মুম্বই, 13 নভেম্বর: মহারাষ্ট্রের মালেগাঁওয়ের এক সিনেমাহলে ভরতি লোক। একে রবিবার, তার উপর আবার দিওয়ালির ছুটি। সবটা মিলিয়েই অনেকেই গতকাল, মুক্তি পাওয়া সলমন খানের টাইগার 3 দেখতে গিয়েছিলেন। আর তার মধ্যেই একদল মানুষ রকেট ছেড়ে দেন। ফাটাতে থাকেন অন্যান্য বাজি। ঘটনার আকস্মিকতায় অনেকেই এতটা ভয় পেয়ে যান যে তাঁরা বেরিয়ে আসেন হল থেকে। আর এই ধাক্কাধাক্কি, হুড়োহুড়িতে আহত হন অনেকেই। তবে বড় কিছু হতে পারত, কিন্তু এমনটা হয়নি ৷ এই ঘটনায় এবার মুখ খুললেন ছবির নায়ক সলমন ৷
" class="align-text-top noRightClick twitterSection" data="আজ, সোমবার টুইট করে (এক্স) ভাইজান লিখলেন, "আমি টাইগার 3-এর সময় থিয়েটারের ভিতরে আতশবাজির কথা শুনছি। এটা বিপজ্জনক ৷ আসুন নিজেকে এবং অন্যদের ঝুঁকিতে না-ফেলে সিনেমাটি উপভোগ করি। নিরাপদ থাক ৷"
I'm hearing about fireworks inside theaters during Tiger3. This is dangerous. Let's enjoy the film without putting ourselves and others at risk. Stay safe.
— Salman Khan (@BeingSalmanKhan) November 13, 2023
">I'm hearing about fireworks inside theaters during Tiger3. This is dangerous. Let's enjoy the film without putting ourselves and others at risk. Stay safe.
— Salman Khan (@BeingSalmanKhan) November 13, 2023
I'm hearing about fireworks inside theaters during Tiger3. This is dangerous. Let's enjoy the film without putting ourselves and others at risk. Stay safe.
— Salman Khan (@BeingSalmanKhan) November 13, 2023