ETV Bharat / entertainment

Tiger 3 box office collection day 1: শাহরুখ-সলমনের ব্রোম্যান্স ও অ্যাকশনে ভরপুর 'টাইগার 3' বক্সঅফিসে দেখাল ম্যাজিক - Tiger 3

দিওয়ালির আবহে বিনোদনের রসদ দিয়ে পর্দায় হাজির টাইগার ৷ সলমন-ক্যাটরিনার অ্যাকশন, ইমরান হাসমির নেতিবাচক অভিনয় কেমন লাগল দর্শকদের, বক্সঅফিস কালেকশনেই স্পষ্ট ৷

Etv Bharat
টাইগার 3 বক্সঅফিস
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2023, 12:14 PM IST

হায়দরাবাদ, 13 নভেম্বর: মুক্তির প্রথম দিনেই বক্সঅফিসে ম্যাজিক দেখিয়েছে সলমন খান ও ক্যাটরিনা কাইফের 'টাইগার 3' ৷ মণীশ শর্মা পরিচালত যশ রাজ প্রযোজনার স্পাই থ্রিলার দেখতে সকাল থেকে প্রেক্ষাগৃহের সামনে ভিড় দেখা গিয়েছে দর্শকদের ৷ ফলত, স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী ভারতে প্রথম দিনে এই ছবির ঝুলিতে এসেছে 44.5 কোটি টাকা ৷

'জওয়ান' ও 'পাঠান', শাহরুখ খানের দুই মেগাহিট ছবি প্রথম দিনে ভালো ব্যবসা করেছিল ৷ সেই জায়গায় দাঁড়িয়ে সমীক্ষা অনুযায়ী, হিন্দি ছবি হিসাবে 'টাইগার' রইল তৃতীয় স্থানে ৷ টাইগার মুক্তি পেয়েছে রবিবার দিওয়ালিকে সামনে রেখে ৷ 'জওয়ান' মুক্তি পেয়েছিল জন্মাষ্টমীর দিন বৃহস্পতিবার এবং 'পাঠান' মুক্তি পেয়েছিল বুধবার ৷ এই ট্রেড পোর্টাল অনুযায়ী সব ভাষা মিলিয়ে 'টাইগার 3' প্রথমদিনে বক্সঅফিসে তুলেছে 44.5 কোটি টাকা ৷

অ্যাডভান্স বুকিং থেকেই এগিয়ে ছিল ভাইজানের 'টাইগার' ৷ প্রায় 40 কোটি টিকিট বিক্রি হয়েছিল ৷ অ্যাডভান্স বুকিং দেখেই আশা করা হয়েছিল, এই ছবি প্রথম দিনে ব্যবসা হতে পারে 35 কোটি ৷ সেই তুলনায় ছবির ব্যবসা যথেষ্ট ভালো হয়েছে বলেই মত ছবি সমালোচকদের ৷ ফিল্ম ক্রিটিক তরণ আদর্শ বলেন, "টাইগার 3-র মিডনাইট শো শুরু হয়েছে ৷ রাতের প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় নজর কেড়েছে ৷ অপ্রত্যাশিত সাফল্য পেয়েছে এই ছবি ৷ উৎসবের আমেজ থাকায় ছবির ব্যবসা আরও ভালো হবে ৷ আগামিদিনে ছবির বক্সঅফিস কালেকশন আরও ভালো হবে ৷"

এর আগে 2019 সালে সলমন খান ও ক্যাটরিনা কাইফের ভারত ছবি মুক্তির প্রথম দিনে আয় করেছিল 42.3 কোটি টাকা ৷ সেই জায়গায় দাঁড়িয়ে 'টাইগার 3' ছবির আয় ভালোই হয়েছে ৷ ভাইজান ও ক্যাটরিনার অ্যাকশন ছাড়াও নজর কেড়েছে ইমরান হাসমির অভিনয়ও ৷ বাদ যায় না, শাহরুখ-সলমনের অ্যাকশন দৃশ্যও ৷ পাশাপাশি, নেতিবাচক চরিত্রে ইমরানের অভিনয় নজর কেড়েছে দর্শকদের ৷ টাইগার ফ্রাঞ্চাইজির তিন নম্বর ছবি 'টাইগার 3' ৷ এই ছবি কী কী রেকর্ড আগামিদিনের ভাঙে, সেটাই দেখার ৷

আরও পড়ুন:

