ETV Bharat / entertainment

Salman-Vicky viral video: ভাইজানকে দেখে সৌজন্য ভিকির, পালটা মিলল 'অপমান' - Salman Vicky viral video

বৃহস্পতিবার ছিল আইফা অ্য়াওয়ার্ডের সাংবাদিক সম্মেলন ৷ উপস্থিত ছিলেন সলমন খান থেকে শুরু করে ভিকি কৌশল প্রমুখ ৷ সেখানেই সলমন খানের দেহরক্ষীর বিরুদ্ধে ভিকির সঙ্গে খারাপ ব্য়বহার করার অভিযোগ উঠেছে ৷

Salman-Vicky viral video
ভাইজানকে দেখে সৌজন্যতা ভিকির
author img

By

Published : May 26, 2023, 11:49 AM IST

Updated : May 26, 2023, 12:27 PM IST

হায়দরাবাদ, 26 মে: বলিউডে কারও পাশে দাঁড়ানো হোক বা কাউকে সাহায্য করা- সকলের সঙ্গেই উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য়ই পরিচিত ভাইজান ৷ তবে শুক্রবার সকাল থেকে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো আসতেই সলমনের গুণের সেই দিকটা নিয়েও উঠছে প্রশ্ন ৷ বলিউডের আর এক অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ উঠেছে সলমন তথা সলমনের দেহরক্ষীর বিরুদ্ধে ৷ তা নিয়েই তোলপাড় সোশাল মিডিয়া ৷

বলিউডের সবচেয় বড় অ্যাওয়ার্ড শো 'আইফা' ৷ এই অনুষ্ঠানকে ঘিরে আবুধাবিতে বসতে চলেছে চাঁদের হাট ৷ সোশাল মিডিয়ায় ঘুরতে থাকা ভিডিয়োতে দেখা গিয়েছে, সলমনের সঙ্গে ভিকি কৌশল কথা বলতে চাইলে বাধা দেন তাঁর দেহরক্ষীরা ৷ হাত দিয়ে দূরেও সরিয়ে দেন তাঁকে ৷ এই ভিডিয়ো সামনে আসতেই সোশাল মিডিয়ায় শুরু হয়েছে নিন্দার ঝড় ৷

কয়েক সেকেন্ডের ভিডিয়োটিতে দেখা গিয়েছে, ভিকি কৌশল একজনের সঙ্গে করিডোরে সেলফি তুলছেন ৷ বিপরীত দিক থেকে আসছেন দাবাং খান ৷ তা দেখে জায়গাও করে নেন ভিকি ৷ কিন্তু টাইগার সামনে আসতে সৌজন্য দেখিয়ে কথা বলতে যান 'উরি' অভিনেতা ৷ আর সেখানেই শুরু বিপত্তি ৷ দেখা যায়, সলমন ভিকির সঙ্গে যেতে যেতেই কথা বলছেন ৷ এরপর হ্য়ান্ডশেকের জন্য ভিকি বাড়িয়ে দেন হাত ৷ তড়িঘড়ি টাইগারের দেহরক্ষী সরিয়ে দেন হাতটা ৷

কয়েক সেকেন্ডের এই ভিডিয়ো দেখে অনেকেই মনে করছেন, সলমন খান খারাপ ব্যবহার করেছেন বলিউডের আর এক অভিনেতার সঙ্গে ৷ এক নেটিজেন লিখেছেন,"বিষয় দেখতে মোটেও ভালো নয় ৷" আবার কেউ লিখেছেন, "ওহ মাই গড ! কী বাজে ব্যবহার ! দুজনকেই দেখেই রাগি মনে হচ্ছে ৷" আরও বেশ কিছু মন্তব্য ভেসে এসেছে।

আরও পড়ুন: বিয়ের রাতে বউকে ছেড়েই মহানগরের রাস্তায় ম্যাজিকাল সময় কাটালেন আশিস

ভাইজানের সমালোচনা হতেই আসরে নেমেছেন সলমন-অনুরাগীরা ৷ তারা বলছেন, যদি ভিডিয়োটি ভালো করে লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাবে, সলমন ভিকিকে দেখে হেসেছেন ৷ এরপর করিডোর পেরিয়ে আসেন ৷ তাছাড়া ভাইজানের সঙ্গে ভিকির কোনও শত্রুতা নেই ৷ তাই শুধুমাত্র বিদ্বেষ ছড়াতেই এই ধরণের মন্তব্য সামনে আনা হচ্ছে ৷ প্রসঙ্গ, আবুধাবিতে বৃহস্পতিবার ছিল 'আইফা'র সাংবাদিক সম্মেলন ৷ সেখানেই সলমন খান জানিয়েছেন, শ্যুটিং শেষ হয়েছে 'টাইগার থ্রি'-র ৷ চলতি বছর দিওয়ালিতে মুক্তি পাবে এই ছবি ৷

