ETV Bharat / entertainment

Salman-Aamir Eid 2023: লেন্সবন্দি পর্দার 'অমর-প্রেম', সলমনের সঙ্গে ঈদ উদযাপন আমিরের

author img

By

Published : Apr 22, 2023, 12:38 PM IST

খুশির ঈদ দেশজুড়ে । বাদ নেই বলিউডও । ভাইজান সলমন খানের সঙ্গে পারফেক্ট ঈদ উদযাপন আমির খানের । নেট দুনিয়ায় ভাইরাল ছবি ।

Etv Bharat
লেন্সবন্দী পর্দার 'অমর-প্রেম'

হায়দরাবাদ, 22 এপ্রিল: পর্দার 'অমর-প্রেম' আবারও একসঙ্গে । খুশির ঈদে সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছেন এই দুই তারকা । আমির খান ও সলমন খান একসঙ্গে। আপাতত সিনেমায় নয়, এক ফ্রেমে ধরা দিয়েছেন 'আন্দাজ আপনা আপনা' খ্যাত তারকা জুটি । জল্পনা খুব শীঘ্রই বলিউডের এই দুই খান-কে আবারও দেখা যাবে পর্দায় ।

শনিবার দেশজুড়ে উদযাপিত হচ্ছে খুশির ঈদ । একে অপরকে শুভেচ্ছা বার্তা জানিয়ে ভালোবাসার আলিঙ্গনে বদ্ধ হচ্ছেন সকলেই । তালিকায় রয়েছেন বলিউড সেলবেরাও । শুক্রবারই নিজের সোশাল অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন ভাইজান সলমন খান । ছবিতে তাঁর পাশে রয়েছেন মিস্টার পাকফেকশনিস্ট আমির খান । ক্যাপশনে দাবাং খান লিখেছেন, "চাঁদ মুবারক।" আমির পরেছিলেন ক্যাজুয়াল টি-শার্ট, চোখে কালো চশমা । সলমনকে দেখা গিয়েছে কালো শার্ট-প্যান্টে ।

আরও পড়ুন: বক্স অফিসে আশানুরূপ ব্যবসা পেল না ভাইজানের 'কিসি কা ভাই কিসি কি জান'

সোশাল মিডিয়ায় এই ছবি আসতেই নিমেষে ভাইরাল। ছবিতে বয়ে গিয়েছে কমেন্টের বন্যা । অভিনেত্রী সঙ্গীতা বিজলানি-ও কমেন্টে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন । এক অনুরাগী টুইট করে লিখেছেন, "আপকা প্রেম অমর রহে। অর্থাৎ আপনাদের ভালোবাসা অটুট থাকুক।" আসলে আন্দাজ আপনা আপনা ছবিতে আমির খানের চরিত্রের নাম ছিল অমর ও সলমন-এর নাম ছিল প্রেম। তাই দুজনকে অনুরাগীরা একসঙ্গে অমরপ্রেম বলে উল্লেখ করেছেন ।

Chand Mubarak 🌙 pic.twitter.com/bb9RIJEJkf

— Salman Khan (@BeingSalmanKhan) April 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, বলিউডে শোনা গিয়েছিল আমির ও সলমনকে আবারও দেখা যাবে বড় পর্দায় । আমির খান স্প্যানিশ ছবি 'ক্যাম্পেওনস'-এর হিন্দি রিমেক করতে চলেছেন । সেখানেই নাকি আমিরকে নয়, মূল চরিত্রে দেখা যাবে সলমনকে । ভাইজান নাকি স্ক্রিপ্ট শুনে রাজিও হয়ে গিয়েছিলেন । তবে সেই বিষয়ে এখনও কোনও তরফ থেকেই নিশ্চয়তা প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, বিগস্ক্রিনে ঈদে মুক্তি পেয়েছে সলমন-এর 'কিসি কা ভাই কিসি কা জান'। চার বছর পর ভাইজানের ঈদে মুক্তি পেয়েছে ছবি। পরিচালক ফারহাদ সামজি । ভাইজানের এই ছবিও কী বক্সঅফিসে 100 কোটির মুখ দেখতে পাবে, এখন শুধু সময়ের অপেক্ষা।

হায়দরাবাদ, 22 এপ্রিল: পর্দার 'অমর-প্রেম' আবারও একসঙ্গে । খুশির ঈদে সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছেন এই দুই তারকা । আমির খান ও সলমন খান একসঙ্গে। আপাতত সিনেমায় নয়, এক ফ্রেমে ধরা দিয়েছেন 'আন্দাজ আপনা আপনা' খ্যাত তারকা জুটি । জল্পনা খুব শীঘ্রই বলিউডের এই দুই খান-কে আবারও দেখা যাবে পর্দায় ।

শনিবার দেশজুড়ে উদযাপিত হচ্ছে খুশির ঈদ । একে অপরকে শুভেচ্ছা বার্তা জানিয়ে ভালোবাসার আলিঙ্গনে বদ্ধ হচ্ছেন সকলেই । তালিকায় রয়েছেন বলিউড সেলবেরাও । শুক্রবারই নিজের সোশাল অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন ভাইজান সলমন খান । ছবিতে তাঁর পাশে রয়েছেন মিস্টার পাকফেকশনিস্ট আমির খান । ক্যাপশনে দাবাং খান লিখেছেন, "চাঁদ মুবারক।" আমির পরেছিলেন ক্যাজুয়াল টি-শার্ট, চোখে কালো চশমা । সলমনকে দেখা গিয়েছে কালো শার্ট-প্যান্টে ।

আরও পড়ুন: বক্স অফিসে আশানুরূপ ব্যবসা পেল না ভাইজানের 'কিসি কা ভাই কিসি কি জান'

সোশাল মিডিয়ায় এই ছবি আসতেই নিমেষে ভাইরাল। ছবিতে বয়ে গিয়েছে কমেন্টের বন্যা । অভিনেত্রী সঙ্গীতা বিজলানি-ও কমেন্টে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন । এক অনুরাগী টুইট করে লিখেছেন, "আপকা প্রেম অমর রহে। অর্থাৎ আপনাদের ভালোবাসা অটুট থাকুক।" আসলে আন্দাজ আপনা আপনা ছবিতে আমির খানের চরিত্রের নাম ছিল অমর ও সলমন-এর নাম ছিল প্রেম। তাই দুজনকে অনুরাগীরা একসঙ্গে অমরপ্রেম বলে উল্লেখ করেছেন ।

প্রসঙ্গত, বলিউডে শোনা গিয়েছিল আমির ও সলমনকে আবারও দেখা যাবে বড় পর্দায় । আমির খান স্প্যানিশ ছবি 'ক্যাম্পেওনস'-এর হিন্দি রিমেক করতে চলেছেন । সেখানেই নাকি আমিরকে নয়, মূল চরিত্রে দেখা যাবে সলমনকে । ভাইজান নাকি স্ক্রিপ্ট শুনে রাজিও হয়ে গিয়েছিলেন । তবে সেই বিষয়ে এখনও কোনও তরফ থেকেই নিশ্চয়তা প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, বিগস্ক্রিনে ঈদে মুক্তি পেয়েছে সলমন-এর 'কিসি কা ভাই কিসি কা জান'। চার বছর পর ভাইজানের ঈদে মুক্তি পেয়েছে ছবি। পরিচালক ফারহাদ সামজি । ভাইজানের এই ছবিও কী বক্সঅফিসে 100 কোটির মুখ দেখতে পাবে, এখন শুধু সময়ের অপেক্ষা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.