1. প্রকাশ্যে টাইগার-পাঠান জুটির ঝলক ! মিশনে সলমনকে বাঁচাতে হাত বাড়ালেন শাহরুখ

2. ডিসেম্বরেই আসবে 'সালার' ট্রেলার, দিনক্ষণ জানাল প্রযোজনা সংস্থা

3. ভালোবাসার মানুষের গালে চুমু এঁকে দিওয়ালি উদযাপন রণবীর-দীপিকার, পারফেক্ট ছবি পেলেন না করিনা

হায়দরাবাদ, 13 নভেম্বর: মুক্তির প্রথম দিনেই বক্সঅফিসে ম্যাজিক দেখিয়েছে সলমন খান ও ক্যাটরিনা কাইফের 'টাইগার 3' ৷ মণীশ শর্মা পরিচালত যশ রাজ প্রযোজনার স্পাই থ্রিলার দেখতে সকাল থেকে প্রেক্ষাগৃহের সামনে ভিড় দেখা গিয়েছে দর্শকদের ৷ ফলত, স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী ভারতে প্রথম দিনে এই ছবির ঝুলিতে এসেছে 44.5 কোটি টাকা ৷

'জওয়ান' ও 'পাঠান', শাহরুখ খানের দুই মেগাহিট ছবি প্রথম দিনে ভালো ব্যবসা করেছিল ৷ সেই জায়গায় দাঁড়িয়ে সমীক্ষা অনুযায়ী, হিন্দি ছবি হিসাবে 'টাইগার' রইল তৃতীয় স্থানে ৷ টাইগার মুক্তি পেয়েছে রবিবার দিওয়ালিকে সামনে রেখে ৷ 'জওয়ান' মুক্তি পেয়েছিল জন্মাষ্টমীর দিন বৃহস্পতিবার এবং 'পাঠান' মুক্তি পেয়েছিল বুধবার ৷ এই ট্রেড পোর্টাল অনুযায়ী সব ভাষা মিলিয়ে 'টাইগার 3' প্রথমদিনে বক্সঅফিসে তুলেছে 44.5 কোটি টাকা ৷

অ্যাডভান্স বুকিং থেকেই এগিয়ে ছিল ভাইজানের 'টাইগার' ৷ প্রায় 40 কোটি টিকিট বিক্রি হয়েছিল ৷ অ্যাডভান্স বুকিং দেখেই আশা করা হয়েছিল, এই ছবি প্রথম দিনে ব্যবসা হতে পারে 35 কোটি ৷ সেই তুলনায় ছবির ব্যবসা যথেষ্ট ভালো হয়েছে বলেই মত ছবি সমালোচকদের ৷ ফিল্ম ক্রিটিক তরণ আদর্শ বলেন, "টাইগার 3-র মিডনাইট শো শুরু হয়েছে ৷ রাতের প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় নজর কেড়েছে ৷ অপ্রত্যাশিত সাফল্য পেয়েছে এই ছবি ৷ উৎসবের আমেজ থাকায় ছবির ব্যবসা আরও ভালো হবে ৷ আগামিদিনে ছবির বক্সঅফিস কালেকশন আরও ভালো হবে ৷"

এর আগে 2019 সালে সলমন খান ও ক্যাটরিনা কাইফের ভারত ছবি মুক্তির প্রথম দিনে আয় করেছিল 42.3 কোটি টাকা ৷ সেই জায়গায় দাঁড়িয়ে 'টাইগার 3' ছবির আয় ভালোই হয়েছে ৷ ভাইজান ও ক্যাটরিনার অ্যাকশন ছাড়াও নজর কেড়েছে ইমরান হাসমির অভিনয়ও ৷ বাদ যায় না, শাহরুখ-সলমনের অ্যাকশন দৃশ্যও ৷ পাশাপাশি, নেতিবাচক চরিত্রে ইমরানের অভিনয় নজর কেড়েছে দর্শকদের ৷ টাইগার ফ্রাঞ্চাইজির তিন নম্বর ছবি 'টাইগার 3' ৷ এই ছবি কী কী রেকর্ড আগামিদিনের ভাঙে, সেটাই দেখার ৷

আরও পড়ুন:

1. প্রকাশ্যে টাইগার-পাঠান জুটির ঝলক ! মিশনে সলমনকে বাঁচাতে হাত বাড়ালেন শাহরুখ

2. ডিসেম্বরেই আসবে 'সালার' ট্রেলার, দিনক্ষণ জানাল প্রযোজনা সংস্থা

3. ভালোবাসার মানুষের গালে চুমু এঁকে দিওয়ালি উদযাপন রণবীর-দীপিকার, পারফেক্ট ছবি পেলেন না করিনা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.