ETV Bharat / entertainment

Sabyasachi-Aindrila Relationship: তারার দেশে হারিয়ে গেলেন ঐন্দ্রিলা, সব্যসাচী ফেসবুক থেকে - ঐন্দ্রিলা শর্মা

শেষ জীবনযুদ্ধ ৷ দীর্ঘ লড়াই শেষে চিরঘুমে ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma Death)৷ তাঁর প্রয়াণের পরই ফেসবুক থেকে সরলেন তাঁর বন্ধু সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)৷ মুছে দিলেন অভিনেত্রীকে নিয়ে করা তাঁর সব পোস্ট (Sabyasachi-Aindrila Relationship)৷

Sabyasachi Chowdhury deactivates his facebook profile after Aindrila Sharma death
তারার দেশে হারিয়ে গেলেন ঐন্দ্রিলা, সব্যসাচী ফেসবুক থেকে
author img

By

Published : Nov 20, 2022, 6:20 PM IST

Updated : Nov 20, 2022, 7:27 PM IST

কলকাতা, 20 নভেম্বর: আমি পাই না ছুঁতে তোমায়, আমার একলা লাগে ভারী...টানা 20টা দিন হাসপাতালের বেডে অচেতন প্রেমিকার হাতটা ছুঁয়ে ছিলেন ৷ চোখের পাতা এক করেননি এক মুহূর্তের জন্যও ৷ আজ আর সে নেই ৷ সে আজ সবার ধরাছোঁয়ার বাইরে ৷ সব্যসাচী চৌধুরীর (Sabyasachi Chowdhury) 'রাত জাগা তারা' ঐন্দ্রিলা শর্মা আজ তারাদের দেশে ৷ তাই আজ বড় একলা সব্যসাচী (Sabyasachi-Aindrila Friendship)৷ এই একাকীত্বের অন্ধকারেই তিনি নিজেকে আরও গুটিয়ে নিলেন ৷ ঐন্দ্রিলা চিরঘুমে যেতেই ফেসবুক থেকে হারিয়ে গেলেন তাঁর প্রিয়তম ৷

সিনেমা, থিয়েটারের প্রেম-ভালোবাসার গল্পকে হার মানাবে বাস্তব এই প্রেমকাহিনি ৷ ঐন্দ্রিলা ও সব্যসাচীর গল্প রূপকথার মতো ৷ আজকের জেট যুগের ব্যস্ততায়, কেরিয়ার নিয়ে ইঁদুর দৌড়ের মাঝে এমন ভালোবাসা, এমন অনুভূতি বিরল ৷ দায়বদ্ধতা, নিয়মরক্ষা নয়, সব্যসাচী নতুন করে বন্ধুত্বের সংজ্ঞা মনে করিয়ে দিয়েছেন ৷ তাই বন্ধুর জীবন সংগ্রামের প্রতিটি মুহূর্তে তাঁর পাশে থাকলেও বন্ধুকে হারিয়ে আজ তাঁরও পায়ের তলার মাটি খসে পড়েছে ৷ গত শুক্রবারও যিনি মিরাকলের আশায় ছিলেন, সেই সব্যসাচীই যখন বুঝলেন সব শেষ, তখনই ঐন্দ্রিলাকে নিয়ে তাঁর ফেসবুকের যাবতীয় পোস্ট মুছে দিলেন বামাক্ষ্যাপা অভিনেতা ৷ শুধু তাই নয়, ফেসবুক থেকে সরিয়ে নিলেন নিজেকেও ৷

Sabyasachi Chowdhury deactivates his facebook profile after Aindrila Sharma death
ঐন্দ্রিলা ও সব্যসাচী

ঝুমুর ধারাবাহিক থেকে এই বন্ধুত্বের সূচনা ৷ শ্যুটিং-এর ফাঁকেই আড্ডা, তারপর ফোন, টেক্সট ৷ এ ভাবে খুব অল্প সময়ের মধ্য়ে একে-অপরের খুব কাছাকাছি চলে এসেছিলেন ঐন্দ্রিলা ও সব্যসাচী ৷ তবে সম্পর্ক শুরুর সঙ্গে সঙ্গেই নেমে আসে নানা ঘাত প্রতিঘাত ৷ কর্কট রোগ তাঁর শরীরকে ব্যতিব্যস্ত করে তুললেও বন্ধুর সাহচর্যে মানসিক শান্তি কখনও অধরা হয়নি, নিজেই এ কথা নানা সময়ে জানিয়েছেন ঐন্দ্রিলা ৷ কঠিন লড়াইয়ে কখনও তাঁর হাত ছাড়েননি সব্যসাচী ৷ তাঁদের বিভিন্ন পোস্টে বারবার ফুটে উঠেছে তাঁদের অনবদ্য পারস্পরিক বোঝাপড়া ও হাতে হাত রেখে সব যুদ্ধজয়ের অঙ্গীকারের ছবি ৷

আরও পড়ুন: Aindrila Sharma: জিয়নকাঠির জাদু ব্যর্থ করে অস্তাচলে ঐন্দ্রিলা, একনজরে জীবনযুদ্ধের কাহিনি

