে অনিমেষ দত্ত ওরফে শাশ্বত চট্টোপাধ্যায় ৷ টিজারে দেখেই শোরগোল পড়ে গিয়েছিল ৷ আর এবার ট্রেলার দেখে আগ্রহের পারদ আরও কয়েকগুণ চড়ে গেল ৷ অনুরাগীদের হা-পিত্যেশ অপেক্ষারও অবসান হল খানিকটা ৷

সিরিজে শাশ্বত চট্টোপাধ্যায়কেই যে মুখ্য় চরিত্রে দেখা যাবে, তা জানাই ছিল ৷ সঙ্গে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সেনগুপ্ত, কৌশানি মুখোপাধ্য়ায়, পরাণ বন্দোপাধ্যায়, জুন মালিয়া, সায়নী ঘোষ, নুসরত ফারিয়া মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ টিজারেই বোঝা গিয়েছিল এবারও ভরপুর অ্যাকশন নিয়ে হাজির হতে চলেছেন রাজ ৷ শাশ্বতকে একেবারে মারকুটে মেজাজে দেখা যাবে কাহিনীতে ৷

কাহিনী মূলত আবর্তিত সুন্দরবনকে ঘিরে ৷ গল্প অনুযায়ী, সুন্দরবনে মারাত্মকভাবে বেড়ে গিয়েছে নারীপাচার ৷ আর এর সঙ্গে যুক্ত স্থানীয় কিছু বখাটে তরুণ ৷ তারাই নাবালিকা স্কুলের মেয়েদের প্রেমের জালে ফাঁসায় ৷ আর তারপর নেশাগ্রস্ত করে তাদের পাচার করে দেয় নানান এলাকায় ৷ এই সমস্ত ঘটনার তদন্তেই ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল অফিসার অনিমেষ দত্তর আগমন ৷ এখানেও পরান বন্দোপাধ্যায়কে দেখা যাবে অন্যায়ের প্রতিবাদে ভূমিকা নিতে ৷ অন্যদিকে আবার রয়েছে এক বাবাজিও ৷ তাকে দেখেই মনে হয় সাধুবেশী এক ভণ্ড সে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: কেমন ছিল মধ্যপ্রদেশের দুর্গে শুটিংয়ের গল্প? পর্দার পিছনের রহস্য ফাঁস করলেন দেব

এই সমস্ত মশলা মিলে কোনদিকে এগোবে গল্প, সেটাই দেখার এই সিরিজে ৷ তবে ইতিমধ্যেই ঋত্বিকের লুক নিয়ে কিছুটা বিতর্ক হয়েছে ৷ তাঁর চরিত্রের সঙ্গে 'সেক্রেড গেমস'-এর পঙ্কজ ত্রিপাঠীর লুকের মিল পেয়েছেন অনেকেই ৷ যদিও আগামীতে তিনি কীভাবে নিজেকে তুলে ধরেন সেটাই দেখার ৷ তবে ট্রেলারে যে আভাস মিলল তাতে বোঝা যায় টান টান রহস্যের মোড়ক নিয়ে তৈরি হতে চলেছে 'আবার প্রলয়' ৷ তাই শাহরুখের সংলাপ তুলে বোধহয় বলাই যায়, "কুর্সি কি পেটি বাঁধলো মৌসম বিগড় নে বালা হ্য়ায় ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.