ETV Bharat / entertainment

Sara on Cannes Experience: 'বিশ্বদরবারে ভারতীয় সংস্কৃতি তুলে ধরা আমার কর্তব্য', কান ফেস্টিভ্যালের অভিজ্ঞতা নিয়ে আপ্লুত সারা

76তম কান ফিল্ম ফেস্ট্যিভ্যালে প্রথমবার রেড কার্পেটে হেঁটেছেন সারা আলি খান । দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি । সেটা কতটা গর্বের, আইফা অনুষ্ঠানে যোগ দিয়ে অভিব্যক্তি সারার ।

Sara on Cannes experience
কান ফেস্টিভ্যালের অভিজ্ঞতা নিয়ে আপ্লুত সারা
author img

By

Published : May 28, 2023, 10:47 PM IST

হায়দরাবাদ, 28 মে : চলতি বছর কান ফিল্ম ফেস্টিভ্যালের লাল গালিচায় প্রথমবার পা রেখেছেন অভিনেত্রী সারা আলি খান । রেড কার্পেট মাতিয়ে দিয়েছিলেন তাঁর ফ্যাশন স্টেটমেন্টে । এবার এক সাক্ষাৎকারে ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও একবার তুলে ধরলেন নবাব নন্দিনী । বিশ্বমঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা মানে দেশকে বিশ্ব দরবারে তুলে ধরা, আর সেটা অত্যন্ত গর্বের । আইফা অ্যাওয়ার্ড সেরেমনিতে উপস্থিত থেকে সারা আলি খানের বক্তব্য মুগ্ধ করেছে নেটিজেনদের ।

কেদারনাথ ছবি দিয়ে বি-টাউনে পা রেখেছিলেন সইফ-অমৃতা কন্যা সারা আলি খান । খুব কম সময়ে একের পর এক ছবিতে নিজের অভিনয় দক্ষতায় জায়গা করে নিয়েছেন দর্শকমনে । 'সিম্বা' বা 'আতরঙ্গি রে'-এর মতো ছবি তাঁকে দর্শকমহলে আরও জনপ্রিয় করে তুলেছে । 76তম কান ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর পা রাখা সেই জনপ্রিয়তাকে এগিয়ে দিয়েছে আরও এক ধাপ । সম্প্রতি আবু ধাবিতে 'আইফা অ্যাওয়ার্ড' অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী । সেখানে তাঁকে কান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দেওয়ার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল ।

জবাবে অভিনেত্রী বলেন, "আমি মনে করি বিশ্বদরবারে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরা উচিত । আমাদের দেশে একাধিক ভিন্ন ধারার সংস্কৃতি রয়েছে । বিভিন্ন ভাষাধর্মীর মানুষ এখানে থাকেন একসঙ্গে । এখানে ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে টান রয়েছে আমাদের । আমি গর্বিত, কান-এর মঞ্চে আমার দেশ সম্পর্কে কথা বলতে পেরে ।"

তিনি আরও বলেন, "কান-এ ইন্ডিয়ান প্যাভিলিয়নের তরফ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল । পাশাপাশি রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের তরফ থেকেও আমন্ত্রণ পেয়েছিলাম । সিনেমা জগতে মহিলাদের অবদান, ক্যামেরার সামনে ও ক্যামেরার পিছনে, সেই স্বীকৃতিকেই তুলে ধরা হয়েছে ।" তিনি আরও জানিয়েছেন, কান ফিল্ম ফেস্টিভ্যালের নারী-অভিনেত্রী-ভারতীয়, এই তিনটি বিভাগকে প্রতিনিধিত্ব করেছেন ।

পাশাপাশি, কাজের বিষয়ে তিনি জানান, পাশ্চাত্য ছবির দুনিয়ায় যদি তাঁর কাছে কোনও ছবির অফার আসে অবশ্যই তিনি করবেন । সারা বলেন, "এখানে অনেক কিছু আছে যা আমি করতে চাই । সেটা ভারতীয় সিনেমা হোক বা পাশ্চাত্য সিনেমা । আমাদের দেশে এখনও এত ধরনের ভাষা রয়েছে যা নিয়ে আমি কাজ করিনি । আবার এটাও ঠিক হলিউডেও কাজ করিনি । তাই করতে ইচ্ছুক ।"

