হায়দরাবাদ, 14 এপ্রিল: 2021-এর পর ঈদের বক্সঅফিস খালি ছিল ভাইজান সলমন খানের । 2023 এ আবার ঈদ মোবারক করতে আসছেন সলমন । তবে কারোর ভাই হয়ে আবার কারোর জান হয়ে। 21 এপ্রিল মুক্তি পেতে চলেছে ফারহাদ সামজি পরিচালিত 'কিসি কা ভাই, কিসি কা জান' । কিন্তু কারোর জান হওয়া স্বাস্থ্যের পক্ষে কতটা হানিকারক, মজার ছলে জানালেন সল্লু মিঞা। কপিল শর্মার শোয়ে ছবির প্রোমোশনে এসে সলমনের এমন মন্তব্য ভাইরাল সোশাল মাধ্যমে। নেটিজেনরাও সমালোচনা করেছেন সলমনের এই মন্তব্যের ।
'কিসি কা ভাই, কিসি কা জান' ছবির ট্রেলার ও গান ইতিমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে । একবছর পর সিলভার স্ক্রিনজুড়ে মাতাতে আসছেন সলমন । ছবির প্রোমোশনে হাজির হয়েছিলেন কপিল শর্মার শেয়ে। কিছুদিনের মধ্যে টেলিভিশনে সম্প্রচারিত হবে সেই এপিসোড । সেই শুটিংয়ের ছোট্ট ক্লিপিস-ই এখন ঘুরছে সোশাল দুনিয়ায় । সেখানে কপিল শর্মার 'জান' বলার অধিকার নিয়ে প্রশ্ন করায়, জবাবে সলমন জানান, কীভাবে একজন প্রেমিকা জীবনে আসেন, তারপর জীবনটাকে ধ্বংস করে অপর আর একজনের 'জান' বা প্রেমিকা হতে চলে যান।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
মূলত প্রোমোতে দেখা গিয়েছে, কপিল শর্মা সলমনকে প্রশ্ন করেছেন, তিনি কাকে 'জান' বলার অধিকার দিয়েছেন? সলমন বলেন, "জান বলা থেকে শুরু হয়। তারপর জান অর্থাৎ জীবন নিয়ে নেয়। কাউকে অধিকার দিও না জান বলার। প্রথমে বলবে তোমাকে পেয়ে আমি কতটা সৌভাগ্যবান । কিছুদিন কেটে গেলেই আমি তোমাকে ভালোবাসি বলবে। তারপরেই যখন বুঝবে প্রেমের জালে ফাঁসানো হয়ে গেছে তারপরেই জীবন শেষ করে দেবে ।" তিনি আরও বলেন, " আসলে জান শব্দটা অসম্পূর্ণ । আসলে এটা হবে, জান বা জীবন নিয়ে নেব তোমার। তারপর অন্য কারোর আবার জান হয়ে যাবে। তারও জীবন ধ্বংস করে দেবে।"
আরও পড়ুন: 'টাইগার থ্রি'তে শাহরুখ-সলমন অ্যাকশন, 3 পরিচালক মিলে সাজাচ্ছেন অ্যাকশন দৃশ্য
সলমনের এই মন্তব্য সামনে আসার পরেই শুরু হয়েছে সমালোচনা। অনেকেই তাঁর এই মন্তব্যে একমত হননি। কমেন্ট করে একজন লিখেছেন, "এটা মোটেও মজাদার কথা নয়।" আবার একজন লিখেছেন, "সলমনের মনে পুরনো প্রেমের আঘাত এখনও বর্তমান।"