হায়দরাবাদ, 26 মে: বলিউডে কারও পাশে দাঁড়ানো হোক বা কাউকে সাহায্য করা- সকলের সঙ্গেই উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য়ই পরিচিত ভাইজান ৷ তবে শুক্রবার সকাল থেকে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো আসতেই সলমনের গুণের সেই দিকটা নিয়েও উঠছে প্রশ্ন ৷ বলিউডের আর এক অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ উঠেছে সলমন তথা সলমনের দেহরক্ষীর বিরুদ্ধে ৷ তা নিয়েই তোলপাড় সোশাল মিডিয়া ৷

বলিউডের সবচেয় বড় অ্যাওয়ার্ড শো 'আইফা' ৷ এই অনুষ্ঠানকে ঘিরে আবুধাবিতে বসতে চলেছে চাঁদের হাট ৷ সোশাল মিডিয়ায় ঘুরতে থাকা ভিডিয়োতে দেখা গিয়েছে, সলমনের সঙ্গে ভিকি কৌশল কথা বলতে চাইলে বাধা দেন তাঁর দেহরক্ষীরা ৷ হাত দিয়ে দূরেও সরিয়ে দেন তাঁকে ৷ এই ভিডিয়ো সামনে আসতেই সোশাল মিডিয়ায় শুরু হয়েছে নিন্দার ঝড় ৷

কয়েক সেকেন্ডের ভিডিয়োটিতে দেখা গিয়েছে, ভিকি কৌশল একজনের সঙ্গে করিডোরে সেলফি তুলছেন ৷ বিপরীত দিক থেকে আসছেন দাবাং খান ৷ তা দেখে জায়গাও করে নেন ভিকি ৷ কিন্তু টাইগার সামনে আসতে সৌজন্য দেখিয়ে কথা বলতে যান 'উরি' অভিনেতা ৷ আর সেখানেই শুরু বিপত্তি ৷ দেখা যায়, সলমন ভিকির সঙ্গে যেতে যেতেই কথা বলছেন ৷ এরপর হ্য়ান্ডশেকের জন্য ভিকি বাড়িয়ে দেন হাত ৷ তড়িঘড়ি টাইগারের দেহরক্ষী সরিয়ে দেন হাতটা ৷

কয়েক সেকেন্ডের এই ভিডিয়ো দেখে অনেকেই মনে করছেন, সলমন খান খারাপ ব্যবহার করেছেন বলিউডের আর এক অভিনেতার সঙ্গে ৷ এক নেটিজেন লিখেছেন,"বিষয় দেখতে মোটেও ভালো নয় ৷" আবার কেউ লিখেছেন, "ওহ মাই গড ! কী বাজে ব্যবহার ! দুজনকেই দেখেই রাগি মনে হচ্ছে ৷" আরও বেশ কিছু মন্তব্য ভেসে এসেছে।

আরও পড়ুন: বিয়ের রাতে বউকে ছেড়েই মহানগরের রাস্তায় ম্যাজিকাল সময় কাটালেন আশিস

ভাইজানের সমালোচনা হতেই আসরে নেমেছেন সলমন-অনুরাগীরা ৷ তারা বলছেন, যদি ভিডিয়োটি ভালো করে লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাবে, সলমন ভিকিকে দেখে হেসেছেন ৷ এরপর করিডোর পেরিয়ে আসেন ৷ তাছাড়া ভাইজানের সঙ্গে ভিকির কোনও শত্রুতা নেই ৷ তাই শুধুমাত্র বিদ্বেষ ছড়াতেই এই ধরণের মন্তব্য সামনে আনা হচ্ছে ৷ প্রসঙ্গ, আবুধাবিতে বৃহস্পতিবার ছিল 'আইফা'র সাংবাদিক সম্মেলন ৷ সেখানেই সলমন খান জানিয়েছেন, শ্যুটিং শেষ হয়েছে 'টাইগার থ্রি'-র ৷ চলতি বছর দিওয়ালিতে মুক্তি পাবে এই ছবি ৷

Last Updated : May 26, 2023, 12:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.