আরও পড়ুন: 'শাহরুখের কথা বলছেন তো ?', বিদেশি অনুরাগীনী 'প্রেম প্রস্তাব' দিতেই বললেন সলমন

প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় লক্ষ্মণ উতেকর পরিচালিত জরা হটকে জরা বাঁচকে । প্রথমবার ছবিতে ভিকি কৌশলের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী । 2 জুন ছবির মুক্তি ।

হায়দরাবাদ, 28 মে : চলতি বছর কান ফিল্ম ফেস্টিভ্যালের লাল গালিচায় প্রথমবার পা রেখেছেন অভিনেত্রী সারা আলি খান । রেড কার্পেট মাতিয়ে দিয়েছিলেন তাঁর ফ্যাশন স্টেটমেন্টে । এবার এক সাক্ষাৎকারে ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও একবার তুলে ধরলেন নবাব নন্দিনী । বিশ্বমঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা মানে দেশকে বিশ্ব দরবারে তুলে ধরা, আর সেটা অত্যন্ত গর্বের । আইফা অ্যাওয়ার্ড সেরেমনিতে উপস্থিত থেকে সারা আলি খানের বক্তব্য মুগ্ধ করেছে নেটিজেনদের ।

কেদারনাথ ছবি দিয়ে বি-টাউনে পা রেখেছিলেন সইফ-অমৃতা কন্যা সারা আলি খান । খুব কম সময়ে একের পর এক ছবিতে নিজের অভিনয় দক্ষতায় জায়গা করে নিয়েছেন দর্শকমনে । 'সিম্বা' বা 'আতরঙ্গি রে'-এর মতো ছবি তাঁকে দর্শকমহলে আরও জনপ্রিয় করে তুলেছে । 76তম কান ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর পা রাখা সেই জনপ্রিয়তাকে এগিয়ে দিয়েছে আরও এক ধাপ । সম্প্রতি আবু ধাবিতে 'আইফা অ্যাওয়ার্ড' অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী । সেখানে তাঁকে কান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দেওয়ার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল ।

জবাবে অভিনেত্রী বলেন, "আমি মনে করি বিশ্বদরবারে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরা উচিত । আমাদের দেশে একাধিক ভিন্ন ধারার সংস্কৃতি রয়েছে । বিভিন্ন ভাষাধর্মীর মানুষ এখানে থাকেন একসঙ্গে । এখানে ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে টান রয়েছে আমাদের । আমি গর্বিত, কান-এর মঞ্চে আমার দেশ সম্পর্কে কথা বলতে পেরে ।"

তিনি আরও বলেন, "কান-এ ইন্ডিয়ান প্যাভিলিয়নের তরফ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল । পাশাপাশি রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের তরফ থেকেও আমন্ত্রণ পেয়েছিলাম । সিনেমা জগতে মহিলাদের অবদান, ক্যামেরার সামনে ও ক্যামেরার পিছনে, সেই স্বীকৃতিকেই তুলে ধরা হয়েছে ।" তিনি আরও জানিয়েছেন, কান ফিল্ম ফেস্টিভ্যালের নারী-অভিনেত্রী-ভারতীয়, এই তিনটি বিভাগকে প্রতিনিধিত্ব করেছেন ।

পাশাপাশি, কাজের বিষয়ে তিনি জানান, পাশ্চাত্য ছবির দুনিয়ায় যদি তাঁর কাছে কোনও ছবির অফার আসে অবশ্যই তিনি করবেন । সারা বলেন, "এখানে অনেক কিছু আছে যা আমি করতে চাই । সেটা ভারতীয় সিনেমা হোক বা পাশ্চাত্য সিনেমা । আমাদের দেশে এখনও এত ধরনের ভাষা রয়েছে যা নিয়ে আমি কাজ করিনি । আবার এটাও ঠিক হলিউডেও কাজ করিনি । তাই করতে ইচ্ছুক ।"

আরও পড়ুন: 'শাহরুখের কথা বলছেন তো ?', বিদেশি অনুরাগীনী 'প্রেম প্রস্তাব' দিতেই বললেন সলমন

প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় লক্ষ্মণ উতেকর পরিচালিত জরা হটকে জরা বাঁচকে । প্রথমবার ছবিতে ভিকি কৌশলের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী । 2 জুন ছবির মুক্তি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.