ETV Bharat / entertainment

'রণবীরের কেরিয়ারের সেরা ছবি;' নেটপাড়ায় 'অ্যানিম্যাল' ম্যাজিক - রণবীর কাপুর

Animal X reviews: সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত রণবীর কাপুর, অনিল কাপুর, রশ্মিকা মন্দানা ও ববি দেওল অভিনীত 'অ্যানিম্যাল' মুক্তির প্রথম দিনেই ঝড় তুলেছে নেট দুনিয়ায় ৷ কী বলছেন নেটিজেনরা দেখে নিন ৷

Etv Bharat
'অ্যানিম্যাল' ম্যানিয়ায় মেতেছে নেটপাড়া
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2023, 2:10 PM IST

হায়দরাবাদ, 1 ডিসেম্বর: প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত রিভেঞ্জ ড্রামা 'অ্যানিম্যাল' ৷ মুক্তির আগে থেকেই এই ছবি দর্শক দরবারে তৈরি করেছিল কৌতুহল ৷ অ্যাডভান্স টিকিট বুকিংয়ে তার ছাপ পড়েছিল যথেষ্ট ৷ এবার কেমন হল সিনেমা দেখার অভিজ্ঞতা সোশাল মিডিয়ায় জানালেন অনুরাগীরা ৷

এর আগে রণবীর কাপুর, অনিল কাপুর ও ববি দেওলকে এই অবতারে নাকি দেখেননি দর্শক ৷ সোশাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে অ্যানিম্যাল ছবিকে ইতিমধ্যেই ব্লকব্লাস্টার তকমা দিয়ে দিয়েছেন দর্শকরা ৷ এক অনুরাগী লিখেছেন, "এক কথায় বলা যায় এই ছবি অসাধারণ ৷ পাঁচে এই ছবিকে সাড়ে তিন দেওয়া যায় ৷ রণবীর কাপুরকে তাঁর ফিল্মি কেরিয়ারে এই অবতারে আগে কখনও দেখা যায়নি ৷"

ছবির প্রেক্ষাপট তৈরি হয়েছে বাবা-ছেলের সম্পর্ককে কেন্দ্র করে ৷ যেখানে বাবার ভালোবাসা পেতে ছেলে কী কী করতে পারে, সেই দিক যেমন তুলে ধরা হয়েছে তেমনই বাবার শত্রুদের শেষ করার জন্য বদলা নিতে অন্ধকারের দুনিয়ায় নামে ছেলে ৷ তারপর কী হয়, কীভাবে হয় তা জানতে হলে অবশ্যই যেতে হবে প্রেক্ষাগৃহে ৷ দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই এই ছবি দর্শকের প্রশংসা পেয়েছে ৷ সকালের শো যেমন ছিল হাউসফুল, তেমনই রাতের শোয়ে বাড়ছে ভিড় ৷

বলিউড ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এই ছবিকে ম্যাসিভ হিট বলে উল্লেখ করেছেন ৷ তিনি লিখেছেন, "অ্যানিম্যাল শুরু হয়েছে অসাধারণভাবে ৷ মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গল স্ক্রিন, সব জায়গায় ছড়িয়ে গিয়েছে অ্যানিম্যাল ম্যানিয়া ৷ গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে রণবীর কাপুরের কেরিয়ারে এই ছবি বিগেস্ট ওপেনার ৷"

  • Post interval almost 30 min drag and not so engaging
    Malli climax vachesariki ok ok anela lagadu
    But terrific first half enough to watch this movie 🔥💥#Animal #AnimalMovieReview

    — hypocrite 🃏 (@movie_lunatic) December 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আর এক অনুরাগী লিখেছেন, "পরিচালক সন্দীপ রেড্ডির আরও একটা মাস্টার পিস দর্শকদের উপহার দিলেন ৷ রণবীর পুরো বম্ব ৷" আবার কেউ লিখেছেন, "এটা দারুণ ৷ 500 কেজি মেশিন গান চালানোর দৃশ্য মারাত্মক ৷"

আরও পড়ুন

1. হাতে হাত রেখে 'ইন্টিমেট ডিনার' শেষে ক্যামেরাবন্দি বিজয়-তমান্না

2. পৃথিবীতে স্বাগত 'ইয়ালিনি', ইউভানের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রাখলেন রাজ-শুভশ্রী

3. অ্যানিম্যালের ভাইরাল দৃশ্যে কেন দাঁতে দাঁত চেপে সংলাপ বলেন রশ্মিকা ? জানালেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা

হায়দরাবাদ, 1 ডিসেম্বর: প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত রিভেঞ্জ ড্রামা 'অ্যানিম্যাল' ৷ মুক্তির আগে থেকেই এই ছবি দর্শক দরবারে তৈরি করেছিল কৌতুহল ৷ অ্যাডভান্স টিকিট বুকিংয়ে তার ছাপ পড়েছিল যথেষ্ট ৷ এবার কেমন হল সিনেমা দেখার অভিজ্ঞতা সোশাল মিডিয়ায় জানালেন অনুরাগীরা ৷

এর আগে রণবীর কাপুর, অনিল কাপুর ও ববি দেওলকে এই অবতারে নাকি দেখেননি দর্শক ৷ সোশাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে অ্যানিম্যাল ছবিকে ইতিমধ্যেই ব্লকব্লাস্টার তকমা দিয়ে দিয়েছেন দর্শকরা ৷ এক অনুরাগী লিখেছেন, "এক কথায় বলা যায় এই ছবি অসাধারণ ৷ পাঁচে এই ছবিকে সাড়ে তিন দেওয়া যায় ৷ রণবীর কাপুরকে তাঁর ফিল্মি কেরিয়ারে এই অবতারে আগে কখনও দেখা যায়নি ৷"

ছবির প্রেক্ষাপট তৈরি হয়েছে বাবা-ছেলের সম্পর্ককে কেন্দ্র করে ৷ যেখানে বাবার ভালোবাসা পেতে ছেলে কী কী করতে পারে, সেই দিক যেমন তুলে ধরা হয়েছে তেমনই বাবার শত্রুদের শেষ করার জন্য বদলা নিতে অন্ধকারের দুনিয়ায় নামে ছেলে ৷ তারপর কী হয়, কীভাবে হয় তা জানতে হলে অবশ্যই যেতে হবে প্রেক্ষাগৃহে ৷ দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই এই ছবি দর্শকের প্রশংসা পেয়েছে ৷ সকালের শো যেমন ছিল হাউসফুল, তেমনই রাতের শোয়ে বাড়ছে ভিড় ৷

বলিউড ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এই ছবিকে ম্যাসিভ হিট বলে উল্লেখ করেছেন ৷ তিনি লিখেছেন, "অ্যানিম্যাল শুরু হয়েছে অসাধারণভাবে ৷ মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গল স্ক্রিন, সব জায়গায় ছড়িয়ে গিয়েছে অ্যানিম্যাল ম্যানিয়া ৷ গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে রণবীর কাপুরের কেরিয়ারে এই ছবি বিগেস্ট ওপেনার ৷"

  • Post interval almost 30 min drag and not so engaging
    Malli climax vachesariki ok ok anela lagadu
    But terrific first half enough to watch this movie 🔥💥#Animal #AnimalMovieReview

    — hypocrite 🃏 (@movie_lunatic) December 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আর এক অনুরাগী লিখেছেন, "পরিচালক সন্দীপ রেড্ডির আরও একটা মাস্টার পিস দর্শকদের উপহার দিলেন ৷ রণবীর পুরো বম্ব ৷" আবার কেউ লিখেছেন, "এটা দারুণ ৷ 500 কেজি মেশিন গান চালানোর দৃশ্য মারাত্মক ৷"

আরও পড়ুন

1. হাতে হাত রেখে 'ইন্টিমেট ডিনার' শেষে ক্যামেরাবন্দি বিজয়-তমান্না

2. পৃথিবীতে স্বাগত 'ইয়ালিনি', ইউভানের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রাখলেন রাজ-শুভশ্রী

3. অ্যানিম্যালের ভাইরাল দৃশ্যে কেন দাঁতে দাঁত চেপে সংলাপ বলেন রশ্মিকা ? জানালেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.