কলকাতা, 7 এপ্রিল : বাবাকে হারানোর ক্ষতটা এখনও টাটকা (Abhishek Chatterjee Demise)৷ বেশ কিছুদিন তো লাগবেই সময়ের প্রলেপ পড়তে ৷ কিন্তু জীবন তো আর থেমে থাকে না ৷ ঠিক এগিয়ে যায় ৷ ঠিক সেভাবেই ক্লাস সেভেনে উঠল প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে ডল ওরফে সাইনা চট্টোপাধ্যায়। আজ স্কুলে তার প্রথম দিন । এই প্রথম নতুন ক্লাসে ওঠার সময় বাবা নেই তার পাশে ।
কিন্তু বাবা আছে, এমনইটাই বিশ্বাস ছোট্ট ডলের ৷ আর তাই আজ তার যে ছবি ভাইরাল হল সোশ্য়াল মিডিয়ায়, সেখানে দেখা গেল বাবার ছবিতে মাথা রেখে দাঁড়িয়ে আছে ছোট্ট মেয়েটি (Saina Chatterjee Gets Emotional For Her Daddy)। আর মনে মনে বাবাকে বলছে, "আমার প্রিয় বাবা, আমি ক্লাস 7 উঠেছি । আমার এগিয়ে যাওয়ার জন্য তোমার আশীর্বাদ চাই । আমি জানি তুমি সবসময় আমার পাশে আছো । তোমার আদরের ডল ।"
বাবার ছবির পাশে মেয়ের এই কাতর মিনতির ছবি শেয়ার করলেন অভিষেক জায়া সংযুক্তা চট্টোপাধ্যায় । তিনি লিখেছেন, "প্রিয় সবাইকে অনুরোধ, আমাদের প্রিয় ডলকে আপনারা শুভকামনা জানান । ক্লাস সেভেনে উঠে আজ স্কুলে যাওয়া শুরু করছে ও । সকলের আশীর্বাদ চাই ।" অভিনেতার পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, ডল ছিল অভিষেকের চোখের মণি। বড্ড আস্কারা দিতেন তিনি মেয়েকে, আর মেয়েও বাপ বলতে অজ্ঞান ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন: বারবার উঠেছে অভিযোগের আঙুল, তবু এক্কেবারে চুপ পর্দার রোম্যান্টিক দাদা-দিদি
মেয়েকে চুল বেঁধে দেওয়া থেকে শুরু করে খুঁটিনাটি সব দিকের খেয়াল রাখতেন প্রয়াত অভিনেতা । ছোট্ট ডলের আজকের এই বিশেষ দিনে সবই আছে আগের মতো । নেই শুধু তার ড্যাডি । কিন্তু তার বিশ্বাস ড্যাডি তার পাশেই আছে । সকাল থেকেই সংযুক্তাদেবীর ফেসবুক পোস্টে উপচে পড়ছে কমেন্ট । সকলেই জানিয়েছেন শুভেচ্ছা ।