ETV Bharat / entertainment

Sara and Ananya in Qatar: কাতারে ক্যামেরাবন্দি সারা-অনন্যা, কীভাবে সময় কাটছে দুই ডিভার ?

ফ্যাশন ডিভা সারা আলি খান এবং অনন্যা পাণ্ডে এবার একসঙ্গে ক্যামেরা বন্দি হলেন কাতারে ৷ নিজেদের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন দুই নায়িকা(Sara Ananya Share Glimpses of Their Trip) ৷

Sara Ananya in Qatar
ফ্যাশন ডিভা সারা আলি খান এবং অনন্যা পাণ্ডে এবার একসঙ্গে ক্যামেরা বন্দি হলেন কাতারে
author img

By

Published : Feb 22, 2023, 10:12 AM IST

মুম্বই, 22 ফেব্রুয়ারি: বলিউডের দুই সুপারহট ডিভা সারা আলি খান এবং অনন্যা পাণ্ডে এখন সোশাল মিডিয়ার অন্যতম সেনসেশন ৷ সম্প্রতি অনন্যা তাঁর কাতার ভ্রমণের বেশকিছু ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন । তাতে তাঁকে দেখা গিয়েছে 'কেদারনাথ' স্টার সারা আলি খানের সঙ্গে ৷ অন্যদিকে, সারাও তাঁর সোশাল মিডিয়ায় কাতার ট্রিপের বেশকিছু ছবি শেয়ার করেছেন ৷ দুই ডিভাকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত নেটপাড়া (Sara Ananya Share Glimpses of Their Trip) ৷

অনন্যার সঙ্গে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে সার লিখেছেন, 'সবচেয়ে সুন্দরী (যুবতী) অনন্যা পাণ্ডের সঙ্গে' ৷ আর অন্যদিকে অনন্যা যে ছবি শেয়ার করেছেন তাতে লেখা, 'আমার প্রিয় সারা আলির খানের সঙ্গে আবার দেখা' ৷ সারা এমনিতেই তাঁর বিভিন্ন ভ্রমণের ডায়েরির ঝলক পোস্ট করেই থাকেন সোশাল মিডিয়ায় ৷ এবারও তাঁর ব্য়তিক্রম হয়নি ৷ যদিও তাঁরা একসঙ্গে কাতারে কেন তা জানা যায়নি ৷ তবে অনুমান, কোনও বিজ্ঞাপনী ফটোশুটের কারণেই কাতারে রয়েছেন দুই অভিনেত্রী ৷

অনন্যাও তাঁর সাম্প্রতিক কাতার ট্রিপের যে ঝলক শেয়ার করেছেন সেখানে কখনও তাঁকে সুস্বাদু খাবার উপভোগ করতে দেখা গিয়েছে, কখনও আবার দেখা গিয়েছে শুটিংয়ের জন্য প্রস্তুত হতে। এই ছবি এখন বেশ ভাইরাল নেটপাড়ায় ৷ অন্য়দিকে, সারা যে ছবিগুলি শেয়ার করেছেন সেখানে তাঁকে দেখা গিয়েছে কালো ফ্লোরাল ড্রেসে ৷ তিনিও শেয়ার করেছেন সুস্বাদু খাবারের ছবি ৷

Sara Ananya Share Glimpses of Their Trip
কাতার থেকে একসঙ্গে ছবি শেয়ার করলেন সারা অনন্য়া
আরও পড়ুন: 'মা তোমার থেকে আমার শুরু, তোমাতেই শেষ', শ্রীদেবী স্মরণ করে লিখলেন জাহ্নবী

অভিনয়ের কথা বলতে গেলে অনন্যাকে শেষ পর্দায় দেখা গিয়েছে বিজয়ের সঙ্গে লাইগার ছবিতে ৷ যদিও সেই ছবি খুব একটা বাণিজ্যিক সাফল্য পায়নি ৷ অন্যদিকে, সারা আলি খানের হাতে বর্তমানে রয়েছে বেশ কয়েকটি কাজ ৷ একদিকে যেমন তাঁকে দেখা যাবে লক্ষণ উতেকারের ছবিতে তেমনই আবার তিনি অভিনয় করতে চলেছেন স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহেতার চরিত্রেও ৷

মুম্বই, 22 ফেব্রুয়ারি: বলিউডের দুই সুপারহট ডিভা সারা আলি খান এবং অনন্যা পাণ্ডে এখন সোশাল মিডিয়ার অন্যতম সেনসেশন ৷ সম্প্রতি অনন্যা তাঁর কাতার ভ্রমণের বেশকিছু ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন । তাতে তাঁকে দেখা গিয়েছে 'কেদারনাথ' স্টার সারা আলি খানের সঙ্গে ৷ অন্যদিকে, সারাও তাঁর সোশাল মিডিয়ায় কাতার ট্রিপের বেশকিছু ছবি শেয়ার করেছেন ৷ দুই ডিভাকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত নেটপাড়া (Sara Ananya Share Glimpses of Their Trip) ৷

অনন্যার সঙ্গে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে সার লিখেছেন, 'সবচেয়ে সুন্দরী (যুবতী) অনন্যা পাণ্ডের সঙ্গে' ৷ আর অন্যদিকে অনন্যা যে ছবি শেয়ার করেছেন তাতে লেখা, 'আমার প্রিয় সারা আলির খানের সঙ্গে আবার দেখা' ৷ সারা এমনিতেই তাঁর বিভিন্ন ভ্রমণের ডায়েরির ঝলক পোস্ট করেই থাকেন সোশাল মিডিয়ায় ৷ এবারও তাঁর ব্য়তিক্রম হয়নি ৷ যদিও তাঁরা একসঙ্গে কাতারে কেন তা জানা যায়নি ৷ তবে অনুমান, কোনও বিজ্ঞাপনী ফটোশুটের কারণেই কাতারে রয়েছেন দুই অভিনেত্রী ৷

অনন্যাও তাঁর সাম্প্রতিক কাতার ট্রিপের যে ঝলক শেয়ার করেছেন সেখানে কখনও তাঁকে সুস্বাদু খাবার উপভোগ করতে দেখা গিয়েছে, কখনও আবার দেখা গিয়েছে শুটিংয়ের জন্য প্রস্তুত হতে। এই ছবি এখন বেশ ভাইরাল নেটপাড়ায় ৷ অন্য়দিকে, সারা যে ছবিগুলি শেয়ার করেছেন সেখানে তাঁকে দেখা গিয়েছে কালো ফ্লোরাল ড্রেসে ৷ তিনিও শেয়ার করেছেন সুস্বাদু খাবারের ছবি ৷

Sara Ananya Share Glimpses of Their Trip
কাতার থেকে একসঙ্গে ছবি শেয়ার করলেন সারা অনন্য়া
আরও পড়ুন: 'মা তোমার থেকে আমার শুরু, তোমাতেই শেষ', শ্রীদেবী স্মরণ করে লিখলেন জাহ্নবী

অভিনয়ের কথা বলতে গেলে অনন্যাকে শেষ পর্দায় দেখা গিয়েছে বিজয়ের সঙ্গে লাইগার ছবিতে ৷ যদিও সেই ছবি খুব একটা বাণিজ্যিক সাফল্য পায়নি ৷ অন্যদিকে, সারা আলি খানের হাতে বর্তমানে রয়েছে বেশ কয়েকটি কাজ ৷ একদিকে যেমন তাঁকে দেখা যাবে লক্ষণ উতেকারের ছবিতে তেমনই আবার তিনি অভিনয় করতে চলেছেন স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহেতার চরিত্রেও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.