মুম্বই, 9 মে: সলমনকে হুমকি মেল পাঠানোর অপরাধে এক ব্যক্তির বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করল মুম্বই পুলিশ ৷ পুলিশ আধিকারিকদের বক্তব্য, গত মার্চে গ্যাংস্টার গোল্ডি ব্রারের নাম করে এই ব্য়ক্তি সলমনকে বেশ কয়েকটি হুমকি মেইল পাঠিয়েছিল ৷ সলমনকে অবশ্য দীর্ঘদিন ধরেই মৃ্ত্যুর হুমকি দেওয়া হচ্ছে ৷ মনের ওপর কতখানি চাপ ফেলে এই ধরনের হুমকি বার্তা? সম্প্রতি এই নিয়ে মুখ খুলেছেন সলমন ৷
এই হত্যার হুমকি নিয়ে সম্প্রতি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে বলেন, "নিরাপত্তাহীনতার থেকে নিরাপত্তার ঘেরাটোপ অনেক ভালো ৷ এখন আর কোথাও একা একা ঘোরা কিংবা সাইকেল চাপা সম্ভব হয় না ৷ আর তার থেকেও বড় কথা যখন আমি ট্রাফিক সিগন্যালে আটকে পড়ি তখন চারদিকে এতো নিরাপত্তা রক্ষীরা থাকেন এত গাড়ি থাকে যে লোকজনের রীতিমতো অসুবিধা হয় ৷ তাঁরা আমার দিকে অন্য চোখে তাকান ৷ আর আমার বেচারা ফ্যানেরাও তো কষ্টে আছেই ৷ কিন্তু এই হুমকিটা গুরুতর তাই নিরাপত্তার ব্যবস্থা করতে হয়েছে ৷"
হুমকি মেল আসার পর থেকেই সলমনের জন্য 'ওয়াই' ক্যাটাগরির নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা করা হয়েছে ৷ এই অনুষ্ঠানে নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, "যদিও আমি জানি যা হওয়ার তা হবেই কোনও কিছু করেই তাকে আটকানো যাবে না ৷ তবু আমি সব জায়গায় নিরাপত্তা বাহিনির সঙ্গেই যাই ৷ আমি বিশ্বাস করি ওপরে তিনি আছেন ৷ এর মানে এই নয় যে আমি খোলামেলা ঘুরে বেড়াচ্ছি ৷...কিন্তু আমার চারদিকে এখন এত বন্দুক থাকে মাঝে মাঝে তো আমি নিজেই ভয় পেয়ে যাই ৷ "
সলমনকে হুমকি দেওয়ার অভিযোগে এর আগে যোধপুরের এক যুবককে গ্রেফতারও করেছিল পুলিশ ৷ তার নাম ছিল ধাকড় রাম বিষ্ণোই ৷ অভিনয়ের কথা বলতে গেলে সলমনকে আগামীতে দেখা যাবে 'টাইগার 3' ছবিতে ৷ এই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন শাহরুখ খানও ৷ আর তাঁর সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কাইফও ৷
আরও পড়ুন: ইতালির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রবীন্দ্র সঙ্গীত