ETV Bharat / entertainment

Tiger 3 Movie Reaction: প্রকাশ্যে টাইগার-পাঠান জুটির ঝলক ! মিশনে সলমনকে বাঁচাতে হাত বাড়ালেন শাহরুখ - টাইগার পাঠান জুটি

কেমন হল সলমন খান-ক্যাটরিনা কাইফের টাইগার 3 ? সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিলেন অনুরাগীরা ৷ পাশাপাশি সামনে এল টাইগার-পাঠান জুটির ছোট্ট ঝলকও ৷ তা নিয়ে বেজায় খুশি 'করণ-অর্জুনের' ফ্যানেরা

Etv Bharat
প্রকাশ্যে টাইগার-পাঠান জুটির ঝলক !
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2023, 10:53 AM IST

হায়দরাবাদ, 12 নভেম্বর: একদিকে যখন আলোর উৎসবে আতসবাজি ফাটছে অন্যদিকে তখন সিটি আর করতালিতে কাঁপছে দেশের বহু প্রেক্ষাগৃহ ৷ মুক্তির পরই ফার্স্ট ডে ফার্স্ট শোয়ে ম্যাজিক দেখালেন টাইগার-জোয়া ৷ সোশাল মিডিয়ায় অনুরাগীদের প্রতিক্রিয়াতেই স্পষ্ট দিওয়ালিতে ব্লকব্লাস্টার উপহার দিয়েছে সলমন খান-ক্যাটরিনা কাইফের 'টাইগার 3' ৷ উপরি পাওনা টাইগার-পাঠানের অ্যাকশন সিকোয়েন্স ৷ যার ছোট্ট ঝলক ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেটপাড়ায় ৷ বলাই বাহুল্য স্বভাবসিদ্ধ ঢঙে অনুরাগীদের মন কেড়েছেন হিন্দি ছবির দুই মহাতারকা।

রবিবার সকালেই ভাইজান এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, "টাইগার 3 মুক্তি পেয়ে গিয়েছে ৷ দেখা হবে সেখানে ৷" সলমনের ডাই-হার্ড ফ্যানেরা নিরাশ করেননি তাঁকে ৷ সকালের শো-তেই অনুরাগীদের ভিড় ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো ৷ সিনেমা দেখে ইতিমধ্যেই অনেকেই নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন নেটপাড়ায় ৷

  • #Tiger3Review ⭐️⭐️⭐️#Tiger3 is a Decent Spy Saga which has a Below Par First Half & Good Second Half that offers some high octane action sequences.#SalmanKhan as Tiger yet again proves his mettle as the BIGGEST ACTION STAR, his god level screen presence & way he performs… pic.twitter.com/lOFyVtWbXT

    — Sumit Kadel (@SumitkadeI) November 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফিল্ম সমালোচক সুমিত কাদেল লিখেছেন, "টাইগার 3 স্পাই সাগার অন্যতম একটা ছবি ৷ প্রথম হাফের থেকে দ্বিতীয় হাফে রয়েছে ভরপুর বিনোদন ৷ টাইগার হিসাবে সলমন খান আরও একবার প্রমাণ করলেন তিনি বলিউডের বিগেস্ট অ্যাকশন স্টার ৷ ইমরান হাসমি ও ক্যাটরিনা কাইফের অভিনয়ও অসাধারণ ৷ পরিচালক মণীশ শর্মা টাইগারকে আরও একটু বেশি ব্যবহার করলে ভালো হত ৷"

শুধু কী তাই, টাইগারের সঙ্গে পাঠানের স্ক্রিনশেয়ারের ছোট্ট ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ সলমনকে বাঁচাতে হাজির শাহরুখ ৷ পর্দায় দুই খান আসতেই, উচ্ছ্বাস অনুরাগীদের ৷ সিট থেকে উঠে পড়ে চলে সিটি, হাততালি ৷ এক অনুরাগী লিখেছেন, "এক কথায় ডিসেন্ট ছবি ৷ ছবির সেকেন্ডহাফ আরও ভালো ৷ রয়েছে নন-স্টপ অ্যাকশন ৷ ছবির পরতে পরতে রয়েছে টুইস্ট ৷ তবে অনেক সময় তা কিছুটা আন্দাজ করা যায় ৷ পাঁচে তিন দেওয়া যায় এই ছবিকে ৷"

আবার এক দর্শক লিখেছেন, "ব্লকব্লাস্টার ছবি ৷ প্রচুর টুইস্টের সঙ্গে রয়েছে ভরপুর অ্যাকশন ৷ রয়েছে ইমোশন থেকে শুরু করে দেশাত্মবোধও ৷ প্রত্যেক তারকার এন্ট্রিই নজরকাড়া ৷"

সবমিলিয়ে দিওয়ালিতে দর্শকদের বিনোদনের সেরা উপহার দিলেন সলমন খান ৷ এই ছবি যে প্রথম দিনেই বক্সঅফিসে দুর্দান্ত ব্যবসা করতে চলেছে তা বলাই বাহুল্য ৷

আরও পড়ুন:

