ETV Bharat / entertainment

Salaar Vs Dunki: লড়াই স্থগিত হলেও শেষ হয়নি! ক্রিসমাস এবার শাহরুখ বনাম প্রভাস - Salaar Vs Dunki

সম্মুখ সমর থেকে নিজেকে সরিয়ে নেননি প্রভাস ৷ শাহরুখ খানের ছবির সামনে দাঁড়াতে পুরো প্রস্তুতি নিয়ে ফের মাঠে নামছেন তিনি ৷ এবার ক্রিসমাসে অনুরাগীরা সাক্ষী থাকবেন পাঠান ও বাহুবলীর এক মহাকাব্যিক লড়াইয়ের ৷ আগামী ক্রিসমাসেই পর্দায় আসবে 'ডানকি' ও 'সালার' ৷

Salaar Vs Dunki
ক্রিমাসে শাহরুখের সঙ্গে সম্মুখ সমরে প্রভাস
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 12:58 PM IST

হায়দরাবাদ, 26 সেপ্টেম্বর: ক্রিসমাসে এবার বিগ ব্যাটেল হতে চলেছে বক্স অফিসে ৷ শাহরুখ খানের 'জওয়ান' ছবির সঙ্গেই সম্মুখ সমরে নামার কথা ছিল প্রভাসের 'সালার' ছবিটির ৷ কিন্তু সেই মহাকাব্যিক যুদ্ধ থেকে সরে দাঁড়ান পর্দার বাহুবলী নিজেই ৷ যার জেরে অনেকেই ভেবেছিলেন শাহরুখের প্রতি সম্ভ্রম দেখিয়েই হয়তো লড়াইয়ের পথ এড়িয়ে গেলেন দক্ষিণি সুপারস্টার ৷ কিন্তু সাম্প্রতিক খবর বলছে যুদ্ধ সাময়িকভাবে স্থগিত হলেও তা মোটেই থেমে যায়নি ৷ ক্রিসমাসেই মুখোমুখি হতে চলেছেন শাহরুখ-প্রভাস ৷

বেশ কয়েকদিন ধরেই চলছিল এই জল্পনা ৷ সম্প্রতি এই জল্পনাকে সত্যি বলে দাবি করলেন সাংবাদিক তরণ আদর্শ ৷ তিনি তাঁর সাম্প্রতিক পোস্টে লিখেছেন, "হ্যাঁ এটা সত্যি ৷ শাহরুখ বনাম প্রভাস অর্থাৎ ডানকি বনাম সালার এই সম্মুখ সমর হতে চলেছে আগামী ক্রিসমাসেই ৷ প্রদর্শনকারীদের ইতিমধ্যেই মেইল পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ সালার মুক্তি পেতে চলেছে আগামী 22 ডিসেম্বর ৷ আগামী শুক্রবার হোমবেল ফিল্মস অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করবে বলে জানা গিয়েছে ৷"

অন্য়দিকে বেশ কয়েক দিন আগেই 'জওয়ান' ছবির সাকসেস পার্টিতে শাহরুখ জানিয়েছিলেন, তাঁর 'ডানকি' ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ক্রিসমাসেই ৷ আর তাই মহাকাব্যিক যুদ্ধের সাক্ষী হতে এখন তৈরি অনুরাগীরা ৷ 2023 সালটা শাহরুখের জন্য 'কামব্যাক ইয়ার' বললেও ভুল বলা হয়না ৷ ইতিমধ্যেই দু'টি 1000 কোটির ছবি উপহার দিয়েছেন তিনি ৷ আর তাই তাঁর 'ডানকি' ছবিটি নিয়েও এখন উৎসাহ তুঙ্গে ৷ শাহরুখ খান ও রাজকুমার হিরানি এই জুটির কাজ দেখার জন্য বহুদিন ধরেই মুখিয়ে রয়েছেন সিনে অনুরাগীরা ৷ এবার ক্রিসমাসে সফল হতে চলেছে এই স্বপ্ন ৷ সঙ্গে থাকছেন ভিকি কৌশল এবং তাপসী পান্নুও ৷

আরও পড়ুন: ফের হাজার কোটির শৃঙ্গ জয়, প্রথমে পাঠান পরে জওয়ান; বলিউডে রাজত্ব কিং খানের