নিজের নানা ব্যস্ততাতেও ঐন্দ্রিলার কঠিন সময়ে তাঁকে কাছছাড়া করেননি এই বন্ধু ৷ নানা সময়ে তিনি অনুরাগীদের ঐন্দ্রিলার আপডেট জানাতেন ৷ অভিনেত্রীর ক্যানসার মুক্ত হওয়ার সুখবরটাও তিনিই দিয়েছিলেন ৷ 1 নভেম্বর যখন ফের ঐন্দ্রিলা হাসপাতালে ভর্তি হন, তখনও তাঁকে ফিরিয়ে আনার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন তাঁর বন্ধু ৷ ফেসবুকে তিনি লিখেছিলেন, "নিজে হাতে নিয়ে এসেছিলাম । নিজে হাতেই ওকে ফিরিয়ে নিয়ে যাব ৷"

Sabyasachi Chowdhury deactivates his facebook profile after Aindrila Sharma death
অসুস্থতাকে হার মানিয়ে দোলের আনন্দে রঙিন

দিনকয়েক আগে ঐন্দ্রিলার মৃত্যুর ভুয়ো খবর ছড়ালে সব্যসাচী গর্জে উঠেছিলেন ৷ বলেছিলেন, "আরেকটু থাকতে দাও ওকে..এসব লেখার অনেক সময় পাবে ৷" একদিন আগেও পোস্ট করে তিনি জানান, ঐন্দ্রিলার হাত নড়ে উঠেছে ৷ ডাক্তাররা জবাব দিয়ে দিলেও মিরাকলের আশায় বুক বেঁধেছেন তিনি ৷ তবে তাঁর ভুল ভাঙতে বেশি সময় লাগেনি ৷ আবারও পরপর কার্ডিয়াক অ্যারেস্ট চিরতরে ঝাঁঝরা করে দেয় 24 বছরের অভিনেত্রীকে ৷

Sabyasachi Chowdhury deactivates his facebook profile after Aindrila Sharma death
হাসপাতালে ঐন্দ্রিলার পাশে সব্যসাচী

তিনি হাত না ছাড়লেও, বন্ধু এ বার তাঁর হাত ছাড়ছেন...এটা বুঝতে পেরেই ঐন্দ্রিলাকে নিয়ে তাঁর যাবতীয় পোস্ট ফেসবুক থেকে মুছে ফেলেন সব্যসাচী ৷ ঐন্দ্রিলা হারিয়ে যেতেই তিনিও হারিয়ে যান ফেসবুক থেকে ৷

মানুষ চলে যায়, রয়ে যায় তার স্মৃতি ৷ ঐন্দ্রিলা চিরকাল মানুষের মনে থেকে যাবেন তাঁর অভিনয়, নৃত্যশৈলী, জীবনসংগ্রামের মধ্যে দিয়ে ৷ আর তাঁকে আজীবন বাঁচিয়ে রাখবে সব্যসাচীর ভালোবাসা...

কলকাতা, 20 নভেম্বর: আমি পাই না ছুঁতে তোমায়, আমার একলা লাগে ভারী...টানা 20টা দিন হাসপাতালের বেডে অচেতন প্রেমিকার হাতটা ছুঁয়ে ছিলেন ৷ চোখের পাতা এক করেননি এক মুহূর্তের জন্যও ৷ আজ আর সে নেই ৷ সে আজ সবার ধরাছোঁয়ার বাইরে ৷ সব্যসাচী চৌধুরীর (Sabyasachi Chowdhury) 'রাত জাগা তারা' ঐন্দ্রিলা শর্মা আজ তারাদের দেশে ৷ তাই আজ বড় একলা সব্যসাচী (Sabyasachi-Aindrila Friendship)৷ এই একাকীত্বের অন্ধকারেই তিনি নিজেকে আরও গুটিয়ে নিলেন ৷ ঐন্দ্রিলা চিরঘুমে যেতেই ফেসবুক থেকে হারিয়ে গেলেন তাঁর প্রিয়তম ৷

সিনেমা, থিয়েটারের প্রেম-ভালোবাসার গল্পকে হার মানাবে বাস্তব এই প্রেমকাহিনি ৷ ঐন্দ্রিলা ও সব্যসাচীর গল্প রূপকথার মতো ৷ আজকের জেট যুগের ব্যস্ততায়, কেরিয়ার নিয়ে ইঁদুর দৌড়ের মাঝে এমন ভালোবাসা, এমন অনুভূতি বিরল ৷ দায়বদ্ধতা, নিয়মরক্ষা নয়, সব্যসাচী নতুন করে বন্ধুত্বের সংজ্ঞা মনে করিয়ে দিয়েছেন ৷ তাই বন্ধুর জীবন সংগ্রামের প্রতিটি মুহূর্তে তাঁর পাশে থাকলেও বন্ধুকে হারিয়ে আজ তাঁরও পায়ের তলার মাটি খসে পড়েছে ৷ গত শুক্রবারও যিনি মিরাকলের আশায় ছিলেন, সেই সব্যসাচীই যখন বুঝলেন সব শেষ, তখনই ঐন্দ্রিলাকে নিয়ে তাঁর ফেসবুকের যাবতীয় পোস্ট মুছে দিলেন বামাক্ষ্যাপা অভিনেতা ৷ শুধু তাই নয়, ফেসবুক থেকে সরিয়ে নিলেন নিজেকেও ৷

