ETV Bharat / entertainment

KKBKKJ Box Office Collection: সপ্তাহের শুরুতেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল 'কিসি কা ভাই কিসি কি জান' - KKBKKJ Box Office Collection

সোমবার পর্যন্ত বক্স অফিসে মোট 74 কোটি টাকা আয় করল সলমনের 'কিসি কা ভাই কিসি কি জান' । রবিবারের তুলনার সোমবার এই ছবির আয় অবশ্য় ছিল বেশ কিছুটা কম ।

Salman KKBKKJ Box Office Collection
ব্যবসায় বড় পতন কিসি কা ভাই কিসি কি জান ছবির
author img

By

Published : Apr 25, 2023, 3:30 PM IST

হায়দরাবাদ, 25 এপ্রিল: সলমন ফের একবার পর্দায় ফিরেছেন ফ্যামিলি এন্টারটেইনার 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির হাত ধরে । ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে । শনিবার এবং রবিবার যদিও বেশ ভালো ব্যবসা দিয়েছিল এই ছবি তবে সোমবার আসতেই ফের একবার বড় পতন চোখে পড়ল । সোমবার এই ছবি আয় করল মাত্র 10.5 কোটি টাকা ।

সোমবার পর্যন্ত সামনে আসা হিসাব অনুযায়ী, 'কিসি কা ভাই কিসি কি জান' সারা দেশে মোট আয় করেছে 74 কোটি টাকা । প্রথমদিন প্রায় 15 কোটি টাকা দিয়ে খাতা খুলেছিল ভাইজানের এই অ্যাকশন এন্টারটেইনার । এরপর শনিবার এবং রবিবার দারুণ ব্যবসা করেছিল এই ছবি । প্রথম উইকএন্ডে শনিবার 25 কোটি এবং রবিবার 26 কোটি টাকা আয় করেছিল 'কিসি কা ভাই কিসি কি জান' ।

সানক্লিকের রিপোর্ট বলছে, দেশে-বিদেশ মিলিয়ে ইতিমধ্য়েই 100 কোটির ক্লাবে ঢুকে পড়েছে সলমনের এই ছবি । যদিও সলমনের অন্যান্য হিট ছবির তুলনায় তেমন ভালো আয় করতে পারছে না 'কিসি কা ভাই কিসি কি জান' ৷ তবে প্যান্ডেমিকের পরে মুক্তি পাওয়া ছবি হিসাবে খুব হতাশাজনক ফল করছে না সলমনের এই নতুন প্রজেক্ট । সারা দেশ জুড়ে দিনে প্রায় 16000 শো পেয়েছিল কেকেবিকেকেজে ।

ফারহাদ সামজির এই ছবিতে নায়ক সলমনের সহযোদ্ধা হিসাবে দেখা গিয়েছে ভেঙ্কটেশকে । আর সলমনের বিপরীতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন জগপতি বাবু । এছাড়াও এই ছবিতে রয়েছেন রাঘব জুয়াল, জ্যাসি গিল, শেহনাজ গিল, পলক তিওয়ারি, ভূমিকা চাওলা, অভিমন্যু সিং এবং ভিনালি ভাটনাগরের মতো অভিনেতা-অভিনেত্রীরা । প্রায় চার বছর পর এই ছবির হাত ধরে সলমন তাঁর অনুরাগীদের জন্য় নিয়ে এসেছেন ঈদের উপহার। 'কিসি কা ভাই কিসি কি জান' প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত 21 এপ্রিল ।

আরও পড়ুন: কবে হবে 96তম অস্কার প্রদান অনুষ্ঠান ? দিনক্ষণ ঠিক করে ফেলল অ্যাকাডেমি

হায়দরাবাদ, 25 এপ্রিল: সলমন ফের একবার পর্দায় ফিরেছেন ফ্যামিলি এন্টারটেইনার 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির হাত ধরে । ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে । শনিবার এবং রবিবার যদিও বেশ ভালো ব্যবসা দিয়েছিল এই ছবি তবে সোমবার আসতেই ফের একবার বড় পতন চোখে পড়ল । সোমবার এই ছবি আয় করল মাত্র 10.5 কোটি টাকা ।

সোমবার পর্যন্ত সামনে আসা হিসাব অনুযায়ী, 'কিসি কা ভাই কিসি কি জান' সারা দেশে মোট আয় করেছে 74 কোটি টাকা । প্রথমদিন প্রায় 15 কোটি টাকা দিয়ে খাতা খুলেছিল ভাইজানের এই অ্যাকশন এন্টারটেইনার । এরপর শনিবার এবং রবিবার দারুণ ব্যবসা করেছিল এই ছবি । প্রথম উইকএন্ডে শনিবার 25 কোটি এবং রবিবার 26 কোটি টাকা আয় করেছিল 'কিসি কা ভাই কিসি কি জান' ।

সানক্লিকের রিপোর্ট বলছে, দেশে-বিদেশ মিলিয়ে ইতিমধ্য়েই 100 কোটির ক্লাবে ঢুকে পড়েছে সলমনের এই ছবি । যদিও সলমনের অন্যান্য হিট ছবির তুলনায় তেমন ভালো আয় করতে পারছে না 'কিসি কা ভাই কিসি কি জান' ৷ তবে প্যান্ডেমিকের পরে মুক্তি পাওয়া ছবি হিসাবে খুব হতাশাজনক ফল করছে না সলমনের এই নতুন প্রজেক্ট । সারা দেশ জুড়ে দিনে প্রায় 16000 শো পেয়েছিল কেকেবিকেকেজে ।

ফারহাদ সামজির এই ছবিতে নায়ক সলমনের সহযোদ্ধা হিসাবে দেখা গিয়েছে ভেঙ্কটেশকে । আর সলমনের বিপরীতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন জগপতি বাবু । এছাড়াও এই ছবিতে রয়েছেন রাঘব জুয়াল, জ্যাসি গিল, শেহনাজ গিল, পলক তিওয়ারি, ভূমিকা চাওলা, অভিমন্যু সিং এবং ভিনালি ভাটনাগরের মতো অভিনেতা-অভিনেত্রীরা । প্রায় চার বছর পর এই ছবির হাত ধরে সলমন তাঁর অনুরাগীদের জন্য় নিয়ে এসেছেন ঈদের উপহার। 'কিসি কা ভাই কিসি কি জান' প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত 21 এপ্রিল ।

আরও পড়ুন: কবে হবে 96তম অস্কার প্রদান অনুষ্ঠান ? দিনক্ষণ ঠিক করে ফেলল অ্যাকাডেমি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.