1. সাতটার শোয়ে সলমনের ম্যাজিক ! 'টাইগার 3' দেখে শিহরিত অনুরাগীরা

2. ব্যবসা হতে পারে ভালো যদি না আসে স্পয়লার, দর্শক দরবারে বিশেষ অনুরোধ সলমন-ক্যাটরিনার

3. 'দেবী চৌধুরানী' শ্রাবন্তী ! দীপাবলির আগে প্রকাশ্যে ব্যান্ডিত কুইনের প্রথম ঝলক

হায়দরাবাদ, 12 নভেম্বর: একদিকে যখন আলোর উৎসবে আতসবাজি ফাটছে অন্যদিকে তখন সিটি আর করতালিতে কাঁপছে দেশের বহু প্রেক্ষাগৃহ ৷ মুক্তির পরই ফার্স্ট ডে ফার্স্ট শোয়ে ম্যাজিক দেখালেন টাইগার-জোয়া ৷ সোশাল মিডিয়ায় অনুরাগীদের প্রতিক্রিয়াতেই স্পষ্ট দিওয়ালিতে ব্লকব্লাস্টার উপহার দিয়েছে সলমন খান-ক্যাটরিনা কাইফের 'টাইগার 3' ৷ উপরি পাওনা টাইগার-পাঠানের অ্যাকশন সিকোয়েন্স ৷ যার ছোট্ট ঝলক ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেটপাড়ায় ৷ বলাই বাহুল্য স্বভাবসিদ্ধ ঢঙে অনুরাগীদের মন কেড়েছেন হিন্দি ছবির দুই মহাতারকা।

রবিবার সকালেই ভাইজান এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, "টাইগার 3 মুক্তি পেয়ে গিয়েছে ৷ দেখা হবে সেখানে ৷" সলমনের ডাই-হার্ড ফ্যানেরা নিরাশ করেননি তাঁকে ৷ সকালের শো-তেই অনুরাগীদের ভিড় ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো ৷ সিনেমা দেখে ইতিমধ্যেই অনেকেই নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন নেটপাড়ায় ৷

  • #Tiger3Review ⭐️⭐️⭐️#Tiger3 is a Decent Spy Saga which has a Below Par First Half & Good Second Half that offers some high octane action sequences.#SalmanKhan as Tiger yet again proves his mettle as the BIGGEST ACTION STAR, his god level screen presence & way he performs… pic.twitter.com/lOFyVtWbXT

    — Sumit Kadel (@SumitkadeI) November 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফিল্ম সমালোচক সুমিত কাদেল লিখেছেন, "টাইগার 3 স্পাই সাগার অন্যতম একটা ছবি ৷ প্রথম হাফের থেকে দ্বিতীয় হাফে রয়েছে ভরপুর বিনোদন ৷ টাইগার হিসাবে সলমন খান আরও একবার প্রমাণ করলেন তিনি বলিউডের বিগেস্ট অ্যাকশন স্টার ৷ ইমরান হাসমি ও ক্যাটরিনা কাইফের অভিনয়ও অসাধারণ ৷ পরিচালক মণীশ শর্মা টাইগারকে আরও একটু বেশি ব্যবহার করলে ভালো হত ৷"

শুধু কী তাই, টাইগারের সঙ্গে পাঠানের স্ক্রিনশেয়ারের ছোট্ট ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ সলমনকে বাঁচাতে হাজির শাহরুখ ৷ পর্দায় দুই খান আসতেই, উচ্ছ্বাস অনুরাগীদের ৷ সিট থেকে উঠে পড়ে চলে সিটি, হাততালি ৷ এক অনুরাগী লিখেছেন, "এক কথায় ডিসেন্ট ছবি ৷ ছবির সেকেন্ডহাফ আরও ভালো ৷ রয়েছে নন-স্টপ অ্যাকশন ৷ ছবির পরতে পরতে রয়েছে টুইস্ট ৷ তবে অনেক সময় তা কিছুটা আন্দাজ করা যায় ৷ পাঁচে তিন দেওয়া যায় এই ছবিকে ৷"

আবার এক দর্শক লিখেছেন, "ব্লকব্লাস্টার ছবি ৷ প্রচুর টুইস্টের সঙ্গে রয়েছে ভরপুর অ্যাকশন ৷ রয়েছে ইমোশন থেকে শুরু করে দেশাত্মবোধও ৷ প্রত্যেক তারকার এন্ট্রিই নজরকাড়া ৷"

সবমিলিয়ে দিওয়ালিতে দর্শকদের বিনোদনের সেরা উপহার দিলেন সলমন খান ৷ এই ছবি যে প্রথম দিনেই বক্সঅফিসে দুর্দান্ত ব্যবসা করতে চলেছে তা বলাই বাহুল্য ৷

আরও পড়ুন:

1. সাতটার শোয়ে সলমনের ম্যাজিক ! 'টাইগার 3' দেখে শিহরিত অনুরাগীরা

2. ব্যবসা হতে পারে ভালো যদি না আসে স্পয়লার, দর্শক দরবারে বিশেষ অনুরোধ সলমন-ক্যাটরিনার

3. 'দেবী চৌধুরানী' শ্রাবন্তী ! দীপাবলির আগে প্রকাশ্যে ব্যান্ডিত কুইনের প্রথম ঝলক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.