Sabyasachi Chowdhury deactivates his facebook profile after Aindrila Sharma death
ঐন্দ্রিলা ও সব্যসাচী

ঝুমুর ধারাবাহিক থেকে এই বন্ধুত্বের সূচনা ৷ শ্যুটিং-এর ফাঁকেই আড্ডা, তারপর ফোন, টেক্সট ৷ এ ভাবে খুব অল্প সময়ের মধ্য়ে একে-অপরের খুব কাছাকাছি চলে এসেছিলেন ঐন্দ্রিলা ও সব্যসাচী ৷ তবে সম্পর্ক শুরুর সঙ্গে সঙ্গেই নেমে আসে নানা ঘাত প্রতিঘাত ৷ কর্কট রোগ তাঁর শরীরকে ব্যতিব্যস্ত করে তুললেও বন্ধুর সাহচর্যে মানসিক শান্তি কখনও অধরা হয়নি, নিজেই এ কথা নানা সময়ে জানিয়েছেন ঐন্দ্রিলা ৷ কঠিন লড়াইয়ে কখনও তাঁর হাত ছাড়েননি সব্যসাচী ৷ তাঁদের বিভিন্ন পোস্টে বারবার ফুটে উঠেছে তাঁদের অনবদ্য পারস্পরিক বোঝাপড়া ও হাতে হাত রেখে সব যুদ্ধজয়ের অঙ্গীকারের ছবি ৷

আরও পড়ুন: Aindrila Sharma: জিয়নকাঠির জাদু ব্যর্থ করে অস্তাচলে ঐন্দ্রিলা, একনজরে জীবনযুদ্ধের কাহিনি

নিজের নানা ব্যস্ততাতেও ঐন্দ্রিলার কঠিন সময়ে তাঁকে কাছছাড়া করেননি এই বন্ধু ৷ নানা সময়ে তিনি অনুরাগীদের ঐন্দ্রিলার আপডেট জানাতেন ৷ অভিনেত্রীর ক্যানসার মুক্ত হওয়ার সুখবরটাও তিনিই দিয়েছিলেন ৷ 1 নভেম্বর যখন ফের ঐন্দ্রিলা হাসপাতালে ভর্তি হন, তখনও তাঁকে ফিরিয়ে আনার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন তাঁর বন্ধু ৷ ফেসবুকে তিনি লিখেছিলেন, "নিজে হাতে নিয়ে এসেছিলাম । নিজে হাতেই ওকে ফিরিয়ে নিয়ে যাব ৷"

Sabyasachi Chowdhury deactivates his facebook profile after Aindrila Sharma death
অসুস্থতাকে হার মানিয়ে দোলের আনন্দে রঙিন

দিনকয়েক আগে ঐন্দ্রিলার মৃত্যুর ভুয়ো খবর ছড়ালে সব্যসাচী গর্জে উঠেছিলেন ৷ বলেছিলেন, "আরেকটু থাকতে দাও ওকে..এসব লেখার অনেক সময় পাবে ৷" একদিন আগেও পোস্ট করে তিনি জানান, ঐন্দ্রিলার হাত নড়ে উঠেছে ৷ ডাক্তাররা জবাব দিয়ে দিলেও মিরাকলের আশায় বুক বেঁধেছেন তিনি ৷ তবে তাঁর ভুল ভাঙতে বেশি সময় লাগেনি ৷ আবারও পরপর কার্ডিয়াক অ্যারেস্ট চিরতরে ঝাঁঝরা করে দেয় 24 বছরের অভিনেত্রীকে ৷

Sabyasachi Chowdhury deactivates his facebook profile after Aindrila Sharma death
হাসপাতালে ঐন্দ্রিলার পাশে সব্যসাচী

তিনি হাত না ছাড়লেও, বন্ধু এ বার তাঁর হাত ছাড়ছেন...এটা বুঝতে পেরেই ঐন্দ্রিলাকে নিয়ে তাঁর যাবতীয় পোস্ট ফেসবুক থেকে মুছে ফেলেন সব্যসাচী ৷ ঐন্দ্রিলা হারিয়ে যেতেই তিনিও হারিয়ে যান ফেসবুক থেকে ৷

মানুষ চলে যায়, রয়ে যায় তার স্মৃতি ৷ ঐন্দ্রিলা চিরকাল মানুষের মনে থেকে যাবেন তাঁর অভিনয়, নৃত্যশৈলী, জীবনসংগ্রামের মধ্যে দিয়ে ৷ আর তাঁকে আজীবন বাঁচিয়ে রাখবে সব্যসাচীর ভালোবাসা...

Last Updated : Nov 20, 2022, 7:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.