আর অন্য়দিকে প্রভাসের জন্য় বিষয়টা একেবারেই আলাদা ৷ তাঁর শেষ ছবি 'আদিপুুরুষ' রীতিমতো বিপর্যয়ের মুখে পড়েছিল বক্স অফিসে ৷ তাই তাঁর জন্য় এখন 'সালার' ঘুরে দাঁড়ানোর একমাত্র হাতিয়ার ৷ এর আগে 'কেজিএফ'-এর মতো জনপ্রিয় ফ্রাঞ্চাইজি তৈরি করেছেন প্রশান্ত নীল ৷ এবার তাঁর হাত ধরেই ফের ট্র্যাকে ফিরতে মরিয়া প্রভাস ৷ এমতাবস্থায় শাহরুখ-প্রভাস লড়াই কেমন জমে সেটাই এখন দেখার ৷

হায়দরাবাদ, 26 সেপ্টেম্বর: ক্রিসমাসে এবার বিগ ব্যাটেল হতে চলেছে বক্স অফিসে ৷ শাহরুখ খানের 'জওয়ান' ছবির সঙ্গেই সম্মুখ সমরে নামার কথা ছিল প্রভাসের 'সালার' ছবিটির ৷ কিন্তু সেই মহাকাব্যিক যুদ্ধ থেকে সরে দাঁড়ান পর্দার বাহুবলী নিজেই ৷ যার জেরে অনেকেই ভেবেছিলেন শাহরুখের প্রতি সম্ভ্রম দেখিয়েই হয়তো লড়াইয়ের পথ এড়িয়ে গেলেন দক্ষিণি সুপারস্টার ৷ কিন্তু সাম্প্রতিক খবর বলছে যুদ্ধ সাময়িকভাবে স্থগিত হলেও তা মোটেই থেমে যায়নি ৷ ক্রিসমাসেই মুখোমুখি হতে চলেছেন শাহরুখ-প্রভাস ৷

বেশ কয়েকদিন ধরেই চলছিল এই জল্পনা ৷ সম্প্রতি এই জল্পনাকে সত্যি বলে দাবি করলেন সাংবাদিক তরণ আদর্শ ৷ তিনি তাঁর সাম্প্রতিক পোস্টে লিখেছেন, "হ্যাঁ এটা সত্যি ৷ শাহরুখ বনাম প্রভাস অর্থাৎ ডানকি বনাম সালার এই সম্মুখ সমর হতে চলেছে আগামী ক্রিসমাসেই ৷ প্রদর্শনকারীদের ইতিমধ্যেই মেইল পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ সালার মুক্তি পেতে চলেছে আগামী 22 ডিসেম্বর ৷ আগামী শুক্রবার হোমবেল ফিল্মস অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করবে বলে জানা গিয়েছে ৷"

অন্য়দিকে বেশ কয়েক দিন আগেই 'জওয়ান' ছবির সাকসেস পার্টিতে শাহরুখ জানিয়েছিলেন, তাঁর 'ডানকি' ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ক্রিসমাসেই ৷ আর তাই মহাকাব্যিক যুদ্ধের সাক্ষী হতে এখন তৈরি অনুরাগীরা ৷ 2023 সালটা শাহরুখের জন্য 'কামব্যাক ইয়ার' বললেও ভুল বলা হয়না ৷ ইতিমধ্যেই দু'টি 1000 কোটির ছবি উপহার দিয়েছেন তিনি ৷ আর তাই তাঁর 'ডানকি' ছবিটি নিয়েও এখন উৎসাহ তুঙ্গে ৷ শাহরুখ খান ও রাজকুমার হিরানি এই জুটির কাজ দেখার জন্য বহুদিন ধরেই মুখিয়ে রয়েছেন সিনে অনুরাগীরা ৷ এবার ক্রিসমাসে সফল হতে চলেছে এই স্বপ্ন ৷ সঙ্গে থাকছেন ভিকি কৌশল এবং তাপসী পান্নুও ৷

আরও পড়ুন: ফের হাজার কোটির শৃঙ্গ জয়, প্রথমে পাঠান পরে জওয়ান; বলিউডে রাজত্ব কিং খানের

আর অন্য়দিকে প্রভাসের জন্য় বিষয়টা একেবারেই আলাদা ৷ তাঁর শেষ ছবি 'আদিপুুরুষ' রীতিমতো বিপর্যয়ের মুখে পড়েছিল বক্স অফিসে ৷ তাই তাঁর জন্য় এখন 'সালার' ঘুরে দাঁড়ানোর একমাত্র হাতিয়ার ৷ এর আগে 'কেজিএফ'-এর মতো জনপ্রিয় ফ্রাঞ্চাইজি তৈরি করেছেন প্রশান্ত নীল ৷ এবার তাঁর হাত ধরেই ফের ট্র্যাকে ফিরতে মরিয়া প্রভাস ৷ এমতাবস্থায় শাহরুখ-প্রভাস লড়াই কেমন জমে সেটাই এখন দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.