হায়দরাবাদ, 23 এপ্রিল: বলিউডের সুপারস্টার সলমন খানের সঙ্গে এখনও তাঁর প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানির সম্পর্কটা বেশ ভালো ৷ প্রাক্তন এই দুই প্রেমিক-প্রেমিকা তাঁদের বন্ধুত্ব বজায় রেখেছেন ৷ এমনকী সঙ্গীতা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরেও সেই সম্পর্ক অটুট রয়েছে । বছরের পর বছর ধরে খান পরিবারের ছোট-বড় সব অনুষ্ঠানেই আসেন সঙ্গীতা বিজলানি । তিনি শনিবার সলমনের ছোট বোন অর্পিতা খান শর্মার ঈদের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন ৷ সেখানেই তাঁর সঙ্গে দাবাং তারকার একটি ভিডিয়ো অনলাইনে প্রকাশিত হয়েছে ৷ আর খুব স্বাভাবিক ভাবেই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো ৷
অর্পিতার ঈদের পার্টিতে সঙ্গীতা ও সলমনকে বেশ ভালো মেজাজে দেখা গিয়েছে । দুজনকে একসঙ্গে অর্পিতার বাড়ি থেকে বের হতে দেখা যায় । তাঁরা তাঁদের পৃথক পথে যাওয়ার আগে এই প্রাক্তন জুটি একে-অপরের সঙ্গে মশকরায় মেতে ওঠেন এবং তাঁদের সেই খুনসুটির মুহূর্ত ক্যামেরায় বন্দি হয় । ইন্টারনেটে ঘুরে বেড়ানো একটি ভিডিয়োতে দেখা যায়, সঙ্গীতা হাসতে হাসতে সলমনের গালে ঘুষি মারছেন । পার্টিতে আইভরি শারারায় মোহময়ী লাগছিল সঙ্গীতা বিজলানিকে ৷ আর অল ব্ল্যাক পোশাকে সলমনকেও দুরন্ত দেখাচ্ছিল ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ভিডিয়োটি ইনস্টাগ্রামে একজন পাপারাৎজি শেয়ার করার পরপরই, এতে প্রতিক্রিয়া দিতে শুরু করেন নেটিজেনরা ৷ সলমন ও সঙ্গীতার ভাইরাল ভিডিয়ো সম্পর্কে মন্তব্য করে একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, "প্রথম প্রথমই হয় !" অপর একজন বলেছেন, "ভাই তো সচ মে ভাই হ্যায় লেকিন কিসি কি জান ভি হ্যায় ।" একজন ব্যবহারকারী সঙ্গীতাকে সলমন খানের বিয়ে না করার জন্য দায়ী করে লিখেছেন, তাঁর কারণেই সলমন কখনও বিয়ে করেননি ৷ এই ভিডিয়ো দেখে অনেকেরই প্রশ্ন, তাহলে কি ভাইজানের প্রাক্তন প্রেমই আবার বর্তমান হতে চলেছে ?
1994 সালে সলমন খান ও সঙ্গীতা বিজলানি প্রায় বিয়ে করেই ফেলেছিলেন । বিয়ের কার্ডও ছাপানো হয়ে গিয়েছিল ৷ কিন্তু এরপর দুজনে আর সেই পথে এগোননি ৷ কারণ পাকিস্তানি-আমেরিকান অভিনেত্রী সোমি আলির সঙ্গে সলমনকে ধরে ফেলেন সঙ্গীতা ৷ তাঁর প্রতি 'প্রতারণা'র কারণে বিয়ে ভেঙে দেন তিনি ৷ অবশেষে ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সঙ্গীতা ৷ কিন্তু প্রায় 14 বছর বিবাহিত জীবন কাটিয়ে বিচ্ছেদ ঘটে তাঁদের মধ্যে ।
আরও পড়ুন: সলমনের বোনের ঈদ পার্টিতে চাঁদের হাট, ক্যাটরিনার পাশাপাশি চর্চায় পলক-ইব